ETV Bharat / state

Justice Rajesh Bindal : এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি হলেন রাজেশ বিন্দাল

কলকাতা হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি হলেন রাজেশ বিন্দাল ৷ আজ তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় কলকাতা হাইকোর্ট প্রশাসনের তরফে ৷

calcutta high court
কলকাতা হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্ট প্রধান বিচারপতি হিসেবে বদলি হলেন রাজেশ বিনদাল
author img

By

Published : Oct 5, 2021, 11:03 PM IST

কলকাতা, 5 অক্টোবর : কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পদ থেকে বদলি হয়ে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন রাজেশ বিন্দাল । আজ কলকাতা হাইকোর্টে আদালত কক্ষের এক নম্বর ঘরে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হল কলকাতা হাইকোর্ট প্রশাসনের তরফে । আইনমন্ত্রক সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে সম্মতি দেওয়ার পরই আজ তিনি কলকাতা হাইকোর্ট ছাড়লেন ।

অন্যদিকে কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট কলেজিয়াম মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নাম সুপারিশ করেছে । সূত্রের খবর, খুব শীঘ্রই তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হবেন।

আরও পড়ুন : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণের দাবি, বার-চেয়ারম্য়ানের চিঠিতে রাজনীতি দেখছে বিজেপি


উল্লেখ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হওয়ার আগেই পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বিচারপতি হিসেবে কাজ করেছেন বিচারপতি বিন্দাল । তারপর চার মাসের জন্য জম্মু-কাশ্মীরের হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন । এরপর কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণাণ অবসর গ্রহণের পর মাস ছয়েক আগে কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি । কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি থাকাকালীন নারদ মামলা থেকে শুরু করে ভোট-পরবর্তী হিংসার মামলায় রাজ্যের উপর চাপ বেড়েছিল। বার কাউন্সিলের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অশোক দেব তাঁর অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলেন । সেই ব্যাপারে রাজনৈতিক তর্ক বিতর্ক শুরু হয়েছিল কলকাতা হাইকোর্টের অলিন্দে । কিন্তু তাঁর নিয়মনিষ্ঠর জন্য আইনজীবী মহলে যথেষ্ট প্রশংসার পাত্র ছিলেন তিনি ।

কলকাতা, 5 অক্টোবর : কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পদ থেকে বদলি হয়ে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন রাজেশ বিন্দাল । আজ কলকাতা হাইকোর্টে আদালত কক্ষের এক নম্বর ঘরে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হল কলকাতা হাইকোর্ট প্রশাসনের তরফে । আইনমন্ত্রক সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে সম্মতি দেওয়ার পরই আজ তিনি কলকাতা হাইকোর্ট ছাড়লেন ।

অন্যদিকে কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট কলেজিয়াম মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নাম সুপারিশ করেছে । সূত্রের খবর, খুব শীঘ্রই তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হবেন।

আরও পড়ুন : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণের দাবি, বার-চেয়ারম্য়ানের চিঠিতে রাজনীতি দেখছে বিজেপি


উল্লেখ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হওয়ার আগেই পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বিচারপতি হিসেবে কাজ করেছেন বিচারপতি বিন্দাল । তারপর চার মাসের জন্য জম্মু-কাশ্মীরের হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন । এরপর কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণাণ অবসর গ্রহণের পর মাস ছয়েক আগে কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি । কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি থাকাকালীন নারদ মামলা থেকে শুরু করে ভোট-পরবর্তী হিংসার মামলায় রাজ্যের উপর চাপ বেড়েছিল। বার কাউন্সিলের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অশোক দেব তাঁর অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলেন । সেই ব্যাপারে রাজনৈতিক তর্ক বিতর্ক শুরু হয়েছিল কলকাতা হাইকোর্টের অলিন্দে । কিন্তু তাঁর নিয়মনিষ্ঠর জন্য আইনজীবী মহলে যথেষ্ট প্রশংসার পাত্র ছিলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.