কলকাতা, 27 মার্চ: নিয়োগ দুর্নীতি (Recruitment Case) এবং রাজ্যের শাসকদলের নেতা-নেত্রীদের নাম তাঁর সঙ্গে জড়িত ৷ এযেন ধীরে ধীরে সমর্থক হয়ে উঠছে রাজ্যে। প্রথমে শিক্ষক নিয়োগ দুর্নীতি তারপর সামনে আসে পৌরসভায় নিয়োগ দুর্নীতি। আর এবার দমকলে নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
তেহট্ট'র তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি চাইলে এদিন বিচারপতি রাজা শেখর মান্থা মামলা করার নির্দেশ দিয়েছেন। তারপরই মামলা দায়ের করেন আইনজীবী এবং বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির। আগামিকাল এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। সম্প্রতি একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনে তরুণজ্যোতি দাবি করেন যে, অর্থের বিনিময়ে বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন তাপস সাহা। মূলত দমকলে চাকরি দেওয়ারই অভিযোগ তুলেছেন তিনি।
জানা গিয়েছে, তাপসের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ বিজেপি নেতার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এক নেত্রীও এনেছিলেন। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের বঙ্গজননীর সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা সাংবাদিক বৈঠক করে আগে বলেছিলেন, বিভিন্ন সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দলীয় কর্মী এবং সাধারণ মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন তাপস। তরুণজ্যোতির দাবি, দুর্নীতি দমন শাখা তদন্তের ভার নিলেও তারা কিছুই করছেন না। অভিযোগকারীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে। এব্যাপারে আদালত যথাযথ তদন্তের নির্দেশ দিক।
আরও পড়ুন: বিচারপতি মান্থার বাড়ির সামনে ও হাইকোর্টে কারা পোস্টার দিয়েছিল ? রিপোর্ট তলব আদালতের
উল্লেখ্য, রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও অন্যান্য একাধিক আধিকারিক জেলে রয়েছেন। এই পরিস্থিতিতে কিছুদিন আগে গ্রেফতার হন হুগলির অয়ন শীল নামে এক ব্যাক্তি। যিনি রাজ্যের প্রায় 60টি পৌরসভায় নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ। ইতিমধ্যে ফের তাপস সাহার বিরুদ্ধে অভিযোগ ওঠায় পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের শাসকদলের উপর আরও চাপ সৃষ্টি হবে তা বলাই বাহুল্য। এই নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্ত ও বিচারপতি সিবিআই বা ইডির হাতে তুলে দেন কিনা তা এখন দেখার।