ETV Bharat / state

Asansol Stampede Case: হাইকোর্টে স্বস্তি, আরও এক সপ্তাহ বাড়ল চৈতালি তিওয়ারির রক্ষাকবচের মেয়াদ - আসানসোলে পদপিষ্টের ঘটনা

আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির রক্ষাকবচের মেয়াদ 7 দিন বাড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ আসানসোলে পদপিষ্টের ঘটনায় অভিযুক্ত চৈতালি ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্টে চৈতালি তিওয়ারির স্বস্তি
author img

By

Published : Feb 10, 2023, 10:40 PM IST

কলকাতা, 10ফেব্রুয়ারি: আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সংক্রান্ত মামলায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারির রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট ৷ এই সময়সীমা শুক্রবার 7 দিন বৃদ্ধি করেছে হাইকোর্ট । এদিন এই নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ এই সময়পর্বের মধ্যেই কলকাতা হাইকোর্টে চৈতালি তিওয়ারিকে আগাম জামিনের আবেদন জানাতে হবে । এর আগে নিম্ন আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে (protection of Chaitali Tiwari extended)।

কিন্তু এদিন রক্ষাকবচের এই মেয়াদ বৃদ্ধির শর্ত হিসেবে বিচারপতি মান্থা জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করতে হবে চৈতালিকে । সপ্তাহে 3 দিন 2 ঘণ্টা করে তাঁকে জেরা করতে পারবেন তদন্তকারী অফিসার । তদন্তকারী অফিসারের কাছে গিয়ে হাজিরা দিতে হবে তাঁকে । আগাম জামিনের আবেদন করা পর্যন্ত তাঁর রক্ষাকবচের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে হাইকোর্টের কাছে আবেদন করেছিলেন চৈতালি তিওয়ারি (Asansol Stampede incident) ৷

উল্লেখ্য, রাজ্যের তরফে চৈতালির বিরুদ্ধে নথি জাল করার অভিযোগ আনা হয়েছে ৷ সেই নথি জালের কারণ দেখিয়ে নিম্ন আদালত তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় । চৈতালি তিওয়ারির আইনজীবির দাবি, ইলেকট্রিশিয়ানের কাছ থেকে সভার অনুমোদনের ওই নথি পেয়েছিলেন তিনি । কিন্তু ওইদিনের ওই ঘটনা তাঁর অজান্তেই হয় ৷ এই বিষয়টি বিবেচনা করবে নিম্ন আদালত বলে এদিন জানিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Chaitali Tiwari appeals to Cal HC) ৷

আরও পড়ুন: ওএমআর শিটে কারচুপি প্রমাণিত ! চাকরি গেল 2 হাজার 820 জনের

উল্লেখ্য, ডিসেম্বর মাসে আসানসোলের 27 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙাল অঞ্চলে শিবচর্চা ও কম্বল বিতরণের আয়োজন করা হয় ৷ এলাকার বিজেপি কাউন্সিলর তথা আসানসোল পৌরনিগমের বিরোধী নেত্রী চৈতালি তিওয়ারি উদ্যোগে ওই অনুষ্ঠান আয়োজিত হয় ৷ এই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তবে শুভেন্দু সেখান থেকে চলে যাওয়ার পরেই কম্বল নেওয়া নিয়ে হুড়োহুড়ি শুরু হয় ৷ পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নাবালিকা-সহ 3 জনের ৷ আহত হন 6 জন ৷ ওই ঘটনায় চৈতালি তিওয়ারির বিরুদ্ধে এফআইআর দায়ের হয় ৷ সেই এফআইআর খারিজের আবেদন হাইকোর্টে করেছেন চৈতালি ৷

কলকাতা, 10ফেব্রুয়ারি: আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সংক্রান্ত মামলায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারির রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট ৷ এই সময়সীমা শুক্রবার 7 দিন বৃদ্ধি করেছে হাইকোর্ট । এদিন এই নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ এই সময়পর্বের মধ্যেই কলকাতা হাইকোর্টে চৈতালি তিওয়ারিকে আগাম জামিনের আবেদন জানাতে হবে । এর আগে নিম্ন আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে (protection of Chaitali Tiwari extended)।

কিন্তু এদিন রক্ষাকবচের এই মেয়াদ বৃদ্ধির শর্ত হিসেবে বিচারপতি মান্থা জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করতে হবে চৈতালিকে । সপ্তাহে 3 দিন 2 ঘণ্টা করে তাঁকে জেরা করতে পারবেন তদন্তকারী অফিসার । তদন্তকারী অফিসারের কাছে গিয়ে হাজিরা দিতে হবে তাঁকে । আগাম জামিনের আবেদন করা পর্যন্ত তাঁর রক্ষাকবচের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে হাইকোর্টের কাছে আবেদন করেছিলেন চৈতালি তিওয়ারি (Asansol Stampede incident) ৷

উল্লেখ্য, রাজ্যের তরফে চৈতালির বিরুদ্ধে নথি জাল করার অভিযোগ আনা হয়েছে ৷ সেই নথি জালের কারণ দেখিয়ে নিম্ন আদালত তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় । চৈতালি তিওয়ারির আইনজীবির দাবি, ইলেকট্রিশিয়ানের কাছ থেকে সভার অনুমোদনের ওই নথি পেয়েছিলেন তিনি । কিন্তু ওইদিনের ওই ঘটনা তাঁর অজান্তেই হয় ৷ এই বিষয়টি বিবেচনা করবে নিম্ন আদালত বলে এদিন জানিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Chaitali Tiwari appeals to Cal HC) ৷

আরও পড়ুন: ওএমআর শিটে কারচুপি প্রমাণিত ! চাকরি গেল 2 হাজার 820 জনের

উল্লেখ্য, ডিসেম্বর মাসে আসানসোলের 27 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙাল অঞ্চলে শিবচর্চা ও কম্বল বিতরণের আয়োজন করা হয় ৷ এলাকার বিজেপি কাউন্সিলর তথা আসানসোল পৌরনিগমের বিরোধী নেত্রী চৈতালি তিওয়ারি উদ্যোগে ওই অনুষ্ঠান আয়োজিত হয় ৷ এই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তবে শুভেন্দু সেখান থেকে চলে যাওয়ার পরেই কম্বল নেওয়া নিয়ে হুড়োহুড়ি শুরু হয় ৷ পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নাবালিকা-সহ 3 জনের ৷ আহত হন 6 জন ৷ ওই ঘটনায় চৈতালি তিওয়ারির বিরুদ্ধে এফআইআর দায়ের হয় ৷ সেই এফআইআর খারিজের আবেদন হাইকোর্টে করেছেন চৈতালি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.