কলকাতা, 28 অগস্ট: পঞ্চায়েত ভোটে বুথ ও গণনা কেন্দ্রে গোলমাল, ব্যালট ছিনতাই, ব্যালট বক্স লুঠ, মারামারি এমন যাবতীয় অভিযোগের নিষ্পত্তি করতে যাবতীয় সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে আগামী শনিবার মামলা শোনার সিদ্ধান্ত নিলেন বিচারপতি। সব মামলার সিসিটিভি ফুটেজ, যা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিসে সংরক্ষিত আছে সেই সব কিছু এজলাসে হাজির করার নির্দেশও দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আর এই কাজের জন্য ব্যাতিক্রমী ভাবে আগামী 2 সেপ্টেম্বর শনিবার দিন মামলা শুনবেন বলে ঠিক করেছেন বিচারপতি। সব পক্ষের আইনজীবীদের সঙ্গেই ওই ফুটেজ খতিয়ে দেখবেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, বেশ কিছু মামলা আছে যার রায় দিতে হলে ওইসব ফুটেজ দেখা জরুরি। তাই শনিবার বেলা 11টা থেকে টানা এই মামলাগুলির জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলেও জানান বিচারপতি।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পর কয়েক হাজার মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। যে মামলাগুলির মূল বিষয়বস্তু পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের কারচুপি। কোথাও নির্বাচনের দিন ভোটে কারচুপি, তো কোথাও গণনার দিন ব্যালট বাক্স লুট করার অভিযোগ মুলত শাসক দলের বিরুদ্ধেই উঠেছে। বিচারপতি টানা প্রায় দেড় মাস ধরে এই সংক্রান্ত মামলা শুনছেন। কিন্তু একাধিক মামলায় নির্দেশ দেওয়ার আগে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জমা করা সংশ্লিষ্ট বুথ বা গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখা জরুরি বলেই মনে করেছেন বিচারপতি। কিন্তু সেই সংখ্যা এত পরিমাণ যে, সোম থেকে শুক্রবার মামলার কাজের চাপ থাকায় সম্ভব নয়। শনিবার সাধারণত আদালতের কাজকর্ম হলেও মামলার শুনানি হয় না। তাই সেই দিনই এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি।
আরও পড়ুন: প্রত্যাহার না করলে খারিজ! যাদবপুর নিয়ে শুভেন্দুর জনস্বার্থ মামলায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি
প্রধান বিচারপতির মতোই বিচারপতি অমৃতা সিনহাও পঞ্চায়েত সংক্রান্ত মামলা শুনতে গিয়ে এর আগে বিরক্তি প্রকাশ করেছেন। বহু মামলা জনস্বার্থ মামলা হিসাবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একাধিক মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ভোটের ফলাফল মামলার নির্দেশের উপর নির্ভর করবে বলেও জানিয়েছেন। সেই মামলার নির্দেশ না হলে বিচারপতি একই রকমের মামলায় আপাতত কোনও নির্দেশ দেবেন না বলেও জানিয়েছেন।