বিকেল পাঁচটা অবধি মোট 71.48 শতাংশ ভোট পড়েছে চারটি কেন্দ্রে ৷ শান্তিপুরে 76.14 শতাংশ, গোসাবায় 75.91 শতাংশ, দিনহাটায় 69.97 শতাংশ এবং খড়দায় ভোট পড়েছে 63.90 শতাংশ ৷
WB Bypolls : চার কেন্দ্রে গড় ভোট 71.48 শতাংশ, বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন, জানাল কমিশন - চার কেন্দ্রে উপনির্বাচন লাইভ
17:43 October 30
শনিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হল ৷ কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর 24 পরগনার খড়দা এবং দক্ষিণ 24 পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয় ৷ করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা ছাড়াও নিরাপত্তায় ফাঁক রাখেনি নির্বাচন কমিশন ৷
15:34 October 30
উৎসবের আবহে বাংলায় ফের নির্বাচন ৷ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন ৷ কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর 24 পরগনার খড়দা এবং দক্ষিণ 24 পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে ৷ করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা ছাড়াও নিরাপত্তায় ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন ৷
বেলা তিনটে পর্যন্ত গোসাবায় 66.07 শতাংশ, শান্তিপুরে 64.18 শতাংশ, দিনহাটায় 61.52 শতাংশ এবং খড়দায় ভোট পড়েছে 52.37 শতাংশ ৷
15:17 October 30
ভোট দিলেন লাভলি মৈত্র ৷ পানশিলা সুভাষনগরের বেণীমাধব স্কুলের 99 নম্বর বুথে ভোট দেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক ৷
15:12 October 30
নদিয়া শান্তিপুরে বিজেপি কর্মীকে তালাবন্ধ করে রাখেন তাঁর মা ৷ অভিযোগ, শাসকদলের কর্মীরা তাঁকে হুমকি দিয়েছিলেন ৷ সই ঘটনায় নড়েচড়ে বসল নির্বাচন কমিশন । শান্তিপুর বিধানসভার বিশেষ বিশেষ বুথে পরিদর্শন করল কেন্দ্রীয় বাহিনী ৷ সাধারণ ভোটারদের সঙ্গে কথাও বলে তারা ৷
13:31 October 30
- খড়দা 209 ও 210 নম্বর বুথের সামনে ভুয়ো ভোটারের অভিযোগ উঠেছিল ৷ সেই অভিযোগ খারিজ করেছে কমিশন । কমিশনের তরফে বলা হচ্ছে, একটি জমায়েত হয়েছিল যা কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে সরিয়ে দেওয়া হয়েছে ৷
13:31 October 30
- দুপুর 1টা পর্যন্ত দিনহাটায় ভোটের হার 47.83 শতাংশ ৷ শান্তিপুর, খড়দা ও গোসাবায় যথাক্রমে 48.02, 36.70 ও 52.19 শতাংশ ভোট পড়েছে ৷
12:57 October 30
- বাড়িতে গিয়ে শাসকদলের প্রাণনাশের হুমকির অভিযোগ ৷ শান্তিপুর বিধানসভার বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 215 নম্বর বুথ ছেড়ে চলে এলেন বিজেপি এজেন্ট ৷ এজেন্টের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে ।
12:51 October 30
- সিপিআইএমের প্রাক্তন বিধায়ক তন্ময় দাসের উপর হামলার ঘটনায় ঘটনাস্থলে এলেন খড়দা থানার আইসি ও এসিপি ৷ কথা বললেন আক্রান্ত প্রাক্তন বিধায়ক ও সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাসের সঙ্গে ৷
12:51 October 30
- ঘোলা শশীভূষণ হাইস্কুলে উত্তেজনার পারদ চড়ছে ৷ ভোট কেন্দ্রের ভেতরে দুজন নকল ভোটারকে হাতেনাতে পাকড়াও করলেন বিজেপি প্রার্থী জয় সাহা ৷ দুই জাল ভোটার পালানোর চেষ্টা করলে বিজেপি প্রার্থী দৌড়ে গিয়ে আবার তাদের ধরে ফেলে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে ৷
12:22 October 30
- ধীরে সুস্থে চলছে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ সকাল 11টা পর্যন্ত ভোট পড়ল 29.63 শতাংশ ভোট ৷
11:41 October 30
সকাল 11টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়ল 28.73 শতাংশ ৷ শান্তিপুরে ভোটের হার 32.31 শতাংশ ৷ খড়দায় সকাল 11টা পর্যন্ত ভোটের হার 23.60 শতাংশ ৷ গোসাবা বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে 33.87 শতাংশ ৷
10:32 October 30
- খড়দার রহড়া পার্টি অফিসে আসার সময় আক্রান্ত উত্তর দমদমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য । পিছন থেকে তাঁর মাথা লক্ষ্য করে ইট ছোড়া হয় । পার্টি অফিসে তাঁর চিকিৎসা চলছে ।
10:29 October 30
- খড়দার কল্যাণগড় বিদ্যাপীঠের বুথে নির্বাচনী এজেন্টের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের নামের ব্যাচ পরা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসার অভিযোগ । কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিলেন শোভবদেব । তিনি বলেন, "প্রার্থীর নাম দিয়ে বুথে ব্যাচ পরতেই পারেন নির্বাচনী এজেন্ট । এরমধ্যে কোনও দোষ নেই ৷" এর পাশাপাশি ডবল ভ্যাকসিনের সার্টিফিকেট দেখাতে না-পারায় ভোটারদের কেন্দ্রীয় বাহিনী বুথে ভোট দিতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেছেন শোভনদেব চট্টোপাধ্যায় ।
10:02 October 30
- ভোটে জেতার ব্যাপারে একশো শতাংশ আশা প্রকাশ করলেন খড়দার তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় । তবে কত ভোটে জিতবেন তা নির্ভর করবে কত শতাংশ মানুষ ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন তার উপর ।
10:01 October 30
- স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথে বিজেপি এজেন্ট দিতে পারেনি ।
09:58 October 30
- সকাল 9টা পর্যন্ত দিনহাটা বিধানসভা কেন্দ্রে ভোট পড়ল 11.12 শতাংশ ৷ শান্তিপুরে ভোট পড়ল 15.40 শতাংশ ৷ খড়দায় 9টা পর্যন্ত ভোট পড়েছে 11.40 শতাংশ ৷ গোসাবায় ভোটের হার 10.37 শতাংশ ৷
09:49 October 30
- গোসাবার প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্করের স্ত্রী অনিতা নস্কর, ছেলে বাপ্পাদিত্য নস্কর ও ভাই অরবিন্দু নস্কর সকাল সকাল ভোট দিলেন । বাড়ির কাছেই হরিণখালি প্রাথমিক স্কুলে 22 নম্বর বুথে ভোট দেন তাঁরা ।
09:17 October 30
- দিনহাটায় রাতে বোমাবাজির রিপোর্ট জমা পড়ল নির্বাচন কমিশনের কাছে । ভোট বন্ধের অভিযোগ এসেছিল । রিপোর্ট তলব করল কমিশন ।
09:16 October 30
- যেসব ইভিএম খারাপের অভিযোগ রয়েছে তা দ্রুত বদলানোর নির্দেশ নির্বাচন কমিশনের ।
09:15 October 30
- শান্তিপুরে 7/90 বুথে প্রিসাইডিং অফিসার আক্রান্ত হওয়ায় ভোটদান স্থগিত ।
09:14 October 30
- শান্তিপুরে সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 11.12 শতাংশ ৷
08:54 October 30
- জয়ন্ত নস্করের ভালোবাসার জন্য গোসাবা বিধানসভায় জয়যুক্ত হবে তৃণমূল ৷ ভোটদানের পর এমনই মন্তব্য প্রয়াত বিধায়কের স্ত্রী অনিতা নস্করের ৷
08:52 October 30
- সূর্যসেন স্কুলের বাইরে বুথের 100 মিটারের মধ্যে তৃণমূলের পোস্টার থাকার অভিযোগ উঠেছিল ৷ তৃণমূল কর্মীরা নিজেরাই সেই পোস্টার ছিঁড়ে দিলেন ৷
08:46 October 30
- নদিয়ার শান্তিপুরের 42/A বাবলা গোবিন্দপুর জুনিয়র বেসিক স্কুল ইভিএম মেশিনে খারাপ । দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন ভোটাররা । যদিও কমিশনের উদ্যোগে প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে নতুন করে ইভিএম মেশিন এনে আবার পরবর্তীকালে ভোটদান প্রক্রিয়া শুরু হয় ।
08:44 October 30
- ভোট দিলেন শান্তিপুরের বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস ৷ গোবিন্দপুর মাহিষ্য পাড়ার 41 নম্বর বুথে ভোট দেন তিনি ৷ ভোট দিয়ে বেরিয়ে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন তিনি ৷
08:43 October 30
- সূর্যসেন স্কুলের বাইরে 100 মিটারের মধ্যে শাসকদলের পোস্টার খুলিয়ে দিল নির্বাচন কমিশন ৷
08:42 October 30
- খড়দা সূর্যসেন হাইস্কুলে ভোট দিলেন প্রয়াত কাজল সিনহারর স্ত্রী নন্দিতা সিনহা ৷ ভোট দিতে এসে স্বামীর কথা ভেবে আবেগতাড়িত হয়ে পড়েন ৷
08:40 October 30
- যুগবেড়িয়াতে বিজেপি প্রার্থী জয় সাহাকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের ৷ মাস্ক না পরে প্রার্থী বুথে বুথে ঘুরছেন বলে অভিযোগ তৃণমূলের ৷
08:26 October 30
- দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ দিনহাটা হাইস্কুলের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৷
08:01 October 30
- বেলুন দিয়ে সাজানো হয়েছে শান্তিপুর কলেজের 114 এবং 117 নম্বর বুথ ৷ ভোটাধিকার প্রয়োগের সময় কমিশনের কী কী নিয়ম রয়েছে তা ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে ৷
07:49 October 30
- শান্তিপুর বিধানসভার গোবিন্দপুর মাহিষ্য পাড়ার 40 নম্বর বুথে ইভিএম বিকল । সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারলেন না কয়েকজন ভোটার । তবে ভোট কর্মীরা নতুন ইভিএম মেশিন নিয়ে আসার উদ্যোগ নিচ্ছেন ।
07:40 October 30
- খড়দায় ন'টি ইভিএম খারাপ ৷ অভিযোগ তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের । দ্রুত সেই ইভিএম পাল্টে ভোট শুরু করার আবেদন করেছেন তৃণমূল প্রার্থী ৷
07:38 October 30
- শান্তিপুরে প্রতিটি বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে । কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব ৷ সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী সাধারণ মানুষ । এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ।
07:17 October 30
- দিনহাটায় মোট বুথের সংখ্যা 417 টি । মোট ভোটার রয়েছে 2 লক্ষ 98 হাজার 80 জন । এরমধ্যে পুরুষ ভোটার 1 লক্ষ 53 হাজার 924 জন । মহিলা ভোটারের সংখ্যা 1 লক্ষ 44 হাজার 156 । অশীতিপর ভোটারের সংখ্যা 1171 জন । বিধানসভা কেন্দ্রের 102 টি বুথকে স্পর্শকাতর এবং 51টি বুথকে অতিস্পর্শকাতর ঘোষণা করা হয়েছে । নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে । এছাড়া 106 জন পুলিশ অফিসার সহ 903 জন পুলিশকর্মী রয়েছেন ।
07:06 October 30
- ঘড়ির কাঁটা সাতটার ঘর ছুঁতেই শুরু হয়ে গেল চারটি কেন্দ্রে ভোটগ্রহণ ৷
07:04 October 30
- শান্তিপুরের ভোটগ্রহণ শুরুর আগে ইভিএম মেশিন সেটিং করার কাজ শুরু হয় । নিরাপত্তা বাহিনীকে সামনে রেখে ইভিএম মেশিন খোলার কাজ শুরু করেছেন ভোটকর্মীরা । ভোটদান প্রক্রিয়া চলাকালীন যাতে কোনওরকম সমস্যা না হয় সেদিকে নজর রাখছেন ভোট কর্মীরা ।
06:56 October 30
- দিনহাটার বিভিন্ন বুথে পোলিং এজেন্টদের বসতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের ।
06:56 October 30
- বিধায়ক জয়ন্ত নস্করের মৃত্যুর কারণে গোসাবা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়েছে । এই কেন্দ্র তৃণমূলের প্রার্থী সুব্রত মণ্ডল । বিজেপির প্রার্থী পলাশ রানা ৷
06:56 October 30
- খড়দা বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণার আগেই কোভিডে মৃত্যু হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার । এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় । বিজেপির প্রার্থী জয় সাহা । বাম প্রার্থী দেবজ্যোতি দাস ।
06:55 October 30
- শান্তিপুর বিধানসভা কেন্দ্রেরও একই পরিস্থিতি ৷ সাংসদ পদে থাকতে আসনটি ছেড়ে দেন জয়ন্ত সরকার । তাই উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়েছে এই বিধানসভা কেন্দ্রে ৷ বিজেপির হয়ে লড়ছেন নিরঞ্জন বিশ্বাস ৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ।
06:55 October 30
- দিনহাটা বিধানসভা কেন্দ্রে নিশীথ প্রামাণিক জিতলেও সাংসদ পদ ধরে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি ৷ এই কেন্দ্রে এবার বিজেপির হয়ে লড়বেন অশোক মণ্ডল । তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ৷ এই কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী আবদুর রউফ ।
06:47 October 30
- সকাল সাতটা থেকে শুরু ভোটগ্রহণ ৷
06:07 October 30
- দিনহাটায় 27 কোম্পানি, শান্তিপুরে 2 কোম্পানি, গোসাবায় 23 কোম্পানি ও খড়দায় 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ প্রতিটি বুথে 4 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন ৷
17:43 October 30
শনিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হল ৷ কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর 24 পরগনার খড়দা এবং দক্ষিণ 24 পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয় ৷ করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা ছাড়াও নিরাপত্তায় ফাঁক রাখেনি নির্বাচন কমিশন ৷
বিকেল পাঁচটা অবধি মোট 71.48 শতাংশ ভোট পড়েছে চারটি কেন্দ্রে ৷ শান্তিপুরে 76.14 শতাংশ, গোসাবায় 75.91 শতাংশ, দিনহাটায় 69.97 শতাংশ এবং খড়দায় ভোট পড়েছে 63.90 শতাংশ ৷
15:34 October 30
উৎসবের আবহে বাংলায় ফের নির্বাচন ৷ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন ৷ কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর 24 পরগনার খড়দা এবং দক্ষিণ 24 পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে ৷ করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা ছাড়াও নিরাপত্তায় ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন ৷
বেলা তিনটে পর্যন্ত গোসাবায় 66.07 শতাংশ, শান্তিপুরে 64.18 শতাংশ, দিনহাটায় 61.52 শতাংশ এবং খড়দায় ভোট পড়েছে 52.37 শতাংশ ৷
15:17 October 30
ভোট দিলেন লাভলি মৈত্র ৷ পানশিলা সুভাষনগরের বেণীমাধব স্কুলের 99 নম্বর বুথে ভোট দেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক ৷
15:12 October 30
নদিয়া শান্তিপুরে বিজেপি কর্মীকে তালাবন্ধ করে রাখেন তাঁর মা ৷ অভিযোগ, শাসকদলের কর্মীরা তাঁকে হুমকি দিয়েছিলেন ৷ সই ঘটনায় নড়েচড়ে বসল নির্বাচন কমিশন । শান্তিপুর বিধানসভার বিশেষ বিশেষ বুথে পরিদর্শন করল কেন্দ্রীয় বাহিনী ৷ সাধারণ ভোটারদের সঙ্গে কথাও বলে তারা ৷
13:31 October 30
- খড়দা 209 ও 210 নম্বর বুথের সামনে ভুয়ো ভোটারের অভিযোগ উঠেছিল ৷ সেই অভিযোগ খারিজ করেছে কমিশন । কমিশনের তরফে বলা হচ্ছে, একটি জমায়েত হয়েছিল যা কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে সরিয়ে দেওয়া হয়েছে ৷
13:31 October 30
- দুপুর 1টা পর্যন্ত দিনহাটায় ভোটের হার 47.83 শতাংশ ৷ শান্তিপুর, খড়দা ও গোসাবায় যথাক্রমে 48.02, 36.70 ও 52.19 শতাংশ ভোট পড়েছে ৷
12:57 October 30
- বাড়িতে গিয়ে শাসকদলের প্রাণনাশের হুমকির অভিযোগ ৷ শান্তিপুর বিধানসভার বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 215 নম্বর বুথ ছেড়ে চলে এলেন বিজেপি এজেন্ট ৷ এজেন্টের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে ।
12:51 October 30
- সিপিআইএমের প্রাক্তন বিধায়ক তন্ময় দাসের উপর হামলার ঘটনায় ঘটনাস্থলে এলেন খড়দা থানার আইসি ও এসিপি ৷ কথা বললেন আক্রান্ত প্রাক্তন বিধায়ক ও সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাসের সঙ্গে ৷
12:51 October 30
- ঘোলা শশীভূষণ হাইস্কুলে উত্তেজনার পারদ চড়ছে ৷ ভোট কেন্দ্রের ভেতরে দুজন নকল ভোটারকে হাতেনাতে পাকড়াও করলেন বিজেপি প্রার্থী জয় সাহা ৷ দুই জাল ভোটার পালানোর চেষ্টা করলে বিজেপি প্রার্থী দৌড়ে গিয়ে আবার তাদের ধরে ফেলে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে ৷
12:22 October 30
- ধীরে সুস্থে চলছে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ সকাল 11টা পর্যন্ত ভোট পড়ল 29.63 শতাংশ ভোট ৷
11:41 October 30
সকাল 11টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়ল 28.73 শতাংশ ৷ শান্তিপুরে ভোটের হার 32.31 শতাংশ ৷ খড়দায় সকাল 11টা পর্যন্ত ভোটের হার 23.60 শতাংশ ৷ গোসাবা বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে 33.87 শতাংশ ৷
10:32 October 30
- খড়দার রহড়া পার্টি অফিসে আসার সময় আক্রান্ত উত্তর দমদমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য । পিছন থেকে তাঁর মাথা লক্ষ্য করে ইট ছোড়া হয় । পার্টি অফিসে তাঁর চিকিৎসা চলছে ।
10:29 October 30
- খড়দার কল্যাণগড় বিদ্যাপীঠের বুথে নির্বাচনী এজেন্টের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের নামের ব্যাচ পরা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসার অভিযোগ । কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিলেন শোভবদেব । তিনি বলেন, "প্রার্থীর নাম দিয়ে বুথে ব্যাচ পরতেই পারেন নির্বাচনী এজেন্ট । এরমধ্যে কোনও দোষ নেই ৷" এর পাশাপাশি ডবল ভ্যাকসিনের সার্টিফিকেট দেখাতে না-পারায় ভোটারদের কেন্দ্রীয় বাহিনী বুথে ভোট দিতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেছেন শোভনদেব চট্টোপাধ্যায় ।
10:02 October 30
- ভোটে জেতার ব্যাপারে একশো শতাংশ আশা প্রকাশ করলেন খড়দার তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় । তবে কত ভোটে জিতবেন তা নির্ভর করবে কত শতাংশ মানুষ ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন তার উপর ।
10:01 October 30
- স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথে বিজেপি এজেন্ট দিতে পারেনি ।
09:58 October 30
- সকাল 9টা পর্যন্ত দিনহাটা বিধানসভা কেন্দ্রে ভোট পড়ল 11.12 শতাংশ ৷ শান্তিপুরে ভোট পড়ল 15.40 শতাংশ ৷ খড়দায় 9টা পর্যন্ত ভোট পড়েছে 11.40 শতাংশ ৷ গোসাবায় ভোটের হার 10.37 শতাংশ ৷
09:49 October 30
- গোসাবার প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্করের স্ত্রী অনিতা নস্কর, ছেলে বাপ্পাদিত্য নস্কর ও ভাই অরবিন্দু নস্কর সকাল সকাল ভোট দিলেন । বাড়ির কাছেই হরিণখালি প্রাথমিক স্কুলে 22 নম্বর বুথে ভোট দেন তাঁরা ।
09:17 October 30
- দিনহাটায় রাতে বোমাবাজির রিপোর্ট জমা পড়ল নির্বাচন কমিশনের কাছে । ভোট বন্ধের অভিযোগ এসেছিল । রিপোর্ট তলব করল কমিশন ।
09:16 October 30
- যেসব ইভিএম খারাপের অভিযোগ রয়েছে তা দ্রুত বদলানোর নির্দেশ নির্বাচন কমিশনের ।
09:15 October 30
- শান্তিপুরে 7/90 বুথে প্রিসাইডিং অফিসার আক্রান্ত হওয়ায় ভোটদান স্থগিত ।
09:14 October 30
- শান্তিপুরে সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 11.12 শতাংশ ৷
08:54 October 30
- জয়ন্ত নস্করের ভালোবাসার জন্য গোসাবা বিধানসভায় জয়যুক্ত হবে তৃণমূল ৷ ভোটদানের পর এমনই মন্তব্য প্রয়াত বিধায়কের স্ত্রী অনিতা নস্করের ৷
08:52 October 30
- সূর্যসেন স্কুলের বাইরে বুথের 100 মিটারের মধ্যে তৃণমূলের পোস্টার থাকার অভিযোগ উঠেছিল ৷ তৃণমূল কর্মীরা নিজেরাই সেই পোস্টার ছিঁড়ে দিলেন ৷
08:46 October 30
- নদিয়ার শান্তিপুরের 42/A বাবলা গোবিন্দপুর জুনিয়র বেসিক স্কুল ইভিএম মেশিনে খারাপ । দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন ভোটাররা । যদিও কমিশনের উদ্যোগে প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে নতুন করে ইভিএম মেশিন এনে আবার পরবর্তীকালে ভোটদান প্রক্রিয়া শুরু হয় ।
08:44 October 30
- ভোট দিলেন শান্তিপুরের বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস ৷ গোবিন্দপুর মাহিষ্য পাড়ার 41 নম্বর বুথে ভোট দেন তিনি ৷ ভোট দিয়ে বেরিয়ে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন তিনি ৷
08:43 October 30
- সূর্যসেন স্কুলের বাইরে 100 মিটারের মধ্যে শাসকদলের পোস্টার খুলিয়ে দিল নির্বাচন কমিশন ৷
08:42 October 30
- খড়দা সূর্যসেন হাইস্কুলে ভোট দিলেন প্রয়াত কাজল সিনহারর স্ত্রী নন্দিতা সিনহা ৷ ভোট দিতে এসে স্বামীর কথা ভেবে আবেগতাড়িত হয়ে পড়েন ৷
08:40 October 30
- যুগবেড়িয়াতে বিজেপি প্রার্থী জয় সাহাকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের ৷ মাস্ক না পরে প্রার্থী বুথে বুথে ঘুরছেন বলে অভিযোগ তৃণমূলের ৷
08:26 October 30
- দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ দিনহাটা হাইস্কুলের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৷
08:01 October 30
- বেলুন দিয়ে সাজানো হয়েছে শান্তিপুর কলেজের 114 এবং 117 নম্বর বুথ ৷ ভোটাধিকার প্রয়োগের সময় কমিশনের কী কী নিয়ম রয়েছে তা ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে ৷
07:49 October 30
- শান্তিপুর বিধানসভার গোবিন্দপুর মাহিষ্য পাড়ার 40 নম্বর বুথে ইভিএম বিকল । সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারলেন না কয়েকজন ভোটার । তবে ভোট কর্মীরা নতুন ইভিএম মেশিন নিয়ে আসার উদ্যোগ নিচ্ছেন ।
07:40 October 30
- খড়দায় ন'টি ইভিএম খারাপ ৷ অভিযোগ তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের । দ্রুত সেই ইভিএম পাল্টে ভোট শুরু করার আবেদন করেছেন তৃণমূল প্রার্থী ৷
07:38 October 30
- শান্তিপুরে প্রতিটি বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে । কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব ৷ সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী সাধারণ মানুষ । এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ।
07:17 October 30
- দিনহাটায় মোট বুথের সংখ্যা 417 টি । মোট ভোটার রয়েছে 2 লক্ষ 98 হাজার 80 জন । এরমধ্যে পুরুষ ভোটার 1 লক্ষ 53 হাজার 924 জন । মহিলা ভোটারের সংখ্যা 1 লক্ষ 44 হাজার 156 । অশীতিপর ভোটারের সংখ্যা 1171 জন । বিধানসভা কেন্দ্রের 102 টি বুথকে স্পর্শকাতর এবং 51টি বুথকে অতিস্পর্শকাতর ঘোষণা করা হয়েছে । নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে । এছাড়া 106 জন পুলিশ অফিসার সহ 903 জন পুলিশকর্মী রয়েছেন ।
07:06 October 30
- ঘড়ির কাঁটা সাতটার ঘর ছুঁতেই শুরু হয়ে গেল চারটি কেন্দ্রে ভোটগ্রহণ ৷
07:04 October 30
- শান্তিপুরের ভোটগ্রহণ শুরুর আগে ইভিএম মেশিন সেটিং করার কাজ শুরু হয় । নিরাপত্তা বাহিনীকে সামনে রেখে ইভিএম মেশিন খোলার কাজ শুরু করেছেন ভোটকর্মীরা । ভোটদান প্রক্রিয়া চলাকালীন যাতে কোনওরকম সমস্যা না হয় সেদিকে নজর রাখছেন ভোট কর্মীরা ।
06:56 October 30
- দিনহাটার বিভিন্ন বুথে পোলিং এজেন্টদের বসতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের ।
06:56 October 30
- বিধায়ক জয়ন্ত নস্করের মৃত্যুর কারণে গোসাবা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়েছে । এই কেন্দ্র তৃণমূলের প্রার্থী সুব্রত মণ্ডল । বিজেপির প্রার্থী পলাশ রানা ৷
06:56 October 30
- খড়দা বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণার আগেই কোভিডে মৃত্যু হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার । এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় । বিজেপির প্রার্থী জয় সাহা । বাম প্রার্থী দেবজ্যোতি দাস ।
06:55 October 30
- শান্তিপুর বিধানসভা কেন্দ্রেরও একই পরিস্থিতি ৷ সাংসদ পদে থাকতে আসনটি ছেড়ে দেন জয়ন্ত সরকার । তাই উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়েছে এই বিধানসভা কেন্দ্রে ৷ বিজেপির হয়ে লড়ছেন নিরঞ্জন বিশ্বাস ৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ।
06:55 October 30
- দিনহাটা বিধানসভা কেন্দ্রে নিশীথ প্রামাণিক জিতলেও সাংসদ পদ ধরে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি ৷ এই কেন্দ্রে এবার বিজেপির হয়ে লড়বেন অশোক মণ্ডল । তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ৷ এই কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী আবদুর রউফ ।
06:47 October 30
- সকাল সাতটা থেকে শুরু ভোটগ্রহণ ৷
06:07 October 30
- দিনহাটায় 27 কোম্পানি, শান্তিপুরে 2 কোম্পানি, গোসাবায় 23 কোম্পানি ও খড়দায় 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ প্রতিটি বুথে 4 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন ৷