কলকাতা, 22 ডিসেম্বর: নবান্ন বাসস্ট্যান্ডের সামনে ডিএ আন্দোলনের কর্মসূচি জারি রাখলেও তার সময় কমিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ তিনদিন এই ধরনা কর্মসূচির অনুমতি দিয়েছিল সিঙ্গল বেঞ্চ । সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য সরকার । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল করা হয় । আজ প্রধান বিচারপতি ধরনার সময় কমিয়ে দিলেও ধরনা জারি রাখার অনুমতি দিয়েছেন । আদালতের নির্দেশ, আগামিকাল বেলা চারটের মধ্যে এই কর্মসূচি শেষ করতে হবে । অর্থাৎ মাত্র একদিন এই কর্মসূচি করা যাবে ।
প্রধান বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন, ধরনা কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয় ৷ কোনওরকম স্লোগান দেওয়া চলবে না, বা অশান্তিকর পরিস্থিতি যেন সৃষ্টি না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।
সংগ্রামী যৌথ মঞ্চের তরফের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ওই এলাকা ফাঁকাই থাকে । তিন দিনের ধরনা কর্মসূচি । তার মধ্যে একদিন রবিবার । মাত্র 300 জনের অবস্থান । তখন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ওই জায়গা পরিবহণ দফতরের ৷
সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার দাবিতে ধরনার কর্মসূচিতে গতকাল সম্মতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট । তবে চার দিনের পরিবর্তে এই কর্মসূচি তিনদিন করা যাবে বলে জানান বিচারপতি রাজাশেখর মান্থা । শর্ত সাপেক্ষে 22 থেকে 24 ডিসেম্বর নবান্ন বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের ধরনায় অনুমতি দিয়েছিল হাইকোর্ট । শর্ত ছিল, 300 জনের বেশি একসঙ্গে ওই ধরনা মঞ্চে থাকতে পারবেন না ।
উল্লেখ্য, বকেয়া ডিএ-সহ একগুচ্ছ দাবিতে ধরনা করতে চাইলেও পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মীদের যৌথ মঞ্চ ৷ বিচারপতি রাজাশেখর মান্থা গতকাল সেই অনুমতি দিয়েছিলেন ।
আরও পড়ুন: