কলকাতা, 19 জুলাই : কেটে গেছে বেশ কয়েকটা সপ্তাহ ৷ এখনও অচলাবস্থা কাটেনি BSNL-এর । গত সাত মাস ধরে বেতন পাননি দপ্তরের কর্মীরা । লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে যোগাযোগ ভবনে । কবে সমস্যার সমাধান হবে জানেন না কেউ । এরই মধ্যে সামনে এল একটি তথ্য৷ চলতি বছরে ৭৯০০ কোটি টাকা লোকসান করেছে BSNL ৷
এক সময় BSNL-এর হাত ধরে ঘরে ঘরে ঢুকে পড়েছিল ফোন পরিষেবা৷ কিন্তু, আজ প্রবল আর্থিক ভাবে ধুঁকছে তারাই৷ একাধিক নতুন পরিকল্পনা আনা হলেও আমজনতা মুখ ফিরিয়েছে BSNL-র দিক থেকে৷ গোটা দেশে এই বছর ৭৯০০ কোটি টাকা লোকসান করেছে BSNL ৷ কলকাতায় লোকসানের পরিমাণ ৫০০ কোটি টাকা । এ প্রসঙ্গে, BSNL-এর কলকাতা টেলিফোনসের সার্কেল সেক্রেটারি শিশিরকুমার রায় বলেন, "এক সময় বলা হয়েছিল BSNL-কে স্পেকটাম চার্জ দিতে হবে না । কর্পোরেট ট্যাক্স দিতে হবে না । ভারতের সর্বত্র টেলিফোন পরিষেবা এবং মোবাইল পরিষেবা দেওয়ার জন্য BSNL-এর লাভ হয় না সে ভাবে । সেই কারণে ছাড় দেওয়া হয়েছিল । কিন্তু 2000 সাল থেকে যাবতীয় আর্থিক সাহায্য বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার । তারপর থেকেই চরম সংকট শুরু হয়েছে ৷" তিনি আরও বলেন, "লোকসানের অন্যতম কারণ BSNL-কে এখনও পর্যন্ত মোবাইল পরিষেবায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না ।"
BSNL-এর এই অবস্থার জন্য শিশিরকুমার রায় জিওকেই দায়ি করেছেন ৷ সরকারও সেই বিষয়টিতে মদত দিচ্ছে বলে অভিযোগ তাঁর ৷ তিনি জানান, BSNL তৈরির সময় কর্মচারী এবং অফিসারের সংখ্যা ছিল 3 লাখ 75 হাজার । এখন সেই সংখ্যা কমে হয়েছে 1 লাখ 66 হাজার হয়েছে । 2000 সালে 10 হাজার কোটি টাকা বছরে মুনাফা হত । এখন বছরে লোকসান বেড়ে দাঁড়িয়েছে 7900 কোটি টাকা ।