ETV Bharat / state

HC on Contai Municipality Election : কাঁথি পৌরভোটের সিসিটিভি ফুটেজ অডিটের নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Apr 26, 2022, 3:27 PM IST

Updated : Apr 26, 2022, 6:43 PM IST

কাঁথি পৌরসভার ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সৌমেন্দু অধিকারী। তাঁর আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট (calcutta High Court orders to State Election Commission ) ।

HC on Contai Munipality vote
কাঁথি পৌরভোটের সিসিটিভি ফুটেজ অডিটের নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 26 এপ্রিল : কাঁথি পৌরসভার ভোটের সিসিটিভি ফুটেজ অডিটের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (calcutta High Court orders to State Election Commission) । মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্য নির্বাচন কমিশনকে 10 দিনের মধ্যে দিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে এই ভোটে ব্যবহৃত সমস্ত সিসিটিভির ফুটেজ পাঠাতে হবে । কমিশনকে 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট । 13 জুন মামলার পরবর্তী শুনানি ।

এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে । নির্দেশে হাইকোর্ট বলেছে, সিএফএসএল এই সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে প্রয়োজনে যেকোনও এজেন্সির সাহায্য নিতে পারবে । কাঁথিতে পৌরভোট পর্ব চলাকালীন বুথ জ্যাম, রিগিং, ছাপ্পা ভোট, ভোট লুঠ হয়েছে কিনা বুথের সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখে তা জানাবে সিএফএসএল ।

আরও পড়ুন : মালদার বোমা বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবিতে মামলা হাইকোর্টে

উল্লেখ্য, ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে কাঁথি পৌরসভার ভোট বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী । তাঁর মূল অভিযোগ ছিল, কাঁথি পৌরসভায় যে ভোট হয়েছে তার সমস্ত সিসিটিভি ফুটেজ হয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন ফরেনসিক পরীক্ষা করানোর ব্যাবস্থা করুক। অথবা সিবিআইকে দিয়েও সেই কাজ করানো হোক । সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়ার অভিযোগও করা হয়েছিল । তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি ও তাঁর ছেলে সুপ্রকাশ গিরির নির্দেশে এই ভোটে ব্যপক সন্ত্রাস হয়েছে বলে আগেই অভিযোগ করেছিল গেরুয়া শিবির ।

কলকাতা, 26 এপ্রিল : কাঁথি পৌরসভার ভোটের সিসিটিভি ফুটেজ অডিটের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (calcutta High Court orders to State Election Commission) । মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্য নির্বাচন কমিশনকে 10 দিনের মধ্যে দিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে এই ভোটে ব্যবহৃত সমস্ত সিসিটিভির ফুটেজ পাঠাতে হবে । কমিশনকে 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট । 13 জুন মামলার পরবর্তী শুনানি ।

এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে । নির্দেশে হাইকোর্ট বলেছে, সিএফএসএল এই সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে প্রয়োজনে যেকোনও এজেন্সির সাহায্য নিতে পারবে । কাঁথিতে পৌরভোট পর্ব চলাকালীন বুথ জ্যাম, রিগিং, ছাপ্পা ভোট, ভোট লুঠ হয়েছে কিনা বুথের সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখে তা জানাবে সিএফএসএল ।

আরও পড়ুন : মালদার বোমা বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবিতে মামলা হাইকোর্টে

উল্লেখ্য, ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে কাঁথি পৌরসভার ভোট বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী । তাঁর মূল অভিযোগ ছিল, কাঁথি পৌরসভায় যে ভোট হয়েছে তার সমস্ত সিসিটিভি ফুটেজ হয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন ফরেনসিক পরীক্ষা করানোর ব্যাবস্থা করুক। অথবা সিবিআইকে দিয়েও সেই কাজ করানো হোক । সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়ার অভিযোগও করা হয়েছিল । তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি ও তাঁর ছেলে সুপ্রকাশ গিরির নির্দেশে এই ভোটে ব্যপক সন্ত্রাস হয়েছে বলে আগেই অভিযোগ করেছিল গেরুয়া শিবির ।

Last Updated : Apr 26, 2022, 6:43 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.