ETV Bharat / state

Buddhadeb Bhattacharya's Wife: হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী, হঠাৎ কী হল তাঁর ? - Mira Bhattacharya

বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্য হাসপাতালে ভর্তি ৷ পেসমেকারের ব্যাটারি বদলাতে অস্ত্রোপচার করা হয়েছে তাঁর ৷

ETV Bharat
বুদ্ধদেব ও মীরা ভট্টাচার্য
author img

By

Published : Jun 14, 2023, 6:03 PM IST

কলকাতা, 14 জুন: হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য । এখন তাঁর বয়স 73 বছর । বুধবার নিউ আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । তবে ভয়ের কিছু নেই ৷ পেসমেকারের ব্যাটারি বদল করার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ । তাঁর এই অস্ত্রোপচার করেছেন চিকিৎসক দীপঙ্কর মুখোপাধ্যায়, উদয়নারায়ণ মুখোপাধ্যায় ও সুবীর সেন । বর্তমানে স্থিতিশীল রয়েছেন মীরা দেবী ।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজেও খুবই অসুস্থ । তবে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি । বর্তমানে তাঁর বয়স 79 বছর । অন্যদিকে, তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যেরও হার্টের সমস্যা রয়েছে । প্রায় দু'বছর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী । প্রথমে বাড়িতে চিকিৎসা করা হলেও পরবর্তীকালে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল মীরা দেবীকে । কিছুদিন পর তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । কিন্তু বাড়ি গিয়ে ফের প্যানিক অ্যাটাক হয় মীরা দেবীর । তখন আবারও নিউ আলিপুরের এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর পত্নী ।

প্রসঙ্গত, আমাদের হৃদপিণ্ড সংকুচিত এবং প্রসারিত হয়ে সারা শরীরে রক্ত সরবরাহ করে চলে । হৃদপিণ্ডের এই সংকোচন এবং প্রসারণের জন্য প্রয়োজন তড়িৎ বা ইলেকট্রিসিটি । প্রাকৃতিকভাবে হৃদপিণ্ডের মধ্যে বর্তমান বিভিন্ন নোডগুলি (এসএ নোড, এ ভি নোড ইত্যাদি) এই তড়িৎ স্পন্দন বা ইলেকট্রিক ইমপালস উৎপন্ন করে । কিন্তু যখন কোনও কারণে এই নোডগুলি ঠিকভাবে কাজ করতে পারে না তখন কৃত্রিমভাবে ইলেকট্রিক উৎপাদন করতে পেসমেকারের প্রয়োজন পড়ে । তবে সেই পেসমেকারের ব্যাটারিগুলির সময় অনুযায়ী বদলের প্রয়োজন হয় । নাহলে পাম্পিং বন্ধ হয়ে অ্যাটাকের সম্ভাবনা থেকে যায় । এই পেসমেকারের ব্যাটারি বদলের জন্যই মীরাদেবী হাসপাতালে ভর্তি হয়েছেন ৷

আরও পড়ুন : বুদ্ধদেবের খোঁজ নিতে মীরা ভট্টাচার্যকে ফোন মুখ্যমন্ত্রীর

কলকাতা, 14 জুন: হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য । এখন তাঁর বয়স 73 বছর । বুধবার নিউ আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । তবে ভয়ের কিছু নেই ৷ পেসমেকারের ব্যাটারি বদল করার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ । তাঁর এই অস্ত্রোপচার করেছেন চিকিৎসক দীপঙ্কর মুখোপাধ্যায়, উদয়নারায়ণ মুখোপাধ্যায় ও সুবীর সেন । বর্তমানে স্থিতিশীল রয়েছেন মীরা দেবী ।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজেও খুবই অসুস্থ । তবে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি । বর্তমানে তাঁর বয়স 79 বছর । অন্যদিকে, তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যেরও হার্টের সমস্যা রয়েছে । প্রায় দু'বছর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী । প্রথমে বাড়িতে চিকিৎসা করা হলেও পরবর্তীকালে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল মীরা দেবীকে । কিছুদিন পর তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । কিন্তু বাড়ি গিয়ে ফের প্যানিক অ্যাটাক হয় মীরা দেবীর । তখন আবারও নিউ আলিপুরের এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর পত্নী ।

প্রসঙ্গত, আমাদের হৃদপিণ্ড সংকুচিত এবং প্রসারিত হয়ে সারা শরীরে রক্ত সরবরাহ করে চলে । হৃদপিণ্ডের এই সংকোচন এবং প্রসারণের জন্য প্রয়োজন তড়িৎ বা ইলেকট্রিসিটি । প্রাকৃতিকভাবে হৃদপিণ্ডের মধ্যে বর্তমান বিভিন্ন নোডগুলি (এসএ নোড, এ ভি নোড ইত্যাদি) এই তড়িৎ স্পন্দন বা ইলেকট্রিক ইমপালস উৎপন্ন করে । কিন্তু যখন কোনও কারণে এই নোডগুলি ঠিকভাবে কাজ করতে পারে না তখন কৃত্রিমভাবে ইলেকট্রিক উৎপাদন করতে পেসমেকারের প্রয়োজন পড়ে । তবে সেই পেসমেকারের ব্যাটারিগুলির সময় অনুযায়ী বদলের প্রয়োজন হয় । নাহলে পাম্পিং বন্ধ হয়ে অ্যাটাকের সম্ভাবনা থেকে যায় । এই পেসমেকারের ব্যাটারি বদলের জন্যই মীরাদেবী হাসপাতালে ভর্তি হয়েছেন ৷

আরও পড়ুন : বুদ্ধদেবের খোঁজ নিতে মীরা ভট্টাচার্যকে ফোন মুখ্যমন্ত্রীর

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.