কলকাতা, 02 ডিসেম্বর: নার্সদের দাবিদাওয়া নিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে রাজ্যকেই । আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে । তার পর সিদ্ধান্ত জানাতে হবে আদালতকে । এসএসকেম-এ নার্সদের বিক্ষোভ মামলায় (Nurse Protest at SSKM) বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । মামলার পরবর্তী শুনানি ৩ ফেব্রুয়ারি । তার মধ্যে দু’পক্ষকে সিদ্ধান্ত জানানোর নির্দেশ ৷
বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলাকালীন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, রাজ্যের সবচেয়ে উন্নত সরকারি হাসপাতাল এসএসকেএম ৷ সেখানে দিনের পর দিন এভাবে বিক্ষোভ অবস্থান মানা যায় না ৷ কাজে ব্যাঘাত ঘটিয়ে, মাইক বাজিয়েও আন্দোলন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷
কিন্তু জবাবে আন্দোলনকারী নার্সদের আইনজীবী কিশোর দত্ত জানান, আপাতত এক মাসের জন্য মহিলা নার্সরা আন্দোলন বন্ধ রেখেছেন ৷ কিন্তু বেতন বৈষম্য নিয়ে এই ক্ষোভ নতুন নয় ৷ 2013 সাল থেকেই এই আন্দোলন চলছে ৷ রাজ্যের স্বাস্থ্য, পরিবার কল্যাণ দফতর তো বটেই, মুখ্যমন্ত্রী, রাজ্যপালকেও নিজেদের দাবিদাওয়া জানিয়েছেন তাঁরা ৷ কিন্তু কোনও সুরাহা না হওয়াতেই অবস্থান বিক্ষোভ করতে হয়েছে ৷
আরও পড়ুন: KMC Election 2021: বকেয়া টাকা না-পেলে কলকাতা পৌর নির্বাচনে বাস দেবেন না মালিকরা
নার্সদের তরফে আরও জানানো হয় যে, আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে, বা কোনও রোগী চিকিৎসা না পেয়ে ফিরে গিয়েছেন, এমন রেকর্ড থাকলে তুলে ধরা হোক ৷ চিকিৎসা পরিষেবা ব্যাহত হোক, তেমন উদ্দেশ্য নিয়ে আন্দোলনে নামেননি নার্সরা ৷ শুধু নিজেদের দাবিদাওয়া তুলে ধরাই তাঁদের লক্ষ্য ৷ কিন্তু অ্যাডভোকেট জেনারেল জানান, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এনিয়ে আলোচনা চলছে । মাসখানেকের মধ্যেই সমাধানসূত্র বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে ।
এর পরই আদালত জানায়, দুই পক্ষের আলোচনা থেকে কী সমাধান সূত্র বেরোচ্ছে, তা রিপোর্ট আকারে আদালতকে জানাতে হবে । আগামী 3 ফেব্রুয়ারি ফের শুনানি হবে এই মামলার ।
উল্লেখ্য, 2013 সাল থেকেই বেতনবৃদ্ধি-সহ একাধিক দাবিদাওয়া জানিয়ে আসছেন এসএসকেএমের নার্সরা ৷ গত 15 নভেম্বর থেকে হাসপাতাল চত্বরে ধর্নায়ও বসেন তাঁরা ৷ ‘ক্যালকাটা ইয়ুথ ফোরাম’ নামের একটি সংগঠন হাসপাতালে মধ্যে এই আন্দোলনের বিরোধিতা করে হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL on Nurse protest at SSKM) দায়ের করে । তাদের অভিযোগ ছিল, ন্যায্য দাবির জন্য আন্দোলন করতেই পারেন নার্সরা । কিন্তু রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালে এই ভাবে দিনের পর দিন আন্দোলন করা যায় না । অন্যত্র আন্দোলন সরিয়ে নিয়ে যাওয়ার দাবিও জানায় ওই সংগঠন ।
আরও পড়ুন: Madhyamik Test 2022 : মাধ্যমিকেও টেস্ট বাধ্যতামূলক, ফের পরীক্ষা বাতিলের সংকেত ?
তার পাল্টা ‘নার্সেস ইউনিটি’ সংগঠন জানায়, কলকাতা পৌরনিগম নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ৷ হাইকোর্টে এই মামলার প্রেক্ষিতে রাজ্য সরকারকে এক মাসের সময় দেওয়া হচ্ছে ৷ তার মধ্যে যদি সুরাহা না হয়, তাহলে ফের আন্দোলন শুরু হবে ৷