কলকাতা, 17 জানুয়ারি: ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই তাদের দলের বর্ষপূর্তি সভা করতে পারবে আইএসএফ ৷ বুধবার এমনটা জানালেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে লোকসমাগম কমাতে নির্দেশ দেওয়া হয়েছে রাজনৈতিক দলটিকে। তারা কত লোক আনবে সেটা আদালতকে জানাতে হবে আগামিকাল, বৃহস্পতিবার। রাজ্যের আপত্তি খারিজ করে বিচারপতি সাফ বক্তব্য, "সভা ভিক্টোরিয়া হাউসের সামনেই হবে। অন্যান্য রাজনৈতিক দল যদি ওখানেই সভা করে তাহলে আইএসএফ নয় কেন ?"
তবে বিচারপতি এদিন আইএসএফের উদ্দেশ্য বলেন, "গতবছর রানি রাসমণি অ্যাভিনিউতে কী ঘটেছিল সেই ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে আইএসএফকে। কারণ শুধু তারা বা তৃণমূল নয়, সব দল এমন সভা করে, সেসব ক্ষেত্রে উসকানি বা গোলমালের অভিযোগ ওঠে না। " এদিন পুলিশের দেওয়া গত বছরের ভিডিয়ো দেখিয়ে ব্যাখ্যা চাওয়া হয় মামলাকারীর কাছে। এরপর বিচারপতি সেনগুপ্ত আরও বলেন, "কোর্ট চায় লোক আনার ক্ষেত্রে বিধিনিষেধ রাখুক সংগঠন। কারণ সভা করতে বারণ করছে না কোর্ট। তবে সেই নিয়ে সংগঠনের বক্তব্য জানতে চায় কোর্ট।"
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বিরোধিতা করে বলেন, "ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে সভা একটু সরিয়ে অন্যত্র করা হোক। ওইদিন ভিনটেজ কার ব়্যালি হবে। ওই জায়গা দিয়ে হবে। তাই সমস্যা হবে। বিচারপতি জানান, মঞ্চ ওই জায়গাতেই হবে। আপনারা ওই জায়গায় সভা করেন । অন্য দলও সভা করে সেখানে। তাহলে এদের নয় কেন ? তবে লোক কম হোক, পুলিশের সংখ্যা বাড়ানো হোক। কিন্তু সভা ওখানেই করতে পারবে এই সংগঠন। কারও ব়্যালি বন্ধ করতে বলছি না। কিন্তু এরা আগে আবেদন করেছে। তাই লোকসংখ্যা বেঁধে দিয়ে ওখানেই সভা করতে দিতে হবে। আগামিকাল মামলার পরবর্তী শুনানি। আইএসএফ কত কম লোক নিয়ে সভা করতে পারবে সেই ব্যাপারে জানাতে হবে।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: