ETV Bharat / state

Cal HC cancels Abhishek's Programme: হাইকোর্টে ধাক্কা অভিষেকের, বাতিল ‘বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও’ কর্মসূচি - Abhishek Banerjee

21 জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে বিজেপি । অভিষেকের ডাকা সেই বাড়ি ঘেরাও কর্মসূচিতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট ৷

Cal HC cancels Abhishek's Programme
Etv Bharat
author img

By

Published : Jul 31, 2023, 1:03 PM IST

Updated : Jul 31, 2023, 6:13 PM IST

বাতিল ‘বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও’ কর্মসূচি

কলকাতা, 31 জুলাই: ‘‘21 জুলাই সভার জন্য কোর্টে কোনও কাজ হয়নি । 11.30-এর মধ্যে কোর্ট রুম ফাঁকা হয়ে যায় । আমরা বিচারপতিরা উঠে যেতে বাধ্য হই । রাজনীতি করুন । আপনি জিতুন, অন্যরা হারুক। আপনি হারুন, অন্যরা জিতুক। কিন্তু তার জন্য সাধারণ মানুষ কেন ভুগবে ? আগামী 5 অগস্ট কোনওরকম ঘেরাও কর্মসূচি করা যাবে না ।’’ রাজ্যের উপর বেজায় ক্ষুব্ধ হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই কর্মসূচিতে স্থগিতাদেশ দিল রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয় ।

21 জুলাই দলের শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 5 অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার সেই ‘প্রচ্ছন্ন হুমকি’র বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিল বিজেপি ৷ এদিন প্রধান বিচারপতি বলেন, "কেউ যদি এই ধরনের মন্তব্য করে প্রশাসন কোনও ব্যবস্থা নেবে না ? ধরুন কেউ বলল হাইকোর্ট ঘেরাও করবে । তাহলে প্রশাসন কোনও ব্যবস্থা নেবে না ? সাধারণ মানুষের সমস্যা হয় এই ধরনের কোনও কর্মসূচি করা যাবে না ।"

আরও পড়ুন: চিকিৎসার জন্য আমেরিকা যেতে হাইকোর্টে অভিষেক, মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

শান্তি বিঘ্নিত করে এবং সাধারণ মানুষের চলাচলে বাধা দেয় ৷ এই ধরনের কোনও কর্মসূচিই পালন করা যাবে না । রাজ্যকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের । এদিন শুভেন্দুর তরফে আইনজীবী এসএস পাটোয়ালিয়া বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় 21 জুলাইয়ের সভা থেকে আগামী 5 অগস্ট রাজ্যের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা নির্দেশ দিয়েছেন পার্টির কর্মীদের ।"

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "এই ধরনের মামলা জনস্বার্থ মামলা হিসাবে গ্রহণযোগ্য হতে পারে না ।" অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী সপ্তাংশু বসু বলেন, "এই কর্মসূচি করা হবে প্রতীকী । প্রত্যেকের বাড়ি থেকে 100 মিটার দূরে। এখানে সাধারণ মানুষ কোনওভাবেই সাফার করবে না । যাতে বাড়ির লোকজন বাইরে বেরতে কোনও সমস্যার সম্মুখীন না হন। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই কর্মসূচি।" কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফের আইনজীবীর কোনও কথাই শুনতে চাননি, সাফ জানিয়েছেন এই ধরনের কর্মসূচিতে আদালতের সায় নেই ৷

আরও পড়ুন: দলের কর্মীদের লেলিয়ে দিয়ে নিজে চলে গিয়েছেন অভিষেক, কটাক্ষ শুভেন্দুর

বাতিল ‘বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও’ কর্মসূচি

কলকাতা, 31 জুলাই: ‘‘21 জুলাই সভার জন্য কোর্টে কোনও কাজ হয়নি । 11.30-এর মধ্যে কোর্ট রুম ফাঁকা হয়ে যায় । আমরা বিচারপতিরা উঠে যেতে বাধ্য হই । রাজনীতি করুন । আপনি জিতুন, অন্যরা হারুক। আপনি হারুন, অন্যরা জিতুক। কিন্তু তার জন্য সাধারণ মানুষ কেন ভুগবে ? আগামী 5 অগস্ট কোনওরকম ঘেরাও কর্মসূচি করা যাবে না ।’’ রাজ্যের উপর বেজায় ক্ষুব্ধ হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই কর্মসূচিতে স্থগিতাদেশ দিল রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয় ।

21 জুলাই দলের শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 5 অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার সেই ‘প্রচ্ছন্ন হুমকি’র বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিল বিজেপি ৷ এদিন প্রধান বিচারপতি বলেন, "কেউ যদি এই ধরনের মন্তব্য করে প্রশাসন কোনও ব্যবস্থা নেবে না ? ধরুন কেউ বলল হাইকোর্ট ঘেরাও করবে । তাহলে প্রশাসন কোনও ব্যবস্থা নেবে না ? সাধারণ মানুষের সমস্যা হয় এই ধরনের কোনও কর্মসূচি করা যাবে না ।"

আরও পড়ুন: চিকিৎসার জন্য আমেরিকা যেতে হাইকোর্টে অভিষেক, মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

শান্তি বিঘ্নিত করে এবং সাধারণ মানুষের চলাচলে বাধা দেয় ৷ এই ধরনের কোনও কর্মসূচিই পালন করা যাবে না । রাজ্যকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের । এদিন শুভেন্দুর তরফে আইনজীবী এসএস পাটোয়ালিয়া বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় 21 জুলাইয়ের সভা থেকে আগামী 5 অগস্ট রাজ্যের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা নির্দেশ দিয়েছেন পার্টির কর্মীদের ।"

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "এই ধরনের মামলা জনস্বার্থ মামলা হিসাবে গ্রহণযোগ্য হতে পারে না ।" অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী সপ্তাংশু বসু বলেন, "এই কর্মসূচি করা হবে প্রতীকী । প্রত্যেকের বাড়ি থেকে 100 মিটার দূরে। এখানে সাধারণ মানুষ কোনওভাবেই সাফার করবে না । যাতে বাড়ির লোকজন বাইরে বেরতে কোনও সমস্যার সম্মুখীন না হন। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই কর্মসূচি।" কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফের আইনজীবীর কোনও কথাই শুনতে চাননি, সাফ জানিয়েছেন এই ধরনের কর্মসূচিতে আদালতের সায় নেই ৷

আরও পড়ুন: দলের কর্মীদের লেলিয়ে দিয়ে নিজে চলে গিয়েছেন অভিষেক, কটাক্ষ শুভেন্দুর

Last Updated : Jul 31, 2023, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.