কলকাতা, 21 ফেব্রুয়ারি: হলদিয়া বন্দর এলাকায় তোলাবাজির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের । নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মানথা । এতদিন বন্দর এলাকার তোলাবাজির ঘটনার তদন্ত করছিল সিআইডি । তদন্তের স্বার্থে অবিলম্বে প্রয়োজনীয় নথিপত্র সিবিআইকে দিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । তোলাবাজির ঘটনায় অভিযুক্ত রাজীব পালের জমিন মঞ্জুর করেন বিচারপতি রাজাশেখর মান্থা (The Calcutta High Court has ordered to CBI)।
আরও পড়ুন: HC On Anish Khan Death : আনিশ খান হত্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর
আদালত সূত্রে খবর, রাজীব পাল হলদিয়া বন্দর এলাকায় লরি থেকে 100 টাকা করে তোলা তুলতেন । সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে । এরপরেই রক্ষাকবচের দাবিতে হাইকোর্টের দারস্থ হয়েছিলেন রাজীব পাল । বিচারপতি কৌশিক চন্দ রাজীব পালকে গ্রেফতার না করার নির্দেশ দিলেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অভিযুক্ত রাজীব পালের জামিনের সুরক্ষাকবচের সময় বৃদ্ধি করেনি । এরপরেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সমন পাঠায় অভিযুক্তকে । কোনও সদুত্তর না মেলায় রাজীব পালের বাড়িতে গিয়ে পুলিশ দেখে বাড়িতেও তালা দেওয়া । বাধ্য হয়ে 28 জুলাই তাকে গ্রেফতার করে পুলিশ । সোমবার রাজীব পালের জামিন মঞ্জুর করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা ।
উল্লেখ্য, হলদিয়া তোলাবাজি মামলায় অপর এক অভিযুক্ত কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন ।