ETV Bharat / state

BJP-কে যারা অর্থ জোগান দেয়, তাদের নাগরিকত্ব দেওয়ার ছুতো CAA : মমতা

author img

By

Published : Jan 15, 2020, 2:12 PM IST

তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চ থেকে সংশোধিত নাগরিকত্ব আইন ইশুতে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেন কেন্দ্রকে ৷ বলেন, "যারা বৈধ নাগরিক, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য CAA একটি ছুতো ৷ যে বিদেশিরা BJP-কে টাকার জোগান দেয় তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই কি CAA-র মতো আইন পাশ করানো হয়েছে?"

mamata
mamata

কলকাতা, 15 জানুয়ারি : BJP-কে যারা টাকার জোগান দেয়, তাদের নাগরিকত্ব দেওয়ার ছুতো হল নাগরিকত্ব সংশোধনী আইন । ধরনা মঞ্চ থেকে একথা বলে BJP-কে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো । CAA পাশ হওয়ার পর থেকেই এই আইনের তীব্র বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । একের পর এক প্রতিবাদ মিছিল করেছেন । স্লোগান তুলেছেন BJP-র বিরুদ্ধে । মঙ্গলবার রানি রাসমণি রোডে প্রতিবাদ মঞ্চ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বলতে গিয়ে BJP-কে আক্রমণ করেন তিনি ৷

তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যারা বৈধ নাগরিক , তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য CAA একটি ছুতো ৷ যে বিদেশিরা BJP-কে টাকার জোগান দেয় তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই কি CAA-র মতো আইন পাশ করানো হয়েছে?"

গতবছর অক্টোবরে কাশ্মীরের কুলগ্রামে বাঙালি শ্রমিকদের খুনের কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন অন্যান্য রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গে নিরাপদ । তাঁদের কোনও সমস্যার সম্মুখীন হতে হয় না । তাঁর কথায়, "পাকিস্তানের সঙ্গে BJP-র কি কোনও সমঝোতা আছে? না কি তারা পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ?" সম্প্রতি কলকাতা সফরে আসেন প্রধানমন্ত্রী ৷ নরেন্দ্র মোদির ওই সফর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা অতিথিদের সম্মান করতে জানি । শত্রুকেও আমরা সহবত দেখাই । কিন্তু তার মানে এই নয় আমাদের দলের নেতাদের বারবার ফিরিয়ে দেওয়া হবে । জম্মু, উত্তরপ্রদেশ, গুয়াহাটি, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়-প্রতিটি জায়গা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রতিনিধি দলকে । "

নরেন্দ্র মোদির কলকাতা সফরে শহরের বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখান নাগরিকদের একাংশ । ওঠে মোদিবিরোধী স্লোগান । রাস্তা অবরোধ করা হয় । রাজভবনের কাছে অবস্থানে বসেন পড়ুয়ারা । সেই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে রাজভবনে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপরই প্রতিবাদ মঞ্চে NRC, CAA বিরোধী স্লোগান তোলেন তিনি । মোদির সঙ্গে মমতার বৈঠক নিয়েও সরব হয় বেশ কিছু নাগরিক সংগঠন ৷

কলকাতা, 15 জানুয়ারি : BJP-কে যারা টাকার জোগান দেয়, তাদের নাগরিকত্ব দেওয়ার ছুতো হল নাগরিকত্ব সংশোধনী আইন । ধরনা মঞ্চ থেকে একথা বলে BJP-কে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো । CAA পাশ হওয়ার পর থেকেই এই আইনের তীব্র বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । একের পর এক প্রতিবাদ মিছিল করেছেন । স্লোগান তুলেছেন BJP-র বিরুদ্ধে । মঙ্গলবার রানি রাসমণি রোডে প্রতিবাদ মঞ্চ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বলতে গিয়ে BJP-কে আক্রমণ করেন তিনি ৷

তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যারা বৈধ নাগরিক , তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য CAA একটি ছুতো ৷ যে বিদেশিরা BJP-কে টাকার জোগান দেয় তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই কি CAA-র মতো আইন পাশ করানো হয়েছে?"

গতবছর অক্টোবরে কাশ্মীরের কুলগ্রামে বাঙালি শ্রমিকদের খুনের কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন অন্যান্য রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গে নিরাপদ । তাঁদের কোনও সমস্যার সম্মুখীন হতে হয় না । তাঁর কথায়, "পাকিস্তানের সঙ্গে BJP-র কি কোনও সমঝোতা আছে? না কি তারা পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ?" সম্প্রতি কলকাতা সফরে আসেন প্রধানমন্ত্রী ৷ নরেন্দ্র মোদির ওই সফর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা অতিথিদের সম্মান করতে জানি । শত্রুকেও আমরা সহবত দেখাই । কিন্তু তার মানে এই নয় আমাদের দলের নেতাদের বারবার ফিরিয়ে দেওয়া হবে । জম্মু, উত্তরপ্রদেশ, গুয়াহাটি, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়-প্রতিটি জায়গা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রতিনিধি দলকে । "

নরেন্দ্র মোদির কলকাতা সফরে শহরের বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখান নাগরিকদের একাংশ । ওঠে মোদিবিরোধী স্লোগান । রাস্তা অবরোধ করা হয় । রাজভবনের কাছে অবস্থানে বসেন পড়ুয়ারা । সেই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে রাজভবনে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপরই প্রতিবাদ মঞ্চে NRC, CAA বিরোধী স্লোগান তোলেন তিনি । মোদির সঙ্গে মমতার বৈঠক নিয়েও সরব হয় বেশ কিছু নাগরিক সংগঠন ৷

New Delhi, Jan 15 (ANI): While speaking to ANI in the national capital on January 15, the rebel MLA of Aam Aadmi Party (AAP) Narayan Dutt Sharma spoke on the upcoming Delhi Assembly elections and ticket distribution of AAP. He said, "I have given resignation from the party and my next step is to fight election. My main aim is to expose them and to maintain the freedom of Badarpur." "I will contest as independent candidate from Badarpur area against Ram Singh Netaji and Rambir Shokeen," he added. "A warrior never thinks about the result of battle as time will itself decide the result of that," Narayan Dutt Sharma further stated.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.