ETV Bharat / state

Calcutta High Court: কেন 2 বছরেও শেষ হল না তদন্ত, রুজিরা-মেনকার বিরুদ্ধে মামলায় হাইকোর্টের প্রশ্ন - Customs Department case against rujira naroola

2019 সালের 16 মার্চ রাতে ব্যাংকক থেকে ফেরার সময় রুজিরা নারুলা এবং মেনকা গম্ভীরকে কলকাতা বিমানবন্দরে প্রায় 2 কেজি সোনা-সহ আটক করে শুল্ক দফতর । সেই মামলার তদন্ত এখনও কেন শেষ হল না সেই প্রশ্ন তুলেছে হাইকোর্ট (Cal HC raised question on probe on Rujira Naroola and Menoka Gambhir)

ETV Bharat
Calcutta High Court
author img

By

Published : Nov 4, 2022, 10:10 PM IST

কলকাতা, 4 নভেম্বর: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা (Rujira Naroola) এবং শ্যালিকা মেনকা গম্ভীরের (Menoka Gambhir) বিরুদ্ধে করা শুল্ক দফতরের মামলায় দু'বছর ধরে তদন্ত চলছে । এতদিনেও কেন সেই তদন্ত শেষ হল না, এবার সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট ৷ শুক্রবার এই প্রশ্ন করেছে বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ৷

পাশাপাশি, কেন রাজ্যের করা মামলায় শুল্ক দফতরকে (Customs Department) হয়রান করা হচ্ছে এবং রাজ্যের করা শুল্ক দফতরের বিরুদ্ধে মামলার বর্তমান অবস্থা কী তাও জানতে চেয়েছে বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷ দু'বছর ধরে চলা এই তদন্তের মামলার শুনানি অবশ্য এদিনও পিছিয়ে গিয়েছে কাস্টমসের তরফে আইনজীবী আদালতে উপস্থিত না-থাকায় (case against Rujira Naroola and Menoka Gambhir) ৷

রুজিরা নারুলা এবং মেনকা গম্ভীরের বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ রয়েছে । সম্প্রতি বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করে শুল্ক দফতর । বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আগামী ডিসেম্বর মাসে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: বিজেপি নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আদালতে ভর্ৎসনার মুখে পুলিশ

যদিও এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশে স্বস্তিতে রয়েছেন রুজিরা এবং মেনকা । তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না-বলে জানিয়েছে আদালত ৷ এর আগে কলকাতা হাইকোর্ট কাস্টমসের পাঠানো নোটিশের উপরে স্থগিতাদেশ দেয় । 2019 সালের 16 মার্চ রাতে ব্যাংকক থেকে ফেরার সময় রুজিরা এবং মেনকাকে কলকাতা বিমানবন্দরে প্রায় 2 কেজি সোনা-সহ আটক করে শুল্ক দফতর । পরে ভিআইপি পরিচয় দিয়ে গ্রিন করিডর করে তাঁদের সেখান থেকে বার করে নিয়ে আসে বিধাননগর থানার পুলিশ । এর প্রায় 6 দিন পর 22 মার্চ তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে শুল্ক দফতর । তাঁদের সমন পাঠায় জিজ্ঞাসাবাদের জন্য । এই মামলার শুনানি এখনও সম্পন্ন হয়নি ৷

কলকাতা, 4 নভেম্বর: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা (Rujira Naroola) এবং শ্যালিকা মেনকা গম্ভীরের (Menoka Gambhir) বিরুদ্ধে করা শুল্ক দফতরের মামলায় দু'বছর ধরে তদন্ত চলছে । এতদিনেও কেন সেই তদন্ত শেষ হল না, এবার সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট ৷ শুক্রবার এই প্রশ্ন করেছে বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ৷

পাশাপাশি, কেন রাজ্যের করা মামলায় শুল্ক দফতরকে (Customs Department) হয়রান করা হচ্ছে এবং রাজ্যের করা শুল্ক দফতরের বিরুদ্ধে মামলার বর্তমান অবস্থা কী তাও জানতে চেয়েছে বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷ দু'বছর ধরে চলা এই তদন্তের মামলার শুনানি অবশ্য এদিনও পিছিয়ে গিয়েছে কাস্টমসের তরফে আইনজীবী আদালতে উপস্থিত না-থাকায় (case against Rujira Naroola and Menoka Gambhir) ৷

রুজিরা নারুলা এবং মেনকা গম্ভীরের বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ রয়েছে । সম্প্রতি বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করে শুল্ক দফতর । বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আগামী ডিসেম্বর মাসে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: বিজেপি নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আদালতে ভর্ৎসনার মুখে পুলিশ

যদিও এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশে স্বস্তিতে রয়েছেন রুজিরা এবং মেনকা । তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না-বলে জানিয়েছে আদালত ৷ এর আগে কলকাতা হাইকোর্ট কাস্টমসের পাঠানো নোটিশের উপরে স্থগিতাদেশ দেয় । 2019 সালের 16 মার্চ রাতে ব্যাংকক থেকে ফেরার সময় রুজিরা এবং মেনকাকে কলকাতা বিমানবন্দরে প্রায় 2 কেজি সোনা-সহ আটক করে শুল্ক দফতর । পরে ভিআইপি পরিচয় দিয়ে গ্রিন করিডর করে তাঁদের সেখান থেকে বার করে নিয়ে আসে বিধাননগর থানার পুলিশ । এর প্রায় 6 দিন পর 22 মার্চ তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে শুল্ক দফতর । তাঁদের সমন পাঠায় জিজ্ঞাসাবাদের জন্য । এই মামলার শুনানি এখনও সম্পন্ন হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.