ETV Bharat / state

Businessman Detained: একাধিক গাছ কাটার অভিযোগে আটক কলকাতার ওষুধ ব্যবসায়ী

বনসৃজন উৎসবে লাগানো সরকারি গাছ কেটে বিপাকে ওষুধ ব্যবসায়ী ৷ কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে আটক অভিযুক্ত ৷ দক্ষিণ কলকাতার যাদবপুর সেন্ট্রাল রোড এলাকার ঘটনা ৷

ETV Bharat
ওযুধ ব্যবসায়ীর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ
author img

By

Published : Jun 26, 2023, 10:11 PM IST

কলকাতা, 26 জুন: পরিবেশ বাঁচাতে শহর জুড়ে 1 কোটি গাছ লাগানোর পরিল্পনা গ্রহণ করেছে কলকাতা পৌরনিগম ৷ তার মধ্যেই তিনটি গাছ কেটে ফেলার অভিযোগ ওষুধ ব্যবসায়ী মহেন্দ্র প্রসাদের বিরুদ্ধে ৷ রবিবার অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷ দক্ষিণ কলকাতার যাদবপুর সেন্ট্রাল রোডের ঘটনা ৷

একসময় বনসৃজন উৎসবের মাধ্যমে এই সমস্ত দেবদারু গাছ লাগিয়েছিল কলকাতা পৌরনিগম । তার সামনে ওষুধের দোকান ব্যবসায়ী মহেন্দ্র প্রসাদের । বড় দেবদারু গাছের কারণে ওষুধের দোকানে গ্লো-সাইন বোর্ড অনেকটাই ঢাকা পড়ে গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, জেরার মুখে মহেন্দ্র প্রসাদ জানিয়েছেন, গ্লো-সাইন বোর্ড দেখা যাচ্ছিল না ৷ তাই গাছগুলি রবিবার ভোর তিনি কেটে ফেলেন ৷

এই প্রসঙ্গেই স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস জানান, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশ দিয়েছেন কেউ গাছ কাটলে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে । সেই নির্দেশ মেনেই বনদফতরকে জানিয়েছেন তিনি ৷ বিষয়টাই এখন বনদফতরের হতে বলে দাবি কাউন্সিলর মৌসুমি দাসের । সেই মতোই তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে ৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই ব্যক্তিকে আটক করে ৷

তিনি আরও উল্লেখ করেন, বিগত কয়েক বছরে আয়লা, আমফান, বুলবুল-সহ ঘূর্ণিঝড়ের মতো একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের সন্মুখীন হয়েছে শহর । ঝড়ে উপড়ে গিয়েছে অসংখ্য গাছ । তার উপর চলছে যথেচ্ছভাবে গাছ কাটা ৷ গাছ কমার ফলে বেড়ে গিয়েছে শহরের গড় তাপমাত্রা । সেই পরিস্থিতিতে একমাত্র উপায় বৃক্ষ রোপন ৷ অথচ গাছ লাগানোর জায়গা পাওয়া যাচ্ছে না ৷ তাই গাছ লাগানোর জায়গা পেতে কাঠখড় পোড়াতে হচ্ছে । পরিবেশ বাঁচাতে উঠে পড়ে লেগেছে পৌরনিগম ৷

আরও পড়ুন: আরও সবুজ হবে শহর, 3 বছরে তিলোত্তমায় 1 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা

এদিকে গাছ কাটার ঘটনা মেয়রের কানে যেতেই ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । তাঁর কথায়, "এতবার করে বলছি । তবু এরা বুঝতে পারছে না । পরবর্তী প্রজন্ম যখন সিওপিডি-তে ফুসফুস ঝাঁঝরা হয়ে যাবে তখন বুঝবে । গাছ কাটা আর মানুষ খুন করা দু’টোই সমান । যে গাছ কাটবে দ্রুত তাঁর নামে এফআইআর করতে হবে ।"

উল্লেখ্য, বন দফতরের আইন অনুযায়ী, বনাঞ্চল নয় এমন এলাকায় গাছ কাটতে হলে অনুমতি বাধ্যতামূলক । ওই ব্যক্তি তা নেননি। চাইলেই কোনও গাছ কাটা যাবে না। স্থানীয়দের সম্মতির পাশাপাশি এখন গ্রামাঞ্চলে বিডিও অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি, শহরাঞ্চলে কাউন্সিলরের অনুমতি নিয়ে আবেদন করতে হয় । অভিযুক্ত ওষুধ বিক্রেতা সেসব কিছুই তোয়াক্কা না-করেই গাছ কেটেছেন ৷ যা এক প্রকার অপরাধ ৷

আরও পডু়ন: গাছ লাগানোর জায়গা চাই, সেনা থেকে বন্দর ও হাওড়া কর্পোরেশনকে বৈঠকে ডাক মন্ত্রীর

কলকাতা, 26 জুন: পরিবেশ বাঁচাতে শহর জুড়ে 1 কোটি গাছ লাগানোর পরিল্পনা গ্রহণ করেছে কলকাতা পৌরনিগম ৷ তার মধ্যেই তিনটি গাছ কেটে ফেলার অভিযোগ ওষুধ ব্যবসায়ী মহেন্দ্র প্রসাদের বিরুদ্ধে ৷ রবিবার অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷ দক্ষিণ কলকাতার যাদবপুর সেন্ট্রাল রোডের ঘটনা ৷

একসময় বনসৃজন উৎসবের মাধ্যমে এই সমস্ত দেবদারু গাছ লাগিয়েছিল কলকাতা পৌরনিগম । তার সামনে ওষুধের দোকান ব্যবসায়ী মহেন্দ্র প্রসাদের । বড় দেবদারু গাছের কারণে ওষুধের দোকানে গ্লো-সাইন বোর্ড অনেকটাই ঢাকা পড়ে গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, জেরার মুখে মহেন্দ্র প্রসাদ জানিয়েছেন, গ্লো-সাইন বোর্ড দেখা যাচ্ছিল না ৷ তাই গাছগুলি রবিবার ভোর তিনি কেটে ফেলেন ৷

এই প্রসঙ্গেই স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস জানান, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশ দিয়েছেন কেউ গাছ কাটলে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে । সেই নির্দেশ মেনেই বনদফতরকে জানিয়েছেন তিনি ৷ বিষয়টাই এখন বনদফতরের হতে বলে দাবি কাউন্সিলর মৌসুমি দাসের । সেই মতোই তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে ৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই ব্যক্তিকে আটক করে ৷

তিনি আরও উল্লেখ করেন, বিগত কয়েক বছরে আয়লা, আমফান, বুলবুল-সহ ঘূর্ণিঝড়ের মতো একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের সন্মুখীন হয়েছে শহর । ঝড়ে উপড়ে গিয়েছে অসংখ্য গাছ । তার উপর চলছে যথেচ্ছভাবে গাছ কাটা ৷ গাছ কমার ফলে বেড়ে গিয়েছে শহরের গড় তাপমাত্রা । সেই পরিস্থিতিতে একমাত্র উপায় বৃক্ষ রোপন ৷ অথচ গাছ লাগানোর জায়গা পাওয়া যাচ্ছে না ৷ তাই গাছ লাগানোর জায়গা পেতে কাঠখড় পোড়াতে হচ্ছে । পরিবেশ বাঁচাতে উঠে পড়ে লেগেছে পৌরনিগম ৷

আরও পড়ুন: আরও সবুজ হবে শহর, 3 বছরে তিলোত্তমায় 1 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা

এদিকে গাছ কাটার ঘটনা মেয়রের কানে যেতেই ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । তাঁর কথায়, "এতবার করে বলছি । তবু এরা বুঝতে পারছে না । পরবর্তী প্রজন্ম যখন সিওপিডি-তে ফুসফুস ঝাঁঝরা হয়ে যাবে তখন বুঝবে । গাছ কাটা আর মানুষ খুন করা দু’টোই সমান । যে গাছ কাটবে দ্রুত তাঁর নামে এফআইআর করতে হবে ।"

উল্লেখ্য, বন দফতরের আইন অনুযায়ী, বনাঞ্চল নয় এমন এলাকায় গাছ কাটতে হলে অনুমতি বাধ্যতামূলক । ওই ব্যক্তি তা নেননি। চাইলেই কোনও গাছ কাটা যাবে না। স্থানীয়দের সম্মতির পাশাপাশি এখন গ্রামাঞ্চলে বিডিও অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি, শহরাঞ্চলে কাউন্সিলরের অনুমতি নিয়ে আবেদন করতে হয় । অভিযুক্ত ওষুধ বিক্রেতা সেসব কিছুই তোয়াক্কা না-করেই গাছ কেটেছেন ৷ যা এক প্রকার অপরাধ ৷

আরও পডু়ন: গাছ লাগানোর জায়গা চাই, সেনা থেকে বন্দর ও হাওড়া কর্পোরেশনকে বৈঠকে ডাক মন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.