কলকাতা, 20 সেপ্টেম্বর: পুরুষ-মহিলা নির্বিশেষে 65 বছরের বেশি বয়সি কোনও ব্যক্তিকে কোনও মামলার তথ্য জানতে বা নথি দেওয়ার জন্য থানায় ডাকা যাবে না ৷ নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের । প্রয়োজনে তদন্তকারী অফিসার ওই ব্যক্তিকে আগে জানিয়ে তাঁর সময় নিয়ে তাঁর বাড়ি বা পছন্দসই জায়গায় গিয়ে দেখা করতে পারে বলেও জানিয়েছে হাইকোর্ট ৷ তবে কোনওভাবেই তাঁদের বিরক্ত করা যাবে না বলেও সাফ জানিয়েছেন বিচারপতি ।
শেখ আসিফ আলি নামে এক ব্যক্তি মামলা করেন কলকাতা হাইকোর্টে । তাঁর অভিযোগ, বসিরহাট সীমান্তে গরুপাচারের মামলা হয় 2017 সালের 29 জানুয়ারি। সেই মামলায় চারবার পুলিশ থানায় ডেকেছে তাঁকে। সেখানে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় বলেও জানান তিনি । অনেক সময় থানায় উপস্থিতির কথা নথিবদ্ধও করা হয়নি । কিন্তু সিসিটিভি দেখলে সেই উপস্থিতির প্রমাণ পাওয়া যাবে । 2017 সাল থেকে মামলা চলছে। এখন সিআইডি মামলা হাতে নিয়ে ফের তাকে তলব করেছে। তিনি বৃদ্ধ, এখন নানা রোগে আক্রান্ত । তাও ফের তাঁকে বসিরহাট থানা নথি চেয়ে 23 অগস্ট বেলা সাড়ে 12টায় হাজির হতে নোটিশ দেয় বলে অভিযোগ। অথচ পুলিশ জানে তিনি হাওড়া উলুবেড়িয়ার বাসিন্দা। আদালত এমন ক্ষেত্রে কাউকে ডাকার ব্যাপারে পুলিশকে সতর্ক করে দিয়েছে এদিন।
আরও পড়ুন: অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের জামিনের আবেদন খারিজ হাইকোর্টে
উল্লেখ্য, গরুপাচারের মত এনডিপিএস অ্যাক্টে অর্থাৎ মাদক মামলায় বিভিন্ন ভাবে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সম্পূর্ণ নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর চেষ্টা করা হয়। রাজনৈতিক স্বার্থে পুলিশকে ব্যবহার করে এই ধারায় ফাঁসানোর অভিযোগে ভুরিভুরি মামলা দায়ের হওয়ার জন্য কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত মামলায় গ্রেফতারের পর সঙ্গে সঙ্গে অভিযুক্তদের কাছে থেকে কী ধরনের মাদক বা অন্যান্য যা থাকে তার ভিডিয়োগ্রাফি করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । এবং সমস্ত থানাকে কঠোরভাবে আদালতের এই নির্দেশ পালন করতে রাজ্যকে নির্দেশিকা জারি করতে নির্দেশ দিয়েছিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।