Calcutta High Court: রামনবমী মামলায় এনআইএ তদন্ত ঠেকাতে মরিয়া রাজ্য, আবেদনই শুনলেন না বিচারপতি - এনআইএ
রামনবমীতে রাজ্যের কয়েকটি এলাকায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েও নিরাশ হয় রাজ্য ৷ এবার হাইকোর্টেও ধাক্কা খেল সরকার ৷
কলকাতা, 28 জুলাই: চলতি বছরে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের কয়েকটি এলাকায় যে অশান্তির ঘটনা ঘটেছে, তার তদন্তভার এনআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ কিন্তু এই তদন্ত ঠেকাতে মরিয়া রাজ্য সরকার শুক্রবার বড় ধাক্কা খেল আদালতে ৷ শুক্রবার রাজ্যের তরফে এই সংক্রান্ত এক আবেদন না শুনেই ছেড়ে দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ৷
রাজ্যে রামনবমীর হিংসার ঘটনায় এনআইকে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভশন বেঞ্চ ৷ এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য ৷ কিন্তু সম্প্রতি হাইকোর্টের এই নির্দেশে তারা কোনও হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট ৷ কিন্তু এরপরেও বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে ফের এই এনআইএ তদন্ত বাতিলের আবেদন জানিয়ে মামলা দায়ের করে রাজ্য ।
অন্যদিকে, এজলাসে এই তদন্ত চালানোর ক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে ইতিমধ্যেই আবেদন করেছে এনআইএ । শুনানির জন্য এই আবেদন গৃহীতও হয়ছে ৷ তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও হাইকোর্টে রাজ্যের ফের এই আবেদনে অনেকেই অবাক ৷ শুক্রবার, হাইকোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে রাজ্যের করা আবেদনের বিষয়টি উঠলে, এনআইএ পালটা দাবি করে, তথ্য লুকিয়ে মামলা দায়ের করেছে রাজ্য ৷
আরও পড়ুন: রামনবমীর হিংসার তদন্ত নিয়ে হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনআইএ-র
এনআইএ'র আইনজীবী বিল্বদল ভট্টাচার্যের দাবি, হাইকোর্টে জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই যে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেই তথ্য ও পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশের বিষয়টি গোপন করে ফের আদালতে আবেদন করেছে রাজ্য ৷ অন্যদিকে, কেন্দ্রের আইনজীবী অশোক চক্রবর্তী জানান, এই মামলা শোনার এক্তিয়ার নেই বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চের। এরপরেই মামলাটি না শুনেই ছেড়ে দেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ।
আরও পড়ুন: রামনবমীর হিংসা নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, এনআইএ তদন্ত বহাল শীর্ষ আদালতের
ফলে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এবার রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সংক্রান্ত এনআইএ'র করা মামলার শুনানির মুখে পরতে হবে রাজ্যকে । উল্লেখ্য, রামনবমীর ঘটনায় গত 27 এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ দু'সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সমস্ত থানাকে যাবতীয় নথি, সিসিটিভি ফুটেজ এনআইএ'কে দেওয়ার নির্দেশ দেওয়া হয় । তারপরও রাজ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে অসহযোগিতা করছে বলে বার বার অভিযোগ ওঠে । মামলা সুপ্রিমকোর্টে গড়ায় । সুপ্রিমকোর্টও রাজ্যের আবেদন খারিজ করে । চলতি বছরেই রামনবমী পালনকে কেন্দ্র করে হিংসা ছড়ায় হুগলির রিষড়া, হাওড়ার শিবপুরের মতো এলাকায় ৷