কলকাতা, 5 ডিসেম্বর: এবার কি তবে গ্রাম বাংলাকে আলোকিত করতেও উদ্যোগী হতে হবে সেই আদালতকেই ? সোমবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) একটি নির্দেশকে ঘিরে এই প্রশ্ন উঠছে ৷ সংশ্লিষ্ট মামলার আইনজীবী সুস্মিতা সাহা দত্ত এই প্রসঙ্গে জানিয়েছেন, ধর্ষণ (Rape) ঠেকাতে রাজ্য়ের গ্রামীণ এলাকাগুলিতে যত দ্রুত সম্ভব পথবাতির (Street Light) সংখ্য়া বাড়ানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ এই মর্মে এদিন একটি কমিটিও গঠন করে দিয়েছে আদালত ৷
আইনজীবী সুস্মিতা সাহা দত্তের অভিযোগ ছিল, রাজ্যে একাধিক ধর্ষণ ও গণধর্ষণের মামলায় নির্যাতিতাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়নি ৷ এমনকী, অনেকে এখনও পর্যন্ত ক্ষতিপূরণ পাননি ৷ সোমবার এই মামলাটির শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Justice Prakash Shrivastava) এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের (Justice Rajarshi Bharadwaj) ডিভিশন বেঞ্চে ৷ সেখানে রাজ্যের কাছে দুই বিচারপতি জানতে চান, কেন নির্যাতিতাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না ৷
আরও পড়ুন: বিএড বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স পুনর্নবীকরণের নামে দুর্নীতি, মামলার কপি সংশোধনের নির্দেশ হাইকোর্টের
জবাবে এদিন একটি হলফনামা পেশ করেন রাজ্যের আইনজীবী ৷ তাতে জানানো হয়, ধর্ষণ বা গণধর্ষণের শিকার মহিলারা যে যথাযথ ক্ষতিপূরণ পাচ্ছেন না, সেটা ঠিক ৷ এর জন্য সংশ্লিষ্ট আইন সংশোধন করা হচ্ছে ৷ সেই ফাইল রাজ্য়ের পক্ষ থেকে ইতিমধ্য়েই অর্থ দফতরকে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ এই সংশোধনী হয়ে গেলে আগামিদিনে এই ধরনের ঘটনার শিকার মহিলারা অনেক বেশি আর্থিক ক্ষতিপূরণ পাবেন ৷
এ তো গেল ক্ষতিপূরণের কথা ৷ কিন্তু, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ যাতে একেবারেই না-ঘটে, তা যতদূর সম্ভব নিশ্চিত করার উপায় কী ? এই প্রসঙ্গেই আইনজীবী সুস্মিতা সাহা দত্ত আদালতকে বলেন, স্বাধীনতার 75 বছর পরও বাংলার বহু গ্রামে সন্ধের পর আলো জ্বলে না ৷ আর সেই সুযোগেই ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটে ৷ এরই প্রেক্ষিতে আদালত একটি কমিটি তৈরি করে দিয়েছে ৷ প্রাথমিকভাবে পুরুলিয়া জেলাকে কেন্দ্র করে এই কমিটি গঠন করা হয়েছে ৷ যার মাথায় থাকছেন জেলাশাসক ৷ এছাড়াও পুলিশ সুপার এবং আদালতের প্রতিনিধি হিসাবে আইননজীবী নীলাদ্রী সাহা থাকছেন এই কমিটিতে ৷ সেইসঙ্গে থাকছেন আরও অনেকে ৷
আদালতের নির্দেশ, আগামী জানুয়ারি মাসের মধ্যেই এই কমিটি তাদের রিপোর্ট পেশ করবে ৷ তাতে আদালতকে জানাতে হবে, পুরুলিয়া জেলার গ্রামীণ এলাকাগুলিকে আলোকিত করতে মোট কত পথবাতি লাগবে ৷ সেই সংখ্যা দেখেই আদালত পরবর্তী নির্দেশ দেবে ৷ প্রয়োজনে সেই কাজের জন্য সরকারকে নির্দিষ্ট পরিমাণ অর্থের ব্যবস্থা করতে বলবে আদালত ৷ পুরুলিয়ায় এই পরিকল্পনা সফল হলে ক্রমে তা অন্য়ান্য জেলাতেও প্রয়োগ করা হবে ৷ আদালতের উদ্দেশ্য হল, রাতের গ্রাম বাংলাকে আলোয় ভরিয়ে দেওয়া ৷ যাতে অন্ধকারের সুযোগ নিয়ে কেউ মহিলাদের নিগ্রহ করতে না পারে ৷