কলকাতা, 20 ডিসেম্বর: পাঁশকুড়া বোমা বিস্ফোরণের ঘটনায় (Panskura bomb blast case) এনআইএ (NIA) তদন্ত করতে পারে । এই মর্মে রাজ্য সরকারের পক্ষ থেকে এনআইএকে চিঠি দিয়ে জানানো হয়েছে । নিয়ম অনুযায়ী, বোমা বিস্ফোরণের তদন্ত করাতে হলে রাজ্য সরকারকে এনআইএকে জানাতে হয় । তারপরই এনআইএ এই বিষয়ে সিদ্ধান্ত নেয় । ঘটনার পারিপার্শ্বিক অবস্থা বিচার করে তারা সেই ঘটনার তদন্ত করবে, না করবে না ঠিক করে । সেই অনুয়ায়ী রাজ্য সরকার নির্দিষ্ট পদ্ধতি মেনেই যা করার করেছে । রাজ্যের তরফে এই তথ্য দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷
রাজ্যের এই তথ্যে সন্তুষ্ট কলকাতা হাইকোর্ট । পাঁশকুড়া বিস্ফোরণের মামলায় এনআইএ তদন্ত করবে কি না, সেই সিদ্ধান্ত এদিন তাদের হাতেই ছেড়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ (Cal HC on Panskura Bomb Blast case) ৷ অপরদিকে, ভূপতিনগরের বোমা বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে । সেই রিপোর্ট দেখেই আদালত এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে ৷
আরও পড়ুন: ধরনার বিরোধিতায় এবার হাইকোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ
ভূপতিনগর বোমা বিস্ফোরণের মামলার পরবর্তী শুনানি 9 জানুয়ারি । উল্লেখ্য ভূপতিনগর এবং পাঁশকুড়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এনআইএ তদন্ত চেয়ে মামলা করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । তাঁর দাবি ছিল, সময়মতো ঘটনাস্থলে পৌঁছয়নি ফরেন্সিক দল । ফলে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কআ রয়েছে । ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় 3 জনের মৃত্যু হয় । গত সপ্তাহে পাঁশকুড়া থানার সামনে মজুত বাজিতে বিস্ফোরণ হয়ে এক সিভিক ভলান্টিয়ারেরও মৃত্যু হয় ৷