ETV Bharat / state

KMC Election 2021: বকেয়া টাকা না-পেলে কলকাতা পৌর নির্বাচনে বাস দেবেন না মালিকরা - কলকাতা পৌর নির্বাচন 2021

এখনও মেলেনি আগের নির্বাচনের বকেয়া টাকা (pending money of bus owners) ৷ তাই আসন্ন পৌর নির্বাচনে বাস দেওয়া সম্ভব নয়, সাফ জানালেন বেসরকারি বাস মালিকরা (Bus owners demand before KMC Election 2021) ৷

bus-owners-union-demands-pending-money-of-2019-loksabha-election-before-kmc-election-2021
বকেয়া টাকা না-পেলে কলকাতা পৌর নির্বাচনে বাস দেবেন না মালিকরা
author img

By

Published : Dec 2, 2021, 10:03 AM IST

কলকাতা, 2 ডিসেম্বর : দেখতে দেখতে এসে গেল আরও একটি পৌর নির্বাচন । কিন্তু গত পৌর নির্বাচন-সহ বিধানসভা নির্বাচনের বকেয়া টাকা (pending money of bus owners) এখনও মেলেনি বেসরকারি বাস ও মিনিবাস মালিকদের । তাই বকেয়া টাকা না মেটালে আসন্ন কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) আর বাস দেওয়া সম্ভব হবে না বলে সাফ জানিয়ে দিল বাস মালিক পক্ষ (Bus owners demand before KMC Election 2021)। বিস্তারিত জানিয়ে সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনার জেলাশাসকের দফতরে চিঠি পাঠানো হয়েছে ।

বকেয়া টাকার দাবি সহ আরও বেশ কয়েক দফা দাবিদাওয়া নিয়ে বুধবার নিজেদের মধ্যে বৈঠকে বসে বেসরকারি বাস, মিনিবাস ও কন্ট্রাক্ট ক্যারেজ সংগঠন ৷ মিনি বাস অপারেটার্স কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক স্বপন ঘোষ বলেন, "গত লোকসভা ও বিধানসভা নির্বাচনের টাকা এখনও মেটানো হয়নি । 2019 এ লোকসভা নির্বাচনের (2019 Loksabha election) দু'বছর হয়ে গেল, এখনও সেই টাকা আমরা পাইনি । লকডাউনে সময় আমাদের আয়-উপার্জন বন্ধ ছিল এবং চরম আর্থিক অনটনের মধ্যে আমাদের দিন কাটছিল ৷ তখন বহুবার লিখিত ভাবে জানানো সত্ত্বেও আমাদের সেই টাকা মেটানো হয়নি । তখন যদি বকেয়া টাকা হাতে পেতাম তাহলে অনেকটাই সাহায্য হত ।"

আরও পড়ুন: KMC Election 2021 : বিধানসভা নির্বাচন থেকে শিক্ষা বিজেপির, পুরভোটে প্রচারের মুখ বাংলার নেতারাই

তাঁর কথায়, "লোকসভা নির্বাচনের বেশ কিছু বকেয়া রয়েছে এবং বিধানসভা নির্বাচনের প্রায় 50 শতাংশ টাকা বাকি রয়েছে । তাই আমাদের দাবি যে, এই টাকা ফেরত না পাওয়া পর্যন্ত এবং আসন্ন পৌরসভা নির্বাচনের টাকা 100 শতাংশ অগ্রিম না পাওয়া পর্যন্ত নির্বাচনের কাজের জন্য আমাদের পক্ষে বাস-মিনিবাস দেওয়া সম্ভব হবে না ।" এ ছাড়াও তাঁদের অন্যান্য দাবিগুলো হল, সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে, আসন্ন পৌরসভা নির্বাচনে বাস নেওয়ার জন্য 100 শতাংশ টাকা অগ্রিম দিতে হবে এবং জ্বালানির খরচ দেখিয়ে বিল থেকে অনৈতিক ভাবে টাকা কাটা যাবে না ।

আরও পড়ুন: KMC Election 2021 : তৃণমূলে গোষ্ঠীকোন্দল, নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ তনিমা-রতনের

ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপেরটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিমাদ্রি গঙ্গোপাধ্যায় বলেছেন, "আগেরবার আমরা বাস দিয়েছিলাম । তবে কোনও মালিকই এখনও পুরো টাকা ফেরত পাননি । এমনিতেই তেলের যা দাম, তার সঙ্গে কর্মীদের রোজের টাকা দিয়ে বাস নির্বাচনের কাজে দিতে হলে মালিকদের নিজেদের পকেট থেকে টাকা দিতে হবে । এই পরিস্থিতিতে তা আর সম্ভব নয় । তাই এবার নির্বাচনের কাজের জন্য বাস নেওয়ার আগে বকেয়া মেটাতে হবে । নাহলে আসন্ন পৌর নির্বাচনে আমরা বাস দিতে অপারগ । প্রায় 70 শতাংশ মালিকেরই প্রায় 55 শতাংশ টাকা বাকি রয়ে গিয়েছে ।"

আরও পড়ুন : KMC Election 2021 : কলকাতার ভোটে চমকহীন প্রার্থী তালিকায় ’বিশ্বাসযোগ্যরাই’ ভরসা বিজেপির

কলকাতা, 2 ডিসেম্বর : দেখতে দেখতে এসে গেল আরও একটি পৌর নির্বাচন । কিন্তু গত পৌর নির্বাচন-সহ বিধানসভা নির্বাচনের বকেয়া টাকা (pending money of bus owners) এখনও মেলেনি বেসরকারি বাস ও মিনিবাস মালিকদের । তাই বকেয়া টাকা না মেটালে আসন্ন কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) আর বাস দেওয়া সম্ভব হবে না বলে সাফ জানিয়ে দিল বাস মালিক পক্ষ (Bus owners demand before KMC Election 2021)। বিস্তারিত জানিয়ে সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনার জেলাশাসকের দফতরে চিঠি পাঠানো হয়েছে ।

বকেয়া টাকার দাবি সহ আরও বেশ কয়েক দফা দাবিদাওয়া নিয়ে বুধবার নিজেদের মধ্যে বৈঠকে বসে বেসরকারি বাস, মিনিবাস ও কন্ট্রাক্ট ক্যারেজ সংগঠন ৷ মিনি বাস অপারেটার্স কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক স্বপন ঘোষ বলেন, "গত লোকসভা ও বিধানসভা নির্বাচনের টাকা এখনও মেটানো হয়নি । 2019 এ লোকসভা নির্বাচনের (2019 Loksabha election) দু'বছর হয়ে গেল, এখনও সেই টাকা আমরা পাইনি । লকডাউনে সময় আমাদের আয়-উপার্জন বন্ধ ছিল এবং চরম আর্থিক অনটনের মধ্যে আমাদের দিন কাটছিল ৷ তখন বহুবার লিখিত ভাবে জানানো সত্ত্বেও আমাদের সেই টাকা মেটানো হয়নি । তখন যদি বকেয়া টাকা হাতে পেতাম তাহলে অনেকটাই সাহায্য হত ।"

আরও পড়ুন: KMC Election 2021 : বিধানসভা নির্বাচন থেকে শিক্ষা বিজেপির, পুরভোটে প্রচারের মুখ বাংলার নেতারাই

তাঁর কথায়, "লোকসভা নির্বাচনের বেশ কিছু বকেয়া রয়েছে এবং বিধানসভা নির্বাচনের প্রায় 50 শতাংশ টাকা বাকি রয়েছে । তাই আমাদের দাবি যে, এই টাকা ফেরত না পাওয়া পর্যন্ত এবং আসন্ন পৌরসভা নির্বাচনের টাকা 100 শতাংশ অগ্রিম না পাওয়া পর্যন্ত নির্বাচনের কাজের জন্য আমাদের পক্ষে বাস-মিনিবাস দেওয়া সম্ভব হবে না ।" এ ছাড়াও তাঁদের অন্যান্য দাবিগুলো হল, সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে, আসন্ন পৌরসভা নির্বাচনে বাস নেওয়ার জন্য 100 শতাংশ টাকা অগ্রিম দিতে হবে এবং জ্বালানির খরচ দেখিয়ে বিল থেকে অনৈতিক ভাবে টাকা কাটা যাবে না ।

আরও পড়ুন: KMC Election 2021 : তৃণমূলে গোষ্ঠীকোন্দল, নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ তনিমা-রতনের

ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপেরটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিমাদ্রি গঙ্গোপাধ্যায় বলেছেন, "আগেরবার আমরা বাস দিয়েছিলাম । তবে কোনও মালিকই এখনও পুরো টাকা ফেরত পাননি । এমনিতেই তেলের যা দাম, তার সঙ্গে কর্মীদের রোজের টাকা দিয়ে বাস নির্বাচনের কাজে দিতে হলে মালিকদের নিজেদের পকেট থেকে টাকা দিতে হবে । এই পরিস্থিতিতে তা আর সম্ভব নয় । তাই এবার নির্বাচনের কাজের জন্য বাস নেওয়ার আগে বকেয়া মেটাতে হবে । নাহলে আসন্ন পৌর নির্বাচনে আমরা বাস দিতে অপারগ । প্রায় 70 শতাংশ মালিকেরই প্রায় 55 শতাংশ টাকা বাকি রয়ে গিয়েছে ।"

আরও পড়ুন : KMC Election 2021 : কলকাতার ভোটে চমকহীন প্রার্থী তালিকায় ’বিশ্বাসযোগ্যরাই’ ভরসা বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.