ETV Bharat / state

Primary Teacher Recruitment Scam: প্রাথমিকে নিয়োগে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে প্রশ্ন, ইন্টারভিউয়ারদের তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - primary aptitude test

এবার ইন্টারভিউয়ারদের তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার এই নির্দেশ দেন তিনি (WB Primary Teacher Recruitment Scam) ৷

ETV Bharat
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Feb 6, 2023, 8:45 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউতে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল কি না, তা জানতে এবার যাঁরা ইন্টারভিউ নিয়েছিলেন (ইন্টারভিউয়ার) তাঁদের তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ 5 জেলার ইন্টারভিউয়ারদের তলব করেছেন তিনি ৷ প্রতি জেলা থেকে কয়েকজন ইন্টারভিউয়ারকে আদালতে ডেকে পাঠিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । সোমবার এই নির্দেশ দেন তিনি (Justice Abhijit Ganguly summons interviewers) ৷

21 ফেব্রুয়ারি বেলা দু'টোর সময় এই ইন্টারভিউয়ারদের হাইকোর্টে আসতে হবে । বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁদের জিজ্ঞাসাবাদ করে দেখবেন, ইন্টারভিউয়ের দিন আদৌ তাঁরা অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলেন কি না ৷ এদিন প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার (primary recruitment case) শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "অ্যাপটিটিউড টেস্ট নিয়ে যে হলফনামা দেওয়া হয়েছে তাতে বোঝা যাচ্ছে 2016 সালের ইন্টারভিউতে ওই টেস্ট নেওয়া হয়নি ৷ এই নিয়ে যে নথি ও সাক্ষ্য পর্ষদের তরফ থেকে এসেছে তাতে স্পষ্ট, ওই টেস্ট নেওয়া হয়নি । তিন চারটে প্রশ্ন করে ছেড়ে দেওয়া হয়েছে । অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি ।"

আরও পড়ুন:2017 প্রাইমারি টেট পরীক্ষার ওএমআর শিট নষ্ট, হাইকোর্টে জানাল পর্ষদ

হুগলি, হাওড়া, উত্তর দিনাজপুর, কোচবিহার ও মুর্শিদাবাদের ক্ষেত্রে তালিকা খুলে দেখা হয়েছে । এই জেলাগুলির ইন্টারভিউয়ারদের কাছ থেকে ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে জানাতে 21 ফেব্রুয়ারি তাঁদের আদালতে তলব করা হয়েছে ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন আরও নির্দেশ দিয়েছেন, দূরের জেলাগুলি থেকে এই ইন্টারভিউয়ারদের কলকাতায় আসার জন্য 2 হাজার টাকা করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ 500 টাকা করে দিতে হবে কাছের জেলার ইন্টারভিউয়ারদের জন্য ৷ উত্তর দিনাজপুরের মতো জেলায় ওই ইন্টারভিউয়ারদের কোনও যোগাযোগের নম্বর না-থাকলে, জেলা স্কুল পরিদর্শকরা এই রায় তাঁদের জানাবেন (primary aptitude test) ।

সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন,"অ্যাপটিটিউড টেস্ট কি? What is aptitude test? এই প্রশ্নে বোর্ড অনেক কথা লিখেছে ৷ কিন্তু বাস্তবে এই টেস্ট নেওয়া হয়েছে বলা যাবে না । এখানে ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্ট এক করে দেওয়া হয়েছে । অথচ দু'টোর জন্য আলাদা নাম্বার আছে । সেই জন্য প্রতি জেলা থেকে কয়েকজন করে ইন্টারভিউয়ারকে ডেকে পাঠাল হাইকোর্ট, যাঁরা 2016 সালের ওইসব ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলেন । কী পরীক্ষা নেওয়া হয়েছিল সেই ব্যাপারে তাঁদের কাছেই জানতে চায় আদালত ৷"

কলকাতা, 6 ফেব্রুয়ারি: 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউতে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল কি না, তা জানতে এবার যাঁরা ইন্টারভিউ নিয়েছিলেন (ইন্টারভিউয়ার) তাঁদের তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ 5 জেলার ইন্টারভিউয়ারদের তলব করেছেন তিনি ৷ প্রতি জেলা থেকে কয়েকজন ইন্টারভিউয়ারকে আদালতে ডেকে পাঠিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । সোমবার এই নির্দেশ দেন তিনি (Justice Abhijit Ganguly summons interviewers) ৷

21 ফেব্রুয়ারি বেলা দু'টোর সময় এই ইন্টারভিউয়ারদের হাইকোর্টে আসতে হবে । বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁদের জিজ্ঞাসাবাদ করে দেখবেন, ইন্টারভিউয়ের দিন আদৌ তাঁরা অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলেন কি না ৷ এদিন প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার (primary recruitment case) শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "অ্যাপটিটিউড টেস্ট নিয়ে যে হলফনামা দেওয়া হয়েছে তাতে বোঝা যাচ্ছে 2016 সালের ইন্টারভিউতে ওই টেস্ট নেওয়া হয়নি ৷ এই নিয়ে যে নথি ও সাক্ষ্য পর্ষদের তরফ থেকে এসেছে তাতে স্পষ্ট, ওই টেস্ট নেওয়া হয়নি । তিন চারটে প্রশ্ন করে ছেড়ে দেওয়া হয়েছে । অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি ।"

আরও পড়ুন:2017 প্রাইমারি টেট পরীক্ষার ওএমআর শিট নষ্ট, হাইকোর্টে জানাল পর্ষদ

হুগলি, হাওড়া, উত্তর দিনাজপুর, কোচবিহার ও মুর্শিদাবাদের ক্ষেত্রে তালিকা খুলে দেখা হয়েছে । এই জেলাগুলির ইন্টারভিউয়ারদের কাছ থেকে ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে জানাতে 21 ফেব্রুয়ারি তাঁদের আদালতে তলব করা হয়েছে ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন আরও নির্দেশ দিয়েছেন, দূরের জেলাগুলি থেকে এই ইন্টারভিউয়ারদের কলকাতায় আসার জন্য 2 হাজার টাকা করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ 500 টাকা করে দিতে হবে কাছের জেলার ইন্টারভিউয়ারদের জন্য ৷ উত্তর দিনাজপুরের মতো জেলায় ওই ইন্টারভিউয়ারদের কোনও যোগাযোগের নম্বর না-থাকলে, জেলা স্কুল পরিদর্শকরা এই রায় তাঁদের জানাবেন (primary aptitude test) ।

সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন,"অ্যাপটিটিউড টেস্ট কি? What is aptitude test? এই প্রশ্নে বোর্ড অনেক কথা লিখেছে ৷ কিন্তু বাস্তবে এই টেস্ট নেওয়া হয়েছে বলা যাবে না । এখানে ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্ট এক করে দেওয়া হয়েছে । অথচ দু'টোর জন্য আলাদা নাম্বার আছে । সেই জন্য প্রতি জেলা থেকে কয়েকজন করে ইন্টারভিউয়ারকে ডেকে পাঠাল হাইকোর্ট, যাঁরা 2016 সালের ওইসব ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলেন । কী পরীক্ষা নেওয়া হয়েছিল সেই ব্যাপারে তাঁদের কাছেই জানতে চায় আদালত ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.