ETV Bharat / state

Bus accident : ডিভাইডারে ধাক্কা, ফের বাস দুর্ঘটনা শহরে

author img

By

Published : Aug 11, 2021, 9:48 PM IST

গতকাল এক পথচারী মারা গিয়েছেন বাস দুর্ঘটনায় ৷ আজ ফের ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনা ঘটল ৷

দুমড়ে গিয়েছে বাসের সামনের অংশ
দুমড়ে গিয়েছে বাসের সামনের অংশ

কলকাতা, 11 অগস্ট : ফের বাস দুর্ঘটনা শহরে । পিছন থেকে আসা বাসকে ওভারটেক করে এগিয়ে যাওয়ার চেষ্টায় ডিভাইডারে সজোরে ধাক্কা মারে বাসটি ৷ প্রাণহানির ঘটনা না ঘটলেও, বাসে থাকা যাত্রীদের অনেকেই আহত হয়েছেন ৷

পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে 12টা নাগাদ পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল কেবি-21 রুটের একটি বাস । প্রগতী ময়দান থানা এলাকায় বাইপাসের ধারে পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে বাসটি । দুর্ঘটনায় বাসের সামনের দিকের কাচ ভেঙে যায় । বাসের সামনের দিকটি একেবারে দুমড়েমুচড়ে যায় । ঘটনাস্থলে আসে প্রগতী ময়দান থানার পুলিশ । দুর্ঘটনার পর বাসের চালক ও কন্ডাকটর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় । বাস মালিকের খোঁজ চলছে ৷

আরও পড়ুন : Himachal landslide : হিমাচলে বিরাট ধস, মৃত 10

দুর্ঘটনায় বাসের একাধিক যাত্রী আহত হয়েছেন । রক্তাক্ত অবস্থায় তাঁদের চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

গতকালও হেস্টিংস থানা এলাকায় বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) সাঁতরাগাছি-নিউটাউন রুটের একটি বাস পথচারীকে পিষে দেয় ৷ ঘটনাস্থলে ওই পথচারীর মৃত্যু হয় ৷ বাস কন্ডাকটর ও বাস চালককে গ্রেফতার করা হয়েছে ৷

কলকাতা, 11 অগস্ট : ফের বাস দুর্ঘটনা শহরে । পিছন থেকে আসা বাসকে ওভারটেক করে এগিয়ে যাওয়ার চেষ্টায় ডিভাইডারে সজোরে ধাক্কা মারে বাসটি ৷ প্রাণহানির ঘটনা না ঘটলেও, বাসে থাকা যাত্রীদের অনেকেই আহত হয়েছেন ৷

পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে 12টা নাগাদ পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল কেবি-21 রুটের একটি বাস । প্রগতী ময়দান থানা এলাকায় বাইপাসের ধারে পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে বাসটি । দুর্ঘটনায় বাসের সামনের দিকের কাচ ভেঙে যায় । বাসের সামনের দিকটি একেবারে দুমড়েমুচড়ে যায় । ঘটনাস্থলে আসে প্রগতী ময়দান থানার পুলিশ । দুর্ঘটনার পর বাসের চালক ও কন্ডাকটর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় । বাস মালিকের খোঁজ চলছে ৷

আরও পড়ুন : Himachal landslide : হিমাচলে বিরাট ধস, মৃত 10

দুর্ঘটনায় বাসের একাধিক যাত্রী আহত হয়েছেন । রক্তাক্ত অবস্থায় তাঁদের চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

গতকালও হেস্টিংস থানা এলাকায় বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) সাঁতরাগাছি-নিউটাউন রুটের একটি বাস পথচারীকে পিষে দেয় ৷ ঘটনাস্থলে ওই পথচারীর মৃত্যু হয় ৷ বাস কন্ডাকটর ও বাস চালককে গ্রেফতার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.