ETV Bharat / state

Cal HC over Police Sticker: পুলিশকর্মীরা তাঁদের ব্যক্তিগত গাড়িতে পুলিশের স্টিকার ব্যবহার করতেই পারেন, জানাল আদালত

সোনারপুর থানার ওসি তাঁর ব্যক্তিগত গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে নো-পার্কিং জোনে গাড়ি পার্ক করেছিলেন ৷ ওসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মামলা করেন এক ব্যক্তি ৷ পরে ওসি উচ্চ আদালতে যান ৷ সেখানে আদালত জানিয়েছে, পুলিশ কর্মীর ব্যক্তিগত গাড়িতে পুলিশ স্টিকার লাগানো অপরাধ নয় ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : May 9, 2023, 9:51 AM IST

কলকাতা, 9 মে: পুলিশকর্মী তাঁর ব্যক্তিগত গাড়িতে পুলিশের স্টিকার ব্যবহার করতেই পারেন ৷ তা অপরাধ নয় ৷ একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের ৷ এই মর্মে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী ৷ সোমবার আদালত পর্যবেক্ষণে জানায়, শুধুমাত্র পুলিশ নয়, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা, বিচার বিভাগীয় কর্মকর্তা, জনগণের প্রতিনিধি অর্থাত্‍ বিধানসভার সদস্য ও সাংসদ, অন্য বিশিষ্ট ব্যক্তিরাও তাঁদের ব্যক্তিগত গাড়িতে তাঁদের পদবি ও নাম ব্যবহার করতে পারেন । এতে দোষের কিছু নেই ৷

ঘটনার সূত্রপাত 2022 সালের ফেব্রুয়ারি মাসে ৷ সোনারপুর থানার ওসি সঞ্জীব চক্রবর্তী সার্ভে পার্কের বাড়ির কাছে একটি গাড়ি পার্ক করেন ৷ গাড়িটিতে পুলিশের স্টিকার লাগানো ছিল ৷ জানা গিয়েছে, তিনি নো-পার্কিং জোনে গাড়ি পার্ক করেছিলেন ৷ এই পুলিশি স্টিকার লাগানো গাড়ি পার্ক করা নিয়ে আপত্তি জানান এলাকায় থাকা আরেক ব্যক্তি ৷ তাঁর অভিযোগ, পদমর্যাদার সুবিধে নিয়ে বেআইনি ভাবে গাড়ি পার্ক করেছেন পুলিশ আধিকারিক ৷ গাড়িটির বিষয়ে বিস্তারিত জানতে অভিযোগকারী আরটিআই করেন ৷ তিনি জানতে পারেন, ওই গাড়িটি পুলিশের কোনও বিভাগের নিজস্ব গাড়ি নয় ৷ সেটি ওসি সঞ্জীব চক্রবর্তীর ব্যক্তিগত গাড়ি ৷

এরপর অভিযোগকারী এনিয়ে আলিপুর আদালতে মামলা দায়ের করেন ৷ মামলাকারী ওই ওসির বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা শুরু করার জন্য আলিপুর আদালতে আবেদন জানান ৷ তাঁর অভিযোগ ছিল, ওসি তাঁর ব্যক্তিগত গাড়িটিকে সরকারি গাড়ি হিসেবে দেখিয়ে অবৈধভাবে পার্ক করেছেন ৷ তিনি ফৌজদারি অপরাধ করেছেন ৷ অভিযোগের ভিত্তিতে গত সেপ্টেম্বরে আলিপুর আদালতে মামলার শুনানি শুরু হয় ৷ 27 ফেব্রুয়ারি ওসিকে আদালতে হাজিরার নির্দেশ পাঠানো হয় ৷ এখনও মামলাটির নিষ্পত্তি হয়নি এবং তা বিচারাধীন অবস্থাতেই রয়েছে ৷ এরই মধ্যে ওসি কলকাতা হাইকোর্টের আদালতের দ্বারস্থ হন ৷ তিনি জানতে চান, পুলিশের স্টিকার লাগানো ব্যক্তিগত গাড়িটি পার্ক করে তিনি আদৌ কোনও অপরাধ করেছেন কি না ৷

কলকাতা হাইকোর্টে মামলাকারী জানান, সার্ভে পার্ক থানা এলাকায় নো-পার্কিং লঙ্ঘনের জন্য পুলিশ অফিসারকে 600 টাকা জরিমানা করা হয়েছিল ৷ এতে হাইকোর্ট উল্লেখ করে, ব্যক্তিগত গাড়িতে সরকারি পদমর্যাদা প্রকাশ করা একটি সমস্যা ৷ তবে এটি কোনও অপরাধ হতে পারে না ৷ এই প্রসঙ্গে এদিন বিচারপতি বিবেক চৌধুরী বলেন, "একজন ব্যক্তি অপরাধ করতে পারে, এমন আশঙ্কা অভিযোগের ভিত্তি হতে পারে না ৷" তিনি মামলাটি খারিজ করে দিয়েছেন ৷

আরও পড়ুন: বুথে পুলিশের গাড়িতে তৃণমূলের স্টিকার ! বিতর্ক আসানসোলে

কলকাতা, 9 মে: পুলিশকর্মী তাঁর ব্যক্তিগত গাড়িতে পুলিশের স্টিকার ব্যবহার করতেই পারেন ৷ তা অপরাধ নয় ৷ একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের ৷ এই মর্মে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী ৷ সোমবার আদালত পর্যবেক্ষণে জানায়, শুধুমাত্র পুলিশ নয়, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা, বিচার বিভাগীয় কর্মকর্তা, জনগণের প্রতিনিধি অর্থাত্‍ বিধানসভার সদস্য ও সাংসদ, অন্য বিশিষ্ট ব্যক্তিরাও তাঁদের ব্যক্তিগত গাড়িতে তাঁদের পদবি ও নাম ব্যবহার করতে পারেন । এতে দোষের কিছু নেই ৷

ঘটনার সূত্রপাত 2022 সালের ফেব্রুয়ারি মাসে ৷ সোনারপুর থানার ওসি সঞ্জীব চক্রবর্তী সার্ভে পার্কের বাড়ির কাছে একটি গাড়ি পার্ক করেন ৷ গাড়িটিতে পুলিশের স্টিকার লাগানো ছিল ৷ জানা গিয়েছে, তিনি নো-পার্কিং জোনে গাড়ি পার্ক করেছিলেন ৷ এই পুলিশি স্টিকার লাগানো গাড়ি পার্ক করা নিয়ে আপত্তি জানান এলাকায় থাকা আরেক ব্যক্তি ৷ তাঁর অভিযোগ, পদমর্যাদার সুবিধে নিয়ে বেআইনি ভাবে গাড়ি পার্ক করেছেন পুলিশ আধিকারিক ৷ গাড়িটির বিষয়ে বিস্তারিত জানতে অভিযোগকারী আরটিআই করেন ৷ তিনি জানতে পারেন, ওই গাড়িটি পুলিশের কোনও বিভাগের নিজস্ব গাড়ি নয় ৷ সেটি ওসি সঞ্জীব চক্রবর্তীর ব্যক্তিগত গাড়ি ৷

এরপর অভিযোগকারী এনিয়ে আলিপুর আদালতে মামলা দায়ের করেন ৷ মামলাকারী ওই ওসির বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা শুরু করার জন্য আলিপুর আদালতে আবেদন জানান ৷ তাঁর অভিযোগ ছিল, ওসি তাঁর ব্যক্তিগত গাড়িটিকে সরকারি গাড়ি হিসেবে দেখিয়ে অবৈধভাবে পার্ক করেছেন ৷ তিনি ফৌজদারি অপরাধ করেছেন ৷ অভিযোগের ভিত্তিতে গত সেপ্টেম্বরে আলিপুর আদালতে মামলার শুনানি শুরু হয় ৷ 27 ফেব্রুয়ারি ওসিকে আদালতে হাজিরার নির্দেশ পাঠানো হয় ৷ এখনও মামলাটির নিষ্পত্তি হয়নি এবং তা বিচারাধীন অবস্থাতেই রয়েছে ৷ এরই মধ্যে ওসি কলকাতা হাইকোর্টের আদালতের দ্বারস্থ হন ৷ তিনি জানতে চান, পুলিশের স্টিকার লাগানো ব্যক্তিগত গাড়িটি পার্ক করে তিনি আদৌ কোনও অপরাধ করেছেন কি না ৷

কলকাতা হাইকোর্টে মামলাকারী জানান, সার্ভে পার্ক থানা এলাকায় নো-পার্কিং লঙ্ঘনের জন্য পুলিশ অফিসারকে 600 টাকা জরিমানা করা হয়েছিল ৷ এতে হাইকোর্ট উল্লেখ করে, ব্যক্তিগত গাড়িতে সরকারি পদমর্যাদা প্রকাশ করা একটি সমস্যা ৷ তবে এটি কোনও অপরাধ হতে পারে না ৷ এই প্রসঙ্গে এদিন বিচারপতি বিবেক চৌধুরী বলেন, "একজন ব্যক্তি অপরাধ করতে পারে, এমন আশঙ্কা অভিযোগের ভিত্তি হতে পারে না ৷" তিনি মামলাটি খারিজ করে দিয়েছেন ৷

আরও পড়ুন: বুথে পুলিশের গাড়িতে তৃণমূলের স্টিকার ! বিতর্ক আসানসোলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.