কলকাতা, 28 নভেম্বর: গ্রামীণ এলাকায় কেন্দ্রের দেওয়া একশো দিনের কাজের (Calcutta HC on 100 Days Work) ও পাকা বাড়ি নির্মাণ প্রকল্পের টাকা অপব্যবহার করার অভিযোগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই ঘটনায় রাজ্যের কাছে হলফনামা তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Calcutta HC asks state to submit affidavit)।
সোমবার মামলাকারী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) তরফে আইনজীবী সৌম্য মজুমদার বলেন, ভুয়ো জব কার্ড তৈরি করে 100 দিনের কাজের সরকারি টাকা তছরুপ করা হয়েছে । তৃণমূলের সরকার নিজেদের পরিচিত লোকদের সেই টাকা বিতরণ করেছে । কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, গ্রামে বাড়ি তৈরি থেকে শুরু করে 100 দিনের কাজের ভুয়ো কাগজপত্র বানিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে । বেনামে টাকা তোলা হয়েছে । যে সব নামের কোনও হদিশ পাওয়া যায়নি । মাস্টার রোলে বিস্তর গলদ পাওয়া গিয়েছে ।
অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী বলেন, "গুরুতর অভিযোগ পাওয়া গিয়েছে । এবং কেন্দ্রের টাকা যেভাবে ইচ্ছেমতো তছরুপ করা হয়েছে তা সংবিধান বিরোধী । সাংবিধানিক আইন লঙ্ঘন করা হয়েছে ।"
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে বলেন, "এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা । মামলাকারী ভারতীয় জনতা পার্টির সদস্য । তিনি রাজ্যের বিরোধী দলনেতা । এ ব্যাপারে আমরা হলফনামা দিয়ে সমস্ত বক্তব্য জানাতে চাই ।" হলফনামা দেওয়ার জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দুসপ্তাহ সময় চেয়েছেন ।
আরও পড়ুন: 'গোটা মন্ত্রিসভারই জেলে যাওয়া উচিত !' তোপ শুভেন্দুর
দু পক্ষের সওয়াল-জবাব শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, নারেগা স্কিমের ফান্ড অপব্যবহারের অভিযোগ উঠেছে । রাজ্যের পাশাপাশি কেন্দ্রের এএসজিকেও নিজেদের বক্তব্য জানানোর জন্য নির্দেশ দিয়েছে আদালত ৷ 20 ডিসেম্বর ফের এই মামলার শুনানি ।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতির হদিশ মিলেছে । কেন্দ্র বেশকিছু ক্ষেত্রে ডিএম ও বিডিও-দের এফআইআর করার সুপারিশ করে । কিন্তু সেই সুপারিশ কার্যকর হয়নি । নথি অনুযায়ী বহু ব্লকে জনসংখ্যার তুলনায় 100 দিনের কাজের জব কার্ড বেশি । শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় সিএজি-কে দিয়ে অডিট করিয়ে এই ঘটনার তদন্তের ভার সিবিআই ও ইডিকে দেওয়ার আবেদন জানানো হয়েছে ।