ETV Bharat / state

Governor Removal Case : রাজ্যপালের অপসারণ মামলা খারিজ কলকাতা হাইকোর্টের - Governor Removal Case

রাজ্যপালের অপসারণ চেয়ে করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল হাইকোর্ট (Governor Removal Case) ৷ কারণ হিসাবে কী বললেন প্রধান বিচারপতি ?

Governor Removal Case Update
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Feb 18, 2022, 12:17 PM IST

Updated : Feb 18, 2022, 1:19 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : রাজ্যপালের কোনও কাজের জন্য আদালত তাঁর কাছে জবাবদিহি চাইতে পারে না । সেই কারণে রাজ্যপালের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট (Governor Jagdeep Dhankhar Removal Case) । মামলার শুনানিতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তা খারিজের ইঙ্গিত দিয়েছিলেন ।

এই মর্মে প্রধান বিচারপতি জানান, সংবিধানের 361 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল বা রাষ্ট্রপতি পদের বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না । পাশাপাশি মামলাকারী আইনজীবীও মামলা করার সঠিক কারণ আদালতে জানাতে পারেননি ।

কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা প্রধান বিচারপতির কাছে আর্জি জানান, এই ধরনের মামলা শুধু সারবত্তাহীনই নয় । প্রচারের উদ্দেশ্যে করা এই ধরনের মামলা যাতে আগামী দিনে আর কেউ না করে তাই দৃষ্টান্ত হিসাবে মোটা টাকা জরিমানা করা উচিত মামলাকারীর আইনজীবীকে । যদিও প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ কোনও জরিমানা করেনি আইনজীবীকে ।

উল্লেখ্য, সংবিধান বিরোধী কাজ করছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Removal Case in Calcutta High Court)। পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী আচরণ করছেন তিনি ৷ এই দাবি জানিয়ে মামলাটি ভিন রাজ্যে স্থানান্তরের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন হাইকোর্টেরই এক আইনজীবী রমাপ্রসাদ সরকার ।

আরও পড়ুন : Bengal Govt-Governor Dispute : রাজ্যপালের বিরুদ্ধে পথে নামার পক্ষে সওয়াল রাজনৈতিক বিশেষজ্ঞদের

কলকাতা, 18 ফেব্রুয়ারি : রাজ্যপালের কোনও কাজের জন্য আদালত তাঁর কাছে জবাবদিহি চাইতে পারে না । সেই কারণে রাজ্যপালের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট (Governor Jagdeep Dhankhar Removal Case) । মামলার শুনানিতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তা খারিজের ইঙ্গিত দিয়েছিলেন ।

এই মর্মে প্রধান বিচারপতি জানান, সংবিধানের 361 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল বা রাষ্ট্রপতি পদের বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না । পাশাপাশি মামলাকারী আইনজীবীও মামলা করার সঠিক কারণ আদালতে জানাতে পারেননি ।

কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা প্রধান বিচারপতির কাছে আর্জি জানান, এই ধরনের মামলা শুধু সারবত্তাহীনই নয় । প্রচারের উদ্দেশ্যে করা এই ধরনের মামলা যাতে আগামী দিনে আর কেউ না করে তাই দৃষ্টান্ত হিসাবে মোটা টাকা জরিমানা করা উচিত মামলাকারীর আইনজীবীকে । যদিও প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ কোনও জরিমানা করেনি আইনজীবীকে ।

উল্লেখ্য, সংবিধান বিরোধী কাজ করছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Removal Case in Calcutta High Court)। পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী আচরণ করছেন তিনি ৷ এই দাবি জানিয়ে মামলাটি ভিন রাজ্যে স্থানান্তরের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন হাইকোর্টেরই এক আইনজীবী রমাপ্রসাদ সরকার ।

আরও পড়ুন : Bengal Govt-Governor Dispute : রাজ্যপালের বিরুদ্ধে পথে নামার পক্ষে সওয়াল রাজনৈতিক বিশেষজ্ঞদের

Last Updated : Feb 18, 2022, 1:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.