ETV Bharat / state

নবান্ন বাসস্ট্যান্ডের সামনে ডিএ-র দাবিতে ধরনা 3 নয়, একদিন করা যাবে; নির্দেশ ডিভিশন বেঞ্চের

Calcutta High Court on DA Agitation: নবান্ন বাসস্ট্যান্ডের সামনে ডিএ-র দাবিতে ধরনা কর্মসূচি তিন দিন নয়, একদিন করা যাবে বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷

Calcutta High Court on DA Agitation
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 12:19 PM IST

Updated : Dec 22, 2023, 6:20 PM IST

হাইকোর্টে ডিএ আন্দোলনকারী

কলকাতা, 22 ডিসেম্বর: নবান্ন বাসস্ট্যান্ডের সামনে ডিএ আন্দোলনের কর্মসূচি জারি রাখলেও তার সময় কমিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ তিনদিন এই ধরনা কর্মসূচির অনুমতি দিয়েছিল সিঙ্গল বেঞ্চ । সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য সরকার । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল করা হয় । আজ প্রধান বিচারপতি ধরনার সময় কমিয়ে দিলেও ধরনা জারি রাখার অনুমতি দিয়েছেন । আদালতের নির্দেশ, আগামিকাল বেলা চারটের মধ্যে এই কর্মসূচি শেষ করতে হবে । অর্থাৎ মাত্র একদিন এই কর্মসূচি করা যাবে ।

প্রধান বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন, ধরনা কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয় ৷ কোনওরকম স্লোগান দেওয়া চলবে না, বা অশান্তিকর পরিস্থিতি যেন সৃষ্টি না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।

সংগ্রামী যৌথ মঞ্চের তরফের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ওই এলাকা ফাঁকাই থাকে । তিন দিনের ধরনা কর্মসূচি । তার মধ্যে একদিন রবিবার । মাত্র 300 জনের অবস্থান । তখন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ওই জায়গা পরিবহণ দফতরের ৷

সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার দাবিতে ধরনার কর্মসূচিতে গতকাল সম্মতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট । তবে চার দিনের পরিবর্তে এই কর্মসূচি তিনদিন করা যাবে বলে জানান বিচারপতি রাজাশেখর মান্থা । শর্ত সাপেক্ষে 22 থেকে 24 ডিসেম্বর নবান্ন বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের ধরনায় অনুমতি দিয়েছিল হাইকোর্ট । শর্ত ছিল, 300 জনের বেশি একসঙ্গে ওই ধরনা মঞ্চে থাকতে পারবেন না ।

উল্লেখ্য, বকেয়া ডিএ-সহ একগুচ্ছ দাবিতে ধরনা করতে চাইলেও পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মীদের যৌথ মঞ্চ ৷ বিচারপতি রাজাশেখর মান্থা গতকাল সেই অনুমতি দিয়েছিলেন ।

আরও পড়ুন:

  1. ভোর হতেই নবান্নের দরজায় ডিএ আন্দোলনকারীরা, ধরনায় বসা নিয়ে পুলিশের সঙ্গে বচসা
  2. নবান্নের দুয়ারে ডিএ আন্দোলনকারীরা, 19 ডিসেম্বর থেকে চারদিনের ধরনা সংগ্রামী যৌথ মঞ্চের
  3. বিচারপতির গাড়ি ব্যবহার করায় ছাত্রদের বিরুদ্ধে মামলা পুলিশের, প্রতিবাদে ধরনা এবিভিপির সদস্যদের

হাইকোর্টে ডিএ আন্দোলনকারী

কলকাতা, 22 ডিসেম্বর: নবান্ন বাসস্ট্যান্ডের সামনে ডিএ আন্দোলনের কর্মসূচি জারি রাখলেও তার সময় কমিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ তিনদিন এই ধরনা কর্মসূচির অনুমতি দিয়েছিল সিঙ্গল বেঞ্চ । সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য সরকার । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল করা হয় । আজ প্রধান বিচারপতি ধরনার সময় কমিয়ে দিলেও ধরনা জারি রাখার অনুমতি দিয়েছেন । আদালতের নির্দেশ, আগামিকাল বেলা চারটের মধ্যে এই কর্মসূচি শেষ করতে হবে । অর্থাৎ মাত্র একদিন এই কর্মসূচি করা যাবে ।

প্রধান বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন, ধরনা কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয় ৷ কোনওরকম স্লোগান দেওয়া চলবে না, বা অশান্তিকর পরিস্থিতি যেন সৃষ্টি না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।

সংগ্রামী যৌথ মঞ্চের তরফের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ওই এলাকা ফাঁকাই থাকে । তিন দিনের ধরনা কর্মসূচি । তার মধ্যে একদিন রবিবার । মাত্র 300 জনের অবস্থান । তখন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ওই জায়গা পরিবহণ দফতরের ৷

সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার দাবিতে ধরনার কর্মসূচিতে গতকাল সম্মতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট । তবে চার দিনের পরিবর্তে এই কর্মসূচি তিনদিন করা যাবে বলে জানান বিচারপতি রাজাশেখর মান্থা । শর্ত সাপেক্ষে 22 থেকে 24 ডিসেম্বর নবান্ন বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের ধরনায় অনুমতি দিয়েছিল হাইকোর্ট । শর্ত ছিল, 300 জনের বেশি একসঙ্গে ওই ধরনা মঞ্চে থাকতে পারবেন না ।

উল্লেখ্য, বকেয়া ডিএ-সহ একগুচ্ছ দাবিতে ধরনা করতে চাইলেও পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মীদের যৌথ মঞ্চ ৷ বিচারপতি রাজাশেখর মান্থা গতকাল সেই অনুমতি দিয়েছিলেন ।

আরও পড়ুন:

  1. ভোর হতেই নবান্নের দরজায় ডিএ আন্দোলনকারীরা, ধরনায় বসা নিয়ে পুলিশের সঙ্গে বচসা
  2. নবান্নের দুয়ারে ডিএ আন্দোলনকারীরা, 19 ডিসেম্বর থেকে চারদিনের ধরনা সংগ্রামী যৌথ মঞ্চের
  3. বিচারপতির গাড়ি ব্যবহার করায় ছাত্রদের বিরুদ্ধে মামলা পুলিশের, প্রতিবাদে ধরনা এবিভিপির সদস্যদের
Last Updated : Dec 22, 2023, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.