ETV Bharat / state

ডাক্তারদের নিরাপত্তায় কী পদক্ষেপ, জানান সাতদিনে : রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Jun 14, 2019, 5:15 PM IST

ডাক্তারদের নিরাপত্তা ও দাবি-দাওয়া নিয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ হাইকোর্টের । কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা আগামী সাতদিনের মধ্যে আদালতকে জানাতে হবে ।

কলকাতা হাইকোর্ট

কলকাতা, 14 জুন : ডাক্তারদের নিরাপত্তা ও তাঁদের দাবি-দাওয়া নিয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা আগামী সাতদিনের মধ্যে আদালতকে জানাতে হবে । পাশাপাশি, আদালত আরও জানায়, ডাক্তার, আইনজীবীদের মার খাওয়াটা যেমন দুর্ভাগ্যজনক, তেমনই কাজ বন্ধ করে দেওয়াটাও দুর্ভাগ্যজনক ।

ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন করে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন জনৈক কুণাল সাহা । আজ সেই মামলার শুনানি চলে প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে । মামলাকারী কোর্টে বলেন, "জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে গোটা চিকিৎসা ব্যবস্থাই ভেঙে পড়েছে । মুমূর্ষ রোগী থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে অসুস্থ মানুষ চিকিৎসা পাচ্ছেন না । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ডাক্তাররা ধর্মঘট করতে পারেন না । সেই রায় অমান্য করেই ডাক্তাররা মানুষকে পরিষেবা দেওয়া বন্ধ করে দিয়েছেন এবং ধর্মঘট করছেন । যে সব ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক হাইকোর্ট ।"

  • Calcutta High Court gives 7 days to West Bengal govt to respond while hearing a PIL on doctors' strike in the state. Court asked state what steps were taken by the govt to end the impasse. Court also said that state will have to put an end to this & find a solution. pic.twitter.com/KIGgl00g64

    — ANI (@ANI) June 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত খবর : বখাটে ছেলেমেয়েদের দলে নাও, আমরা চাকরি দিই : মমতা

এপ্রসঙ্গে প্রধান বিচারপতি রাজ্যের AG কিশোর দত্তর কাছে জানতে চান, কেন রাজ্যের চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন ? AG জানান, NRS-এ একটা দুর্ঘটনা ঘটেছিল । সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই FIR করেছে । পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে । পাশাপাশি, এই ঘটনার তদন্তও চলছে । মুখ্যমন্ত্রী নিজে গতকাল SSKM-এ গিয়ে ডাক্তারদের কাজে ফিরে আসার জন্য অনুরোধ করেন । তারপরও নিরাপত্তার দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা । এরপর, বিচারপতি জানতে চান, নিরাপত্তার বিষয়ে রাজ্য সরকার কি কোনও পদক্ষেপ নিয়েছে ? পাশাপাশি, ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, অবিলম্বে ডাক্তারদের দাবিদাওয়া বিবেচনা করে তাঁদের নিরাপত্তার ব্যাপারে পদক্ষেপ নিক রাজ্য এবং কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা রাজ্যকে আগামী শুক্রবার(21 জুন) হাইকোর্টে জানাতে হবে ।

এই সংক্রান্ত খবর : NRS-এর প্রতিবাদ ; 17 জুন দেশজুড়ে হাসপাতাল ধর্মঘটের ডাক IMA-এর

সবশেষে প্রধান বিচারপতি বলেন, "ডাক্তার এবং আইনজীবীদের মার খাওয়াটা যেমন দুর্ভাগ্যজনক, ঠিক তেমনই কাজ বন্ধ করে দেওয়াটাও দুর্ভাগ্যজনক ।"

এই সংক্রান্ত খবর : মুখ্যমন্ত্রীকে পালটা চ্যালেঞ্জ; ডাক্তারদের গণইস্তফায় স্তব্ধ SSKM, মেডিকেলের পরিষেবা

এই সংক্রান্ত খবর : NRS-এ চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মিছিল ; পা মেলালেন অপর্ণা

কলকাতা, 14 জুন : ডাক্তারদের নিরাপত্তা ও তাঁদের দাবি-দাওয়া নিয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা আগামী সাতদিনের মধ্যে আদালতকে জানাতে হবে । পাশাপাশি, আদালত আরও জানায়, ডাক্তার, আইনজীবীদের মার খাওয়াটা যেমন দুর্ভাগ্যজনক, তেমনই কাজ বন্ধ করে দেওয়াটাও দুর্ভাগ্যজনক ।

ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন করে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন জনৈক কুণাল সাহা । আজ সেই মামলার শুনানি চলে প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে । মামলাকারী কোর্টে বলেন, "জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে গোটা চিকিৎসা ব্যবস্থাই ভেঙে পড়েছে । মুমূর্ষ রোগী থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে অসুস্থ মানুষ চিকিৎসা পাচ্ছেন না । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ডাক্তাররা ধর্মঘট করতে পারেন না । সেই রায় অমান্য করেই ডাক্তাররা মানুষকে পরিষেবা দেওয়া বন্ধ করে দিয়েছেন এবং ধর্মঘট করছেন । যে সব ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক হাইকোর্ট ।"

  • Calcutta High Court gives 7 days to West Bengal govt to respond while hearing a PIL on doctors' strike in the state. Court asked state what steps were taken by the govt to end the impasse. Court also said that state will have to put an end to this & find a solution. pic.twitter.com/KIGgl00g64

    — ANI (@ANI) June 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত খবর : বখাটে ছেলেমেয়েদের দলে নাও, আমরা চাকরি দিই : মমতা

এপ্রসঙ্গে প্রধান বিচারপতি রাজ্যের AG কিশোর দত্তর কাছে জানতে চান, কেন রাজ্যের চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন ? AG জানান, NRS-এ একটা দুর্ঘটনা ঘটেছিল । সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই FIR করেছে । পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে । পাশাপাশি, এই ঘটনার তদন্তও চলছে । মুখ্যমন্ত্রী নিজে গতকাল SSKM-এ গিয়ে ডাক্তারদের কাজে ফিরে আসার জন্য অনুরোধ করেন । তারপরও নিরাপত্তার দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা । এরপর, বিচারপতি জানতে চান, নিরাপত্তার বিষয়ে রাজ্য সরকার কি কোনও পদক্ষেপ নিয়েছে ? পাশাপাশি, ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, অবিলম্বে ডাক্তারদের দাবিদাওয়া বিবেচনা করে তাঁদের নিরাপত্তার ব্যাপারে পদক্ষেপ নিক রাজ্য এবং কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা রাজ্যকে আগামী শুক্রবার(21 জুন) হাইকোর্টে জানাতে হবে ।

এই সংক্রান্ত খবর : NRS-এর প্রতিবাদ ; 17 জুন দেশজুড়ে হাসপাতাল ধর্মঘটের ডাক IMA-এর

সবশেষে প্রধান বিচারপতি বলেন, "ডাক্তার এবং আইনজীবীদের মার খাওয়াটা যেমন দুর্ভাগ্যজনক, ঠিক তেমনই কাজ বন্ধ করে দেওয়াটাও দুর্ভাগ্যজনক ।"

এই সংক্রান্ত খবর : মুখ্যমন্ত্রীকে পালটা চ্যালেঞ্জ; ডাক্তারদের গণইস্তফায় স্তব্ধ SSKM, মেডিকেলের পরিষেবা

এই সংক্রান্ত খবর : NRS-এ চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মিছিল ; পা মেলালেন অপর্ণা

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.