কলকাতা, 10 অগাস্ট : সপ্তাহের প্রথম দিনের শুরুতে কলকাতার বাস দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন 2 জন । আহতদের আর জি কর হাসপাতালে চিকিৎসা চলছে । চিৎপুর থানা এলাকার লক গেট ব্রিজে দুর্ঘটনাটি ঘটে ।
জানা গেছে, রাজ্য পরিবহন নিগমের সি-45 রুটের বাসটি হাওড়া থেকে ঘোলার দিকে যাচ্ছিল । অভিযোগ, রাস্তা ফাঁকা থাকায় চালক দ্রুত গতিতে বাস চালাচ্ছিল । লকগেট ব্রিজে ওঠার মুখে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইট বারে ধাক্কা মারে । তাতে বাসের সামনের কাচ ভেঙে যায় । বাসের দুই যাত্রী আহত হন ৷ তাঁরা হলেন 52 বছরের সুনীল কুমার দাস ও 32 বছরের শম্পা মজুমদার । আহত দুজন যথাক্রমে হাওড়ার হাঁসখালি ও উমেশ দত্ত লেনের বাসিন্দা । খবর পেয়ে দুর্ঘটনাস্থানে চিৎপুর থানার পুলিশ আসে । পুলিশ ও স্থানীয়দের উদ্যোগে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের ।
পুলিশ বাসটিকে বাজেয়াপ্ত করেছে । বাসের ড্রাইভারকে আটক করা হয়েছে । পথ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ লকগেট ব্রিজে যানজটের সৃষ্টি হয় । ট্র্যাফিক পুলিশের তৎপরতায় আপাতত যানচলাচল স্বাভাবিক হয়েছে ।