কলকাতা, 21 এপ্রিল: ইছামতি নদীতে ডুবন্ত নাবালিকাকে উদ্ধার করল বিএসএফ । বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট সীমান্তের হাসনাবাদ ফাঁড়িতে। জানা গিয়েছে, নাবালিকা বিহারের গোপালগঞ্জ জেলার বাসিন্দা। তাঁকে প্রাণে বাঁচিয়ে পরিবারের হাতে তুলে দিয়েছেন বিএসএফ জওয়ানরা। ঘটনায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসীরা।
বিএসএফ সূত্রে খবর, বর্ডার ফাঁড়ি হাসানাবাদ সীমান্তের অধীনে 85তম বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা দেখতে পান একটি নাবালিক ইছামতি নদীতে ডুবে যাচ্ছেন । মেয়েটি ক্রমশ নদীর মধ্যে সাঁতরে লড়াই চালিয়ে যাচ্ছিল । নাবালিকাকে দেখতে পেয়েই টহলরত বিএসএফ জওয়ানরা উদ্ধারকারী দলকে নদীতে নামায় । স্পিড বোটের সাহায্যে নাবালিকাকে উদ্ধার করা হয় বলে বিএসএফ সূত্রে খবর। জানা গিয়েছে, 17 বছরের ওই নাবালিকা বিহারের গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
এরপর খবর দেওয়া হয় পরিবারের লোকেদের । পরিবারের সদস্যরা সীমান্ত চৌকিতে পৌঁছালে কোম্পানি কমান্ডার মেয়েটিকে তাঁর পরিবারের সদস্যদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করেন। মেয়েটি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, মামাবাড়ি বেড়াতে এসেছিল। নদীর ধারে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় হঠাৎ পা পিছলে পড়ে যায়। এরপর নাবালিকাকে বিএসএফের তরফে অ্যাম্বুলেন্সে করে টাকির গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসা হয়। মেয়েটির কোনও শারীরিক সমস্যা নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আরও পড়ুন : সদ্যোজাত চুরির অভিযোগে রাতভর বিক্ষোভ; হাসপাতালেই আটকে সুপার
এই ঘটনায়, স্থানীয় গ্রামবাসীরা বিএসএফের প্রশংসা করেন। তাঁরা বলেন, "বিএসএফ সব সময়ই কোনও বিলম্ব না করে এ ধরনের উদ্ধার কাজ করে থাকে।" মেয়েটির পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিএসএফ সঠিক সময়ে পৌঁছাতে না পারলে তাঁদের মেয়ের প্রাণ বাঁচানো সম্ভব হত না। দক্ষিণবঙ্গ বিএসএফের জনসংযোগ আধিকারিক একে আর্য বলেন, "সীমান্তে অপরাধ দমনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাহিনী সুখে-দুঃখে সীমান্তবাসীর পাশে থাকেন। যে কোনও পরিস্থিতিতে সীমান্তের বাসিন্দাদের সাহায্য করতে এবং তাঁদের পাশে থাকতে সীমান্ত নিরাপত্তা বাহিনী সবসময় তৈরি।"