কলকাতা, 1 মার্চ: আপাতত কলকাতা ও বিধাননগরে হুক্কা বার (Hookah Bar) বন্ধ করা যাবে না । কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ, তিন সপ্তাহের মধ্যে কলকাতা পৌরনিগমকে আইন সংক্রান্ত পেপারবুক জমা দিতে হবে । 6 সপ্তাহ পর মামলাটি শুনানির জন্য আসবে । হুক্কা বার বন্ধ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) একক বেঞ্চ ৷ সেই নির্দেশই আপাতত বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
2022 সালের ডিসেম্বর মাসে শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার কথা ঘোষণা করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । এর কিছুদিনের মধ্যে একই ভাবে বিধাননগর পৌরনিগমও হুক্কা বার বন্ধ করার কথা ঘোষণা করে । কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নিজে জানিয়েছিলেন, শহরের সব রেস্তরাঁ কর্তৃপক্ষকেই হুক্কা বার বন্ধ করার জন্য অনুরোধ জানানো হয়েছে । অনুরোধে কাজ না হলে অথবা, গোপনে হুক্কা বার চালানো হলে পুলিশ উপযুক্ত পদক্ষেপ করবে । নিয়ম অমান্য করলে রেস্তরাঁগুলির লাইসেন্স নবীকরণ করা হবে না বলেও হুঁশিয়ারি দেন মেয়র । সেই মতো পুলিশ পদক্ষেপও শুরু করে ।
পৌরনিগম ও পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হুক্কা বারের কয়েক জন মালিক । তাঁদের বক্তব্য, পৌর আইনে (Municipal Act) হুক্কা বার বন্ধের বিষয়ে বলা নেই । পাশাপাশি কলকাতা ও বিধাননগর এলাকাতে যে হুক্কা বার চালানো হয়, তাতে ভেষজ তামাক ব্যবহার করা হয় । কিন্তু পুলিশ সাফ জানায়, রেস্তরাঁগুলো থেকে মাদকও উদ্ধার হয়েছে । কিন্তু রেস্টুরেন্টে ব্যবসায়ীদের সংগঠনের দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, হুক্কা বার বন্ধ করা যাবে না । সেই নির্দেশ ডিভিশন বেঞ্চেও বহাল রইল ৷
আরও পড়ুন: নিশ্চয়ই মানুষের ভালো ভেবে রায় দিয়েছে হাইকোর্ট, হুক্কা বার নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া ফিরহাদের