কলকাতা, ১৩ ডিসেম্বর : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা আগের তুলনায় আরও উন্নতি হয়েছে । রবিবার সকালে তাঁর নজ়াল ক্যানুলা অক্সিজেনের ট্রায়াল হয়েছে । এদিকে, আজ তাঁর ইউরিনারি ক্যাথেটার খুলে দেওয়া হবে । তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটার নিয়ন্ত্রণে রয়েছে । আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমনই জানানো হয়েছে ।
আরও পড়ুন :চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য
আরও পড়ুন :চিকিৎসায় সাড়া দিলেও এখনও সংকটে বুদ্ধদেব
৯ ডিসেম্বর দুপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আলিপুরে অবস্থিত বেসরকারি এই হাসপাতালে ভরতি করানো হয়েছে । তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আজ সকালে বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে বুদ্ধদেববাবুকে নন-ইনভেসিভ ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয়েছিল । আজ সকালে তাঁর নজ়াল ক্যানুলা অক্সিজেনের ট্রায়াল হয়েছে । তিনি কথা বলছেন, সচেতন রয়েছেন । তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটার নিয়ন্ত্রণে রয়েছে । তাঁর ইউরিন আউটপুট সন্তোষজনক । আজ তাঁর ইউরিনারি ক্যাথেটার খুলে দেওয়া হবে । বুদ্ধদেববাবুকে এখনও রাইলস টিউবে খাওয়ানো হচ্ছে ।
আরও পড়ুন: আপাতত সংকটমুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য
আরও পড়ুন : দুপুরে ব্ল্যাক টি খেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, রাতে চাইলেন সুপ
সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়িজ়)-র সমস্যায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । এই সমস্যার কারণে গত বছরের সেপ্টেম্বরেও তাঁকে দক্ষিণ কলকাতায় আলিপুরে অবস্থিত বেসরকারি এই হাসপাতালে ভরতি করানো হয়েছিল । এরপর মাঝে মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন । এর জন্য বাড়িতেই তাঁর চিকিৎসা চলতে থাকে । ৯ ডিসেম্বর ৭৬ বছর বয়সি প্রাক্তন এই মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেনের পরিমাণ অনেক কমে যায় । তাঁর তীব্র শ্বাসকষ্ট দেখা দেয় । দ্রুত তাঁকে নিয়ে আসা হয় আলিপুরের বেসরকারি এই হাসপাতালে । সিওপিডি-র কারণেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই অসুস্থতা এবং তাঁকে আবার হাসপাতালে ভরতি করাতে হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন ।