ETV Bharat / state

School Teacher Reappointment মুর্শিদাবাদের স্কুল শিক্ষককে পুনর্নিয়োগের নির্দেশ হাইকোর্টের - স্কুল শিক্ষককে পুনর্নিয়োগের নির্দেশ দিল হাইকোর্ট

অন্যায়ভাবে স্কুল শিক্ষককে অপসারণের ছ'মাস পর পুনর্নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(School Teacher Reappointment)৷ এই বিষয়ে তিনি রাজ্য সরকারের সমালোচনা করে জানান, এ রাজ্যে টাকা না দিলে চাকরি হয় না ৷

calcutta high court
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Aug 16, 2022, 9:22 PM IST

কলকাতা, 16 অগস্ট: প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারণ করা স্কুল শিক্ষককে পুনর্নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court directs re appoint Murshidabad school teacher)৷ এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ 'এই রাজ্যে টাকা না দিলে চাকরি হয় না ।'

মুর্শিদাবাদের বাসিন্দা মিরাজ শেখ নামে এক ব্যক্তিকে আগামী ছয় মাসের মধ্যে পুনরায় নিয়োগ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । মিরাজ শেখ ইংরেজি সাহিত্যে অনার্স-সহ 45 শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন । 2020 সালে তিনি পরীক্ষার মাধ্যমে প্রাথমিক স্কুলে চাকরিতে নিযুক্ত হন । কিন্তু জেনারেল ক্যাটেগরি প্রার্থীদের জন্য ন্যূনতম 50 শতাংশ নম্বর বাধ্যতামূলক, এই যুক্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাঁকে চাকরি থেকে অপসারণ করে ।

আরও পড়ুন : সরকারি চাকরির ভুয়ো নিয়োগপত্র ! অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

কিন্তু তিনি আদালতে জানান তিনি সংরক্ষিত ক্যাটেগরির একজন প্রার্থী । সেক্ষেত্রে তাঁকে চাকরি থেকে বহিষ্কার করা যায় না । 2021 সালে তিনি চাকরি পেলেও চার মাসের মধ্যে তাঁর চাকরি কেড়ে নেওয়া হয় । এই বিষয়ে বিক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "এ রাজ্যে টাকা না দিলে কারোরই চাকরি হয় না । মানিক ভট্টাচার্যকে মনে হয় টাকা দেয়নি সেই জন্য মামলাকারীর চাকরি বাতিল হয়েছে।"

মিরাজ শেখের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত আদালতে জানান, তাঁর মক্কেল একজন সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থী । ইংরেজি সাহিত্যে প্রায় 46 শতাংশ নম্বর তিনি পাওয়া সত্ত্বেও সম্পূর্ণ অন্যায়ভাবে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে স্কুল সার্ভিস কমিশন ।

আরও পড়ুন : তালিকায় নাম থাকলেও নিয়োগ হয়নি, চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল পিএসসি ভবন

কলকাতা, 16 অগস্ট: প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারণ করা স্কুল শিক্ষককে পুনর্নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court directs re appoint Murshidabad school teacher)৷ এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ 'এই রাজ্যে টাকা না দিলে চাকরি হয় না ।'

মুর্শিদাবাদের বাসিন্দা মিরাজ শেখ নামে এক ব্যক্তিকে আগামী ছয় মাসের মধ্যে পুনরায় নিয়োগ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । মিরাজ শেখ ইংরেজি সাহিত্যে অনার্স-সহ 45 শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন । 2020 সালে তিনি পরীক্ষার মাধ্যমে প্রাথমিক স্কুলে চাকরিতে নিযুক্ত হন । কিন্তু জেনারেল ক্যাটেগরি প্রার্থীদের জন্য ন্যূনতম 50 শতাংশ নম্বর বাধ্যতামূলক, এই যুক্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাঁকে চাকরি থেকে অপসারণ করে ।

আরও পড়ুন : সরকারি চাকরির ভুয়ো নিয়োগপত্র ! অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

কিন্তু তিনি আদালতে জানান তিনি সংরক্ষিত ক্যাটেগরির একজন প্রার্থী । সেক্ষেত্রে তাঁকে চাকরি থেকে বহিষ্কার করা যায় না । 2021 সালে তিনি চাকরি পেলেও চার মাসের মধ্যে তাঁর চাকরি কেড়ে নেওয়া হয় । এই বিষয়ে বিক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "এ রাজ্যে টাকা না দিলে কারোরই চাকরি হয় না । মানিক ভট্টাচার্যকে মনে হয় টাকা দেয়নি সেই জন্য মামলাকারীর চাকরি বাতিল হয়েছে।"

মিরাজ শেখের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত আদালতে জানান, তাঁর মক্কেল একজন সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থী । ইংরেজি সাহিত্যে প্রায় 46 শতাংশ নম্বর তিনি পাওয়া সত্ত্বেও সম্পূর্ণ অন্যায়ভাবে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে স্কুল সার্ভিস কমিশন ।

আরও পড়ুন : তালিকায় নাম থাকলেও নিয়োগ হয়নি, চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল পিএসসি ভবন

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.