কলকাতা, 18 সেপ্টেম্বর: চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদারের রহস্যমৃত্যুর মামলায় নিম্ন আদালতের বিচার স্থগিত করল কলকাতা হাইকোর্ট । এই সময়ের মধ্যে সিআইডি নিম্ন আদালতে অতিরিক্ত চার্জশিট দেওয়ার ব্যবস্থা করবে । সোমবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ।
ক্ষুব্ধ বিচারপতি এ দিন বলেন, "এটা কি ছেলেখেলা হচ্ছে ! কেন নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়া স্থগিত করব না ? একদিকে আরও তদন্ত করার কথা বলে হাইকোর্টে সময় নিচ্ছে, অন্য দিকে নিম্ন আদালতে চার্জ ফ্রেম হচ্ছে । এটা কি ইয়ার্কি হচ্ছে ? দু'জায়গায় দু'রকম স্ট্যান্ড !"
অভিযোগ, হাইকোর্টে সাপ্লিমেন্টেরি চার্জশিট দেওয়ার কথা বলে সময় নেওয়া হয়েছে । অথচ নিম্ন আদালতে নতুন চার্জশিট দেওয়ার কোনও আবেদন করা হয়নি । এটা খুব অদ্ভুত যে, নতুন করে তদন্ত হচ্ছে, অথচ নতুন চার্জশিট দেওয়ার ব্যাপারে আদালতে কোনও আবেদন করা হল না । আরও চমকে যাওয়ার মতো ঘটনা, নিম্ন আদালতে হাইকোর্টের নির্দেশ জানানোই হয়নি । 15 সেপ্টেম্বর অভিযুক্তকে চার্জশিটের কপি দিয়ে দেওয়া হয় । নিম্ন আদালত 13 অক্টোবর চার্জ ফ্রেমের দিন ঠিক করেছে ।
আরও পড়ুন: পঞ্চায়েতে আদালত অবমাননার মামলায় কমিশনের বিরুদ্ধে কি রুল জারি করবে হাইকোর্ট ?
বিচারপতির নির্দেশ, বিচারের স্বার্থে আপাতত নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে । এই সময়ের মধ্যে সিআইডিকে নিম্ন আদালতে বাড়তি চার্জশিট জমা দিতে হবে । 17 অক্টোবর পরবর্তী শুনানি । এর আগেও পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি । তিনি উল্লেথ করেছিলেন যে, পুলিশ আদালতের নির্দেশকে গুরুত্ব দিচ্ছে না । কারণ 10 অগস্ট এই কোর্ট নির্দেশ দেয়, আত্মহত্যা বলা হলেও মৃতের দেহের ক্ষতগুলি নিয়ে এসএসকেএমের চিকিৎসকদের থেকে যেন দ্বিতীয় মতামত নেওয়া হয় । অথচ 18 অগস্ট পুলিশ এসএসকেএমের এই নির্দেশের কথা জানায় । আদালতের মনে হচ্ছে ধৃতকে জামিন পাওয়ার সুযোগ করে দিতে পুলিশের এই আচরণ । তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়েও তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ।