ETV Bharat / state

পুজোয় ভ্রমণের জন্য বিশেষ ছাড় দিল BTA - Bta

পুজোয় ভ্রমণের জন্য বিশেষ ছাড় দিল BTA ( বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন ) ৷ পুজোর কয়েকদিন সুষ্ঠুভাবে প্রতিমা দর্শনের জন্য কয়েকটি বিশেষ পদক্ষেপ করা হয়েছে তাদের পক্ষ থেকে ৷

photo
author img

By

Published : Sep 28, 2019, 10:33 AM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : পুজোয় ভ্রমণের জন্য বিশেষ ছাড় দিল BTA ( বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন ) ৷ পুজোর কয়েকদিন সুষ্ঠুভাবে প্রতিমা দর্শনের জন্য কয়েকটি বিশেষ পদক্ষেপ করা হয়েছে তাদের পক্ষ থেকে ৷

এই বিষয়ে BTA-এর সাধারণ সম্পাদক বিমল গুহ বলেন, "বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন পুজোর কথা মাথায় রেখে এবং যাত্রী সুবিধার্থে কয়েকটি পদক্ষেপ করেছে ৷ গতবারের থেকে প্রতি ঘণ্টায় ভাড়া আরও কমিয়ে দেওয়া হয়েছে । গত বছর প্রতি ঘণ্টায় নন এসি ট্যাক্সিতে খরচ পড়ত 350 টাকা আর এসি ট্যাক্সির খরচ পড়ত 450 টাকা । এবার তা কমিয়ে নন এসি ট্যাক্সির ক্ষেত্রে করা হল 330 টাকা আর এসি ট্যাক্সির জন্য করা হল 430 টাকা । "

পুজোয় ঠাকুর দেখার জন্য শনিবার থেকেই বুকিং নেওয়া শুরু হচ্ছে । বুকিং করার জন্য যোগাযোগ করতে হবে 2475 , 3505 , 2474 ও 2249 নম্বরগুলিতে । বেলা 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত ফোন লাইন খোলা থাকবে । ট্যাক্সি পরিষেবার সঙ্গে দেওয়া হবে মিনারেল ওয়াটার ৷ যাত্রীদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থাও করবে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন । অন্যদিকে প্রতি বছরের মত প্রবীণ নাগরিকদের ও বিশেষ ভাবে সক্ষম যাত্রীদের ক্ষেত্রে ছাড় 10% থাকে বাড়িয়ে 15 শতাংশ করা হয়েছে ৷

কলকাতা, 28 সেপ্টেম্বর : পুজোয় ভ্রমণের জন্য বিশেষ ছাড় দিল BTA ( বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন ) ৷ পুজোর কয়েকদিন সুষ্ঠুভাবে প্রতিমা দর্শনের জন্য কয়েকটি বিশেষ পদক্ষেপ করা হয়েছে তাদের পক্ষ থেকে ৷

এই বিষয়ে BTA-এর সাধারণ সম্পাদক বিমল গুহ বলেন, "বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন পুজোর কথা মাথায় রেখে এবং যাত্রী সুবিধার্থে কয়েকটি পদক্ষেপ করেছে ৷ গতবারের থেকে প্রতি ঘণ্টায় ভাড়া আরও কমিয়ে দেওয়া হয়েছে । গত বছর প্রতি ঘণ্টায় নন এসি ট্যাক্সিতে খরচ পড়ত 350 টাকা আর এসি ট্যাক্সির খরচ পড়ত 450 টাকা । এবার তা কমিয়ে নন এসি ট্যাক্সির ক্ষেত্রে করা হল 330 টাকা আর এসি ট্যাক্সির জন্য করা হল 430 টাকা । "

পুজোয় ঠাকুর দেখার জন্য শনিবার থেকেই বুকিং নেওয়া শুরু হচ্ছে । বুকিং করার জন্য যোগাযোগ করতে হবে 2475 , 3505 , 2474 ও 2249 নম্বরগুলিতে । বেলা 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত ফোন লাইন খোলা থাকবে । ট্যাক্সি পরিষেবার সঙ্গে দেওয়া হবে মিনারেল ওয়াটার ৷ যাত্রীদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থাও করবে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন । অন্যদিকে প্রতি বছরের মত প্রবীণ নাগরিকদের ও বিশেষ ভাবে সক্ষম যাত্রীদের ক্ষেত্রে ছাড় 10% থাকে বাড়িয়ে 15 শতাংশ করা হয়েছে ৷

Intro:প্রতিবছরের মতো এ বছরেও সাধারণ মানুষকে সুষ্ঠভাবে পুজো দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ কয়েকটি পদক্ষেপ করা হয়েছে বলে জানালেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ। 1995 সাল থেকে পুজোর কতদিন বিশেষ ছাড়ে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করার সুযোগ করে দিয়ে আসছে বি টি এ।Body:বিমল গুহ বলেন, "বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন পুজোর কথা মাথায় রেখে এবং যাত্রী সুবিধার্থে কয়েকটি পদক্ষেপ করেছে। এবার প্রতি ঘন্টায় চার্জ আরও কমিয়ে দেওয়া হয়েছে। গতবার পর্যন্ত ট্যাক্সি করে পুজো দর্শন করার জন্য প্রতি ঘন্টায় নন এসি ট্যাক্সিতে খরচ পড়ত 350 টাকা আর এসি ট্যাক্সির খরচ পড়ত 450 টাকা। এবার তা কমিয়ে নন এসি ট্যাক্সির ক্ষেত্রে করা হল 330 টাকা আর এসি ট্যাক্সির জন্য করা হল 430 টাকা।"

পুজোয় ঘোরার জন্য শনিবার থেকেই বুকিং নেওয়া শুরু হবে। বুকিং করার জন্য যোগাযোগ করতে হবে 2475 3505 ও 2474 2249 ফোন নম্বরগুলিতে। বেলা 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত ফোন লাইন দুটি খোলা থাকবে। পুজোর কতিদিন অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পুজো পরিক্রমা চলবে।

পরিষেবার সঙ্গে দেওয়া হবে মিনারেল ওয়াটার বা বা পানীয় জল। পাশাপাশি যাত্রীদের বাড়ি থেকে ট্যাক্সিতে নিয়ে যাওয়া পুজো দেখানো ও আবার বাড়িতে পৌঁছে দেওয়া সবটাই করবে বি টি এ। যাত্রীদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থাও করবে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন।Conclusion:অন্যদিকে প্রতিবছর যেরকম প্রবীণ নাগরিকদের ও প্রতিবন্ধী যাত্রীদের ক্ষেত্রে 10% ছাড় থাকে এবার সেটিকে বাড়িয়ে 15 শতাংশ করা হয়েছে বলেন জানান বিমল গুহ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.