কলকাতা, 16 অগস্ট: বেআইনিভাবে কল্যাণী এইমসে চাকরি দেওয়ার অভিযোগের তদন্ত সিআইডির হাত থেকে সিবিআইয়ে হস্তান্তর চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে । সেই মামলাতে মঙ্গলবার কল্যাণী এইমসকে যুক্ত করার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ(Calcutta High Court directed to include the hospital in the case of illegally providing jobs in Kalyani AIIMS)।
পাশাপাশি সিবিআইয়ের আইনজীবী বিলব ভট্টাচার্য আদালতে জানান, কেন্দ্রের অধীনস্থ কোনও সংস্থার বিরুদ্ধে যদি রাজ্য তদন্ত করে তার জন্য বেশ কিছু নিয়ম মানতে হয় । তবে কল্যাণী এইমসের ক্ষেত্রে তা মানা হয়েছে নাকি তা স্পষ্ট নয় ৷ সেই বিষয়ে আগামী দিন শুনানি করা হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ
আরও পড়ুন : কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগ, সিআইডি'র থেকে রিপোর্ট তলব হাইকোর্টের
প্রসঙ্গত, কল্যাণী এইমসে বেআইনিভাবে একাধিক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে অভিযোগ উঠেছিল সুভাষ সরকার নামে এক বিজেপি নেতার বিরুদ্ধে । তিনি এই ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি । অবিলম্বে এই তদন্ত সিআইডি থেকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করার দাবিতে দায়ের হয় মামলা । কারণ এইমস সম্পূর্ণভাবে কেন্দ্রীয় একটি সংগঠন । তার নিয়োগ থেকে শুরু করে সমস্ত কিছুই ঠিক হয় কেন্দ্র সরকারের অধীনে । সেখানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্য তদন্ত করতে পারে না বলে দাবি করা হয় । 22 অগস্ট এই মামলার শুনানি রয়েছে ৷
আরও পড়ুন : মেয়ে-পুত্রবধূকে চাকরি, দলীয় দুই বিধায়কের বিরুদ্ধে শাহকে নালিশ কল্যাণীর বিজেপি নেতার