কলকাতা, 7 অগস্ট: সম্পূর্ণ সুস্থ রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁর ফুসফুসে সংক্রমণ একদম নেই । বুধবার হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন তিনি । এমনটাই সোমবার জানিয়েছেন চিকিৎসকরা ৷ আগামিকাল অর্থাৎ মঙ্গলবার একটা রক্ত পরীক্ষা করা হবে তাঁর । সেই রিপোর্ট দেখেই বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানা গিয়েছে ।
তবে হাসপাতাল থেকে ছুটি মিললেও বাড়িতে সম্পূর্ণ হোমকেয়ার ইউনিটে রাখা হবে বুদ্ধদেবকে বলেই জানিয়েছেন তাঁর মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা । তাঁর হোমকেয়ার ইউনিটে রাখা হবে একজন নার্সিং স্টাফ, বাইপ্যাপ সাপোর্ট এবং প্রায় এক সপ্তাহ তাঁকে রাখা হবে রাইস টিউবে ৷ চিকিৎসক কৌশিক চক্রবর্তী বলেন, "ওঁনাকে আমরা বসানোর চেষ্টা করছি ৷ হাঁটানোর চেষ্টাও চলছে । অল্প অল্প কিছু খাবারও খাচ্ছেন উনি ৷ কিন্তু এই মুহূর্তে রাইস টিউব রয়েছে তাঁর । এই অবস্থাতেই বাড়ি যাবেন তিনি ।"
হাসপাতালের পক্ষ থেকে আজকে একটি সাংবাদিক বৈঠক করা হয় । সেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক সপ্তর্ষি বসু, চিকিৎসক কৌশিক চক্রবর্তী, চিকিৎসক সৌতিক পান্ডা, চিকিৎসক আশিস পাত্র, চিকিৎসক সোমনাথ মাইতি এবং চিকিৎসক সুস্মিতা দেবনাথ । তাঁরা জানিয়েছেন, বাড়িতে ফিজিওথেরাপি করানো হবে বুদ্ধদেব ভট্টাচার্যের । এছাড়া মুখ দিয়ে খাওয়ানোর অভ্যাস করানো হবে তাঁকে । পাশাপাশি মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তাঁকে বাড়িতে গিয়ে দেখবেন বলে জানিয়েছেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী । বর্তমান চিকিৎসকদের সঙ্গে প্রচণ্ড সহযোগিতা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
হাসপাতালে মিউজিক থেরাপি চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর । রবীন্দ্র সংগীত শুনছেন তিনি । গুন গুন করে গানও গাইছেন বলে জানা গিয়ছে । ফুসফুসে তাঁর সংক্রমণ হয়েছিল, তা এখন একদমই নেই । তবে আগামিকাল সাড়ে বারোটার সময় আবার একটি মেডিক্যাল বোর্ড বসবে এবং বাড়ি ছাড়ার আগে বেশ কিছু জিনিস দেখার প্রয়োজন রয়েছে ৷ সেগুলি রক্ত পরীক্ষার মাধ্যমে দেখে নেবেন চিকিৎসকেরা । সেই রিপোর্ট ধরে বোর্ডের মাধ্যমে বৈঠক করে তারপর তাঁকে ছাড়া হবে । এই বৈঠকে ঠিক করা হবে, আগামী সপ্তাহ তাঁকে বাড়িতে কীভাবে রাখা হবে । সেই বৈঠকে বামেদের পক্ষ থেকে উচ্চপদস্থ নেতারা যোগ দেবেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
আরও পড়ুন: স্থিতিশীল বুদ্ধদেবের বাড়ি ফেরার দিন এখনও স্পষ্ট নয়
29 জুলাই থেকে কলকাতার নিউ আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসা চলছে রাজ্যের প্রাক্তন মুখমন্ত্রীর ৷ ফুসফুসে সংক্রমণ ছিল তাঁর ৷ রবিবারই চিকিৎসকেরা জানিয়েছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো রয়েছে ৷ তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন ৷ তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে গতকাল তাঁকে ছুটি দেওয়া নিয়ে কিছু জানানো হয়নি ৷ তবে আজ বুধবার তাঁকে ছাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন চিকিৎসকেরা ৷