ETV Bharat / state

Calcutta High Court: এমবিবিএসের মেধাতালিকা খারিজ হাইকোর্টের, নয়া তালিকা প্রকাশের নির্দেশ - কলকাতা হাইকোর্ট

এবার এমবিবিএসের মেধাতালিকা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ৷ 7 দিনের মধ্যে নয়া তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত (Calcutta HC cancels MBBS merit list) ৷

ETV Bharat
Calcutta High Court
author img

By

Published : Dec 5, 2022, 9:59 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: রাজ্যের এ বছরের এমবিবিএস মেধাতালিকা খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । দুঃস্থ শ্রেণীর জন্য 10 শতাংশ কোটার নির্দেশ কার্যকর না-হওয়ায় সোমবার হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায় এই নির্দেশ দেন । এর ফলে রাজ্যে সরকারি কোটায় চিকিৎসক নিয়োগে জটিলতা তৈরি হল বলে মনে করা হচ্ছে ৷

এই তালিকা বাতিল করে রাজ্য স্বাস্থ্য দফতরকে আগামী সাতদিনের মধ্যে বিধি মেনে নতুন মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta HC cancels MBBS merit list) । উল্লেখ্য, এমবিবিএসে কোটায় নিয়োগ ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠেছে । শাসকদলের এক রাজ্যসভার সাংসদের মেয়ে কোটায় এমবিবিএস (MBBS) পড়ার সুযোগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে ।

আরও পড়ুন: ধর্ষণ ঠেকাতে গ্রাম বাংলায় 'আলো জ্বালাতে' উদ্য়োগী হল হাইকোর্ট

মামলাকারী তিস্তা দাস চলতি বছরের নিট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন । যে পরীক্ষা হয় 17 অক্টোবর । পিছিয়ে পড়া শ্রেণীর সংরক্ষিত পদে আবেদন করে তিনি র‍্যাংকও করেন ৷ তা সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত সুযোগ না-পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন । তাঁর অভিযোগ, সংরক্ষিত শ্রেণীর জন্য নির্ধারিত কোটা না-মেনে মেধাতালিকা তৈরি করায় তিনি সুযোগ থেকে বঞ্চিত হন । বিচারপতি অনিরুদ্ধ রায় সমস্ত কিছু খতিয়ে দেখার পর ওই তালিকা বাতিল করে সাতদিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন এদিন ।

কলকাতা, 5 ডিসেম্বর: রাজ্যের এ বছরের এমবিবিএস মেধাতালিকা খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । দুঃস্থ শ্রেণীর জন্য 10 শতাংশ কোটার নির্দেশ কার্যকর না-হওয়ায় সোমবার হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায় এই নির্দেশ দেন । এর ফলে রাজ্যে সরকারি কোটায় চিকিৎসক নিয়োগে জটিলতা তৈরি হল বলে মনে করা হচ্ছে ৷

এই তালিকা বাতিল করে রাজ্য স্বাস্থ্য দফতরকে আগামী সাতদিনের মধ্যে বিধি মেনে নতুন মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta HC cancels MBBS merit list) । উল্লেখ্য, এমবিবিএসে কোটায় নিয়োগ ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠেছে । শাসকদলের এক রাজ্যসভার সাংসদের মেয়ে কোটায় এমবিবিএস (MBBS) পড়ার সুযোগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে ।

আরও পড়ুন: ধর্ষণ ঠেকাতে গ্রাম বাংলায় 'আলো জ্বালাতে' উদ্য়োগী হল হাইকোর্ট

মামলাকারী তিস্তা দাস চলতি বছরের নিট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন । যে পরীক্ষা হয় 17 অক্টোবর । পিছিয়ে পড়া শ্রেণীর সংরক্ষিত পদে আবেদন করে তিনি র‍্যাংকও করেন ৷ তা সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত সুযোগ না-পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন । তাঁর অভিযোগ, সংরক্ষিত শ্রেণীর জন্য নির্ধারিত কোটা না-মেনে মেধাতালিকা তৈরি করায় তিনি সুযোগ থেকে বঞ্চিত হন । বিচারপতি অনিরুদ্ধ রায় সমস্ত কিছু খতিয়ে দেখার পর ওই তালিকা বাতিল করে সাতদিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন এদিন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.