কলকাতা, 7 নভেম্বর: নেতাই গণহত্যা-কাণ্ডের (Netai Mass Killing) স্মরণসভায় শুভেন্দু অধিকারীকে ঢুকতে না দেওয়া নিয়ে, রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার মামলা খারিজ করল হাইকোর্ট (High Court)। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের রায় আদালত অবমাননা সংক্রান্ত অভিযোগ প্রমাণিত নয়। এই মামলায় ডিজি সহ ঝাড়গ্রামের এসপি-সহ একাধিক পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল ৷
7 জানুয়ারি লালগড়ে নেতাই গ্রামে শহিদ-স্মরণে যোগ দেওয়ার কথা ছিল শুভেন্দুর। সেই কর্মসূচিতে তাঁকে ঢুকতে দেওয়া হল না কেন বলে পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ ছিল, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে আশ্বস্ত করেছিলেন, বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী রাজ্যের যে কোনও প্রান্তে যেতে পারেন।
পুলিশ তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। তা সত্ত্বেও তাঁকে নেতাইয়ে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন শুভেন্দু। মামলার ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, ঝাড়গ্রামের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে রুল জারি করেছিল উচ্চ আদালত। আজ তা খারিজ করল হাইকোর্ট ৷
আরও পড়ুন: ঝালদা পৌরসভার কাউন্সিলরকে ফাঁসানোর চেষ্টা পুরুলিয়া জেলা পুলিশের ! হাইকোর্টে মামলা দায়ের