ETV Bharat / state

জিতেন্দ্র তিওয়ারির ইলেকশন পিটিশন গৃহীত হল কলকাতা হাইকোর্ট

author img

By

Published : Jul 14, 2021, 1:17 PM IST

রাজ্য বিজেপির তরফে প্রথম ইলেকশন পিটিশন করেছিলেন জিতেন্দ্র তেওয়ারি । সেই মামলাটিই আজ গ্রহণ করল বিচারপতি রবি কিষান কাপুরের সিঙ্গেল বেঞ্চ ।

জিতেন্দ্র তিওয়ারি
জিতেন্দ্র তিওয়ারি

কলকাতা, 14 জুলাই : 29 জুন বিধানসভা ভোটের ফল পুনর্গণনার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন পাণ্ডবেশ্বরের বিজেপির প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি । কিন্তু নিয়ম অনুযায়ী ভোটের ফলাফল বেরোনোর 45 দিনের মধ্যে ইলেকশন পিটিশন করা যায় । সেই সময় সীমা পেরিয়ে যাওয়ায় তার মামলা গৃহীত হবে কিনা সেই নিয়ে সন্দেহ ছিল । কিন্তু আজ বিচারপতি রবি কিষান কাপুরের সিঙ্গল বেঞ্চে মামলাটি উঠলে বিচারপতি জানান ,তিনি মামলাটি শুনবেন । তার আগে সব পক্ষকে নোটিস দিয়ে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি । 9 অগাস্ট তিনি মামলাটি শুনবেন ।

বিধানসভা ভোটের আগে আগেই বিজেপিতে নাম লিখিয়েছিলেন আসানসোলের জিতেন্দ্র তিওয়ারি । কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে মাত্র 3 হাজার 803 ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন । বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী পেয়েছিলেন 73 হাজার 922 টি ভোট । অপরদিকে বিজেপির প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি পেয়েছিলেন 70 হাজার 119 টি ভোট । এই ফলাফলকেই চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন তিনি ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ময়না বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সংগ্রাম দোলুই, গোঘাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী মানস মজুমদার , বনগাঁ দক্ষিণের প্রার্থী আলোরানী সরকার ছাড়াও বলরামপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাত । কিন্তু রাজ্য বিজেপির তরফে প্রথম ইলেকশন পিটিশন করেছিলেন জিতেন্দ্র তেওয়ারি । সেই মামলাটিই আজ গ্রহণ করল বিচারপতি রবি কিষান কাপুরের সিঙ্গেল বেঞ্চ ।

কলকাতা, 14 জুলাই : 29 জুন বিধানসভা ভোটের ফল পুনর্গণনার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন পাণ্ডবেশ্বরের বিজেপির প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি । কিন্তু নিয়ম অনুযায়ী ভোটের ফলাফল বেরোনোর 45 দিনের মধ্যে ইলেকশন পিটিশন করা যায় । সেই সময় সীমা পেরিয়ে যাওয়ায় তার মামলা গৃহীত হবে কিনা সেই নিয়ে সন্দেহ ছিল । কিন্তু আজ বিচারপতি রবি কিষান কাপুরের সিঙ্গল বেঞ্চে মামলাটি উঠলে বিচারপতি জানান ,তিনি মামলাটি শুনবেন । তার আগে সব পক্ষকে নোটিস দিয়ে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি । 9 অগাস্ট তিনি মামলাটি শুনবেন ।

বিধানসভা ভোটের আগে আগেই বিজেপিতে নাম লিখিয়েছিলেন আসানসোলের জিতেন্দ্র তিওয়ারি । কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে মাত্র 3 হাজার 803 ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন । বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী পেয়েছিলেন 73 হাজার 922 টি ভোট । অপরদিকে বিজেপির প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি পেয়েছিলেন 70 হাজার 119 টি ভোট । এই ফলাফলকেই চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন তিনি ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ময়না বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সংগ্রাম দোলুই, গোঘাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী মানস মজুমদার , বনগাঁ দক্ষিণের প্রার্থী আলোরানী সরকার ছাড়াও বলরামপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাত । কিন্তু রাজ্য বিজেপির তরফে প্রথম ইলেকশন পিটিশন করেছিলেন জিতেন্দ্র তেওয়ারি । সেই মামলাটিই আজ গ্রহণ করল বিচারপতি রবি কিষান কাপুরের সিঙ্গেল বেঞ্চ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.