কলকাতা, 14 ডিসেম্বর : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে । গতকাল রাতে তাঁর ভালো ঘুম হয়েছে । ফিজিওথেরাপিসহ বিভিন্ন ওষুধ চলছে ৷ শরীরের বিভিন্ন প্যারামিটার স্বাভাবিকের মধ্যে রয়েছে । গতকাল তিনি ফল খেয়েছেন । খবরের কাগজের হেডলাইন পড়ে তাঁকে শোনানো হয়েছে । প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে আজ সকালে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমনই জানানো হয়েছে ।
আরও পড়ুন : বই লেখা দ্রুত শেষ করতে চান, রবিবার খিচুড়িও খেলেন বুদ্ধদেব ভট্টাচার্য
আরও পড়ুন :বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি
9 ডিসেম্বর, বুধবার দুপুর থেকে দক্ষিণ কলকাতার আলিপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর । শেষ খবর পাওয়া পর্যন্ত, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে । যে কারণে আগামী মঙ্গলবার হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আরও পড়ুন :মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টের বাইরে আনা হল বুদ্ধদেবকে, রাখা হয়েছে বাইপ্যাপে
আরও পড়ুন:দুপুরে ব্ল্যাক টি খেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, রাতে চাইলেন সুপ
যদিও এখনও পর্যন্ত তাঁর রাইলস টিউব খোলা হয়নি । দলীয় মুখপত্র ছাড়াও অন্য আর যে সব খবরের কাগজ তিনি প্রতিদিন দেখেন, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সেইসবের ব্যবস্থা করা হয়েছে । চোখের সমস্যার কারণে শুধুমাত্র খবরের কাগজের হেডলাইন পড়তে পারেন বুদ্ধদেববাবু । তবে, খবর তাঁকে পড়ে শোনান তাঁর দীর্ঘ বছরের বন্ধু তপনবাবু ।