ETV Bharat / state

HC on Kunal Ghosh: কুণাল ঘোষের বিদেশ সফরে অনুমতি হাইকোর্টের, মমতার সঙ্গেই যাবেন দুবাই-স্পেনে - কুণাল ঘোষকে বিদেশ যাত্রায় অনুমতি

মঙ্গলবার সকালে কুণাল ঘোষকে বিদেশ যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুবাই ও স্পেনে যাচ্ছেন তৃণমূলের এই প্রাক্তন সাংসদ ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 2:00 PM IST

Updated : Sep 5, 2023, 2:14 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: তৃণমূল নেতা তথা মুখপাত্র কুণাল ঘোষের বিদেশ যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ আগামী 12 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফরে যাওয়ার কথা কুণালের ৷ মঙ্গলবার এই সফরের অনুমতি দিল বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ ৷ রাজ্য সরকারের প্রতিনিধি দলের সদস্য হয়ে স্পেনের বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন কুণাল ৷ পাঁচ লক্ষ টাকার বন্ডে বিদেশ যাত্রার অনুমতি মিলেছে ৷ তবে 25 সেপ্টেম্বরে মধ্যে তাঁকে পাসপোর্ট ফেরতের নির্দেশ দেওয়া হবে ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12 সেপ্টেম্বর থেকে বিদেশ সফরে যাচ্ছেন ৷ তাঁর সঙ্গে যাওয়ার কথা দলের মুখপাত্র কুণাল ঘোষের ৷ এই অবস্থায় সিবিআই কুণালের বিদেশ সফরের বিরোধিতা করে ৷ এর আগে 31 অগস্ট মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করেন, "একজন বিচারাধীন অভিযুক্তকে কেন মুখ্যমন্ত্রীর সফরে নেওয়া হবে ? অন্য কাউকে কি পাওয়া যায়নি ?"

ওই দিন কুণালের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, তাঁর মক্কেল শাসকদলের মুখপাত্র ৷ তাই তাঁকে ওই সফরে নিয়ে যাওয়া হচ্ছে ৷ এরপরেই সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি বাগচী বলেন, "5-7 দিনের জন্য তিনি যদি যেতে চান, তাহলে অসুবিধা কোথায় ? তিনি তো আর পালিয়ে যাচ্ছেন না !"

কুণাল ঘোষ বিদেশে গেলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে ৷ এই বক্তব্যের সমর্থনে সিবিআই কোনও তথ্য পেশ করতে পারেনি ৷ এর আগেও কুণাল ঘোষ সিঙ্গাপুরে গিয়েছেন এবং আইন মোতাবেক ফিরেও এসেছেন ৷ তাঁর বিরুদ্ধে আইন ভঙ্গের কোনও অভিযোগ ওঠেনি ৷ আজ আদালতে তাঁর আইনজীবীরা এই যুক্তি দেন ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যেতে বাধা কুণালকে, সিবিআইয়ের কাছে কারণ জানতে চাইল হাইকোর্ট

আগামী 12 সেপ্টেম্বর দুবাই ও ইউরোপ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, এই বিদেশ সফরের প্রথমে দুবাই যাবেন তৃণমূল সুপ্রিমো ৷ তারপরে স্পেনের মাদ্রিদে যাওয়ার কথা রয়েছে তাঁর ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সফরে সঙ্গী হওয়ার আমন্ত্রণ পেয়ে বিদেশ যাওয়ার আবেদন জানিয়েছেন সাংবাদিক তথা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ নিম্ন আদালতে তাঁর পাসপোর্ট জমা রয়েছে ৷ সেই পাসপোর্ট ফেরত পেতেও তিনি আবেদন জানিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে ৷ এর আগে তাঁকে সিঙ্গাপুরে যাওয়ার অনুমতি দিয়েছিল হাইকোর্টের এই এজলাসই ৷

কলকাতা, 5 সেপ্টেম্বর: তৃণমূল নেতা তথা মুখপাত্র কুণাল ঘোষের বিদেশ যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ আগামী 12 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফরে যাওয়ার কথা কুণালের ৷ মঙ্গলবার এই সফরের অনুমতি দিল বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ ৷ রাজ্য সরকারের প্রতিনিধি দলের সদস্য হয়ে স্পেনের বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন কুণাল ৷ পাঁচ লক্ষ টাকার বন্ডে বিদেশ যাত্রার অনুমতি মিলেছে ৷ তবে 25 সেপ্টেম্বরে মধ্যে তাঁকে পাসপোর্ট ফেরতের নির্দেশ দেওয়া হবে ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12 সেপ্টেম্বর থেকে বিদেশ সফরে যাচ্ছেন ৷ তাঁর সঙ্গে যাওয়ার কথা দলের মুখপাত্র কুণাল ঘোষের ৷ এই অবস্থায় সিবিআই কুণালের বিদেশ সফরের বিরোধিতা করে ৷ এর আগে 31 অগস্ট মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করেন, "একজন বিচারাধীন অভিযুক্তকে কেন মুখ্যমন্ত্রীর সফরে নেওয়া হবে ? অন্য কাউকে কি পাওয়া যায়নি ?"

ওই দিন কুণালের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, তাঁর মক্কেল শাসকদলের মুখপাত্র ৷ তাই তাঁকে ওই সফরে নিয়ে যাওয়া হচ্ছে ৷ এরপরেই সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি বাগচী বলেন, "5-7 দিনের জন্য তিনি যদি যেতে চান, তাহলে অসুবিধা কোথায় ? তিনি তো আর পালিয়ে যাচ্ছেন না !"

কুণাল ঘোষ বিদেশে গেলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে ৷ এই বক্তব্যের সমর্থনে সিবিআই কোনও তথ্য পেশ করতে পারেনি ৷ এর আগেও কুণাল ঘোষ সিঙ্গাপুরে গিয়েছেন এবং আইন মোতাবেক ফিরেও এসেছেন ৷ তাঁর বিরুদ্ধে আইন ভঙ্গের কোনও অভিযোগ ওঠেনি ৷ আজ আদালতে তাঁর আইনজীবীরা এই যুক্তি দেন ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যেতে বাধা কুণালকে, সিবিআইয়ের কাছে কারণ জানতে চাইল হাইকোর্ট

আগামী 12 সেপ্টেম্বর দুবাই ও ইউরোপ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, এই বিদেশ সফরের প্রথমে দুবাই যাবেন তৃণমূল সুপ্রিমো ৷ তারপরে স্পেনের মাদ্রিদে যাওয়ার কথা রয়েছে তাঁর ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সফরে সঙ্গী হওয়ার আমন্ত্রণ পেয়ে বিদেশ যাওয়ার আবেদন জানিয়েছেন সাংবাদিক তথা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ নিম্ন আদালতে তাঁর পাসপোর্ট জমা রয়েছে ৷ সেই পাসপোর্ট ফেরত পেতেও তিনি আবেদন জানিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে ৷ এর আগে তাঁকে সিঙ্গাপুরে যাওয়ার অনুমতি দিয়েছিল হাইকোর্টের এই এজলাসই ৷

Last Updated : Sep 5, 2023, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.