ETV Bharat / state

CBI Probe Order Quashed: উলুবেড়িয়া 1 ব্লকের বিডিওর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে - পঞ্চায়েত নির্বাচন

নথি বিকৃত করে বামফ্রন্টের প্রার্থীদের মনোনয়ন বাতিল করে দিয়েছেন হাওড়ার উলুবেড়িয়া-1 এর বিডিও, এমনই অভিযোগে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে ৷ সিঙ্গল বেঞ্চ ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় ৷ সোমবার ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দিল ৷

Calcutta High Court
Calcutta High Court
author img

By

Published : Jun 26, 2023, 4:42 PM IST

Updated : Jun 26, 2023, 4:52 PM IST

কলকাতা, 26 জুন: হাওড়ার উলুবেড়িয়া-1 এর বিডিওর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন । সেই নির্দেশ সোমবার খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ ৷ আদালত জানিয়েছে, তদন্ত হবে অবসপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে । কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নেতৃত্বে রাজ্য পুলিশ তদন্ত করবে বলে আদালতের নির্দেশ ।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে উলুবেড়িয়া-1 এর বামফ্রন্টের প্রার্থীদের নথি বিকৃত করার অভিযোগ ওঠে স্থানীয় বিডিও-র বিরুদ্ধে ৷ সেই নিয়ে মামলা দায়ের হয় হাইকোর্টে ৷ বিচারপতি অমৃতা সিনহা সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য ৷ এর আগের শুননিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় ৷ সোমবার সেই নির্দেশই খারিজ করে দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ ৷

উল্লেখ্য, বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের নথি বিকৃত করেছেন উলুবেড়িয়া-1 এর বিডিও, এই অভিযোগ করে সিঙ্গল বেঞ্চে সিবিআই তদন্তের আবেদন করেছিলেন কাশ্মীরা বিবি, ওমজা বিবি নামে দুই প্রার্থী । মনোনয়ন পত্র বিকৃত করার অভিযোগ করেছিলেন বিডিও বিরুদ্ধে । প্রার্থীদের অভিযোগ ছিল সময়ের মধ্যে তাঁরা জাতিগত শংসাপত্র (কাস্ট সার্টিফিকেট) জমা করলেও রেজিস্টারে নথিভুক্ত করেননি বিডিও । যার ফলে স্ক্রুটিনিতে বাদ চলে যায় তাঁদের নাম । এর বিরুদ্ধে অভিযোগ করতে গেলেও বিডিও অভিযোগ গ্রহণ করেননি ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে নথি বিকৃতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

সেই মামলাতেই বিচারপতি অমৃতা সিনহা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷ পুরো বিষয় সিবিআইকে খতিয়ে দেখে 7 জুলাই রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা । কিন্তু সেই নির্দেশ সোমবার খারিজ হয়ে গেল ৷

কলকাতা, 26 জুন: হাওড়ার উলুবেড়িয়া-1 এর বিডিওর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন । সেই নির্দেশ সোমবার খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ ৷ আদালত জানিয়েছে, তদন্ত হবে অবসপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে । কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নেতৃত্বে রাজ্য পুলিশ তদন্ত করবে বলে আদালতের নির্দেশ ।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে উলুবেড়িয়া-1 এর বামফ্রন্টের প্রার্থীদের নথি বিকৃত করার অভিযোগ ওঠে স্থানীয় বিডিও-র বিরুদ্ধে ৷ সেই নিয়ে মামলা দায়ের হয় হাইকোর্টে ৷ বিচারপতি অমৃতা সিনহা সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য ৷ এর আগের শুননিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় ৷ সোমবার সেই নির্দেশই খারিজ করে দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ ৷

উল্লেখ্য, বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের নথি বিকৃত করেছেন উলুবেড়িয়া-1 এর বিডিও, এই অভিযোগ করে সিঙ্গল বেঞ্চে সিবিআই তদন্তের আবেদন করেছিলেন কাশ্মীরা বিবি, ওমজা বিবি নামে দুই প্রার্থী । মনোনয়ন পত্র বিকৃত করার অভিযোগ করেছিলেন বিডিও বিরুদ্ধে । প্রার্থীদের অভিযোগ ছিল সময়ের মধ্যে তাঁরা জাতিগত শংসাপত্র (কাস্ট সার্টিফিকেট) জমা করলেও রেজিস্টারে নথিভুক্ত করেননি বিডিও । যার ফলে স্ক্রুটিনিতে বাদ চলে যায় তাঁদের নাম । এর বিরুদ্ধে অভিযোগ করতে গেলেও বিডিও অভিযোগ গ্রহণ করেননি ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে নথি বিকৃতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

সেই মামলাতেই বিচারপতি অমৃতা সিনহা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷ পুরো বিষয় সিবিআইকে খতিয়ে দেখে 7 জুলাই রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা । কিন্তু সেই নির্দেশ সোমবার খারিজ হয়ে গেল ৷

Last Updated : Jun 26, 2023, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.