ETV Bharat / state

বাংলাদেশি সোনা বড়বাজারে পৌঁছনোর আগেই দুই পাচারকারীকে পাকড়াও করল বিএসএফ - দক্ষিণবঙ্গ সীমান্তের আইসিপি পেট্রাপোলের

BSF RECOVERED GOLD: বাংলাদেশি সোনা বড়বাজারে পৌঁছানোর আগেই পাকড়াও ৷ আইসিপি পেট্রাপোলে 27.56 লক্ষ টাকার সোনা পাকড়াও করল জওয়ানরা ৷ রয়েছে একটি সোনার ব্রেসলেট এবং তিনটি বিভিন্ন আকারের সোনার টুকরো ৷ এই ঘটনায় দুই যাত্রীকে আটক করেছে বিএসএফ ৷

BSF RECOVERED GOLD FROM BORDER
দুই পাচারকারীকে পাকড়াও করল বিএসএফ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 11:09 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর: দক্ষিণবঙ্গ সীমান্তের আইসিপি পেট্রাপোলের সোনা চোরাচালানের ছক বানচাল করল বিএসএফ জওয়ানরা । দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে তারা । একজনের কাছে একটি সোনার ব্রেসলেট ও দুটি সোনার টুকরো পাওয়া গিয়েছে । অন্য়জনের কাছে পাওয়া গিয়েছে একটি ব্রেসলেট ৷ জানা গিয়েছে এই মালগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল তারা । বাজেয়াপ্ত করা সোনার মোট ওজন 449.09 গ্রাম । যার আনুমানিক বাজার মূল্য 27 লক্ষ 56 হাজার 539 টাকা। বাজেয়াপ্ত সামগ্রী পেট্রাপোলের কাস্টমস বিভাগকে হস্তান্তর করা হয়েছে।

প্রথম ঘটনায় আটক করা হয় মহম্মদ মুজাম্মিল নামে একজন ভারতীয় যাত্রীকে ৷ নিরাপত্তা ক্লিয়ারেন্সের জন্য আইসিপি পেট্রাপোলের ব্যাগ স্ক্যানিং পয়েন্টে আসে সে । লাগেজ স্ক্যান করার সময় বোঝা যায় তাতে কিছু ধাতব পদার্থ রয়েছে ৷ অনুসন্ধানের সময়, তার লাগেজ থেকে 3টি সোনার টুকরো পাওয়া যায় ৷ যার ওজনের মোট 298.940 গ্রাম । জিজ্ঞাসাবাদ করা হলে, মোজ্জামিল কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি ।

BSF RECOVERED GOLD FROM BORDER
দুই পাচারকারীকে পাকড়াও করল বিএসএফ

দ্বিতীয় ঘটনায়, ঋত্বিক অশোক তেজওয়ানি নামে অপর একজন ভারতীয় যাত্রী নিরাপত্তা ক্লিয়ারেন্সের জন্য আইসিপি পেট্রাপোলের ফ্রিস্কিং পয়েন্টে আসে । একটি মেটাল ডিটেক্টরের সাহায্যে যাত্রীকে পরীক্ষা করার সময়, কর্তব্যরত কর্মীরা যাত্রীর হাতে 150.150 গ্রাম ওজনের রূপোর প্রলেপযুক্ত একটি সোনার ব্রেসলেট দেখতে পান । জিজ্ঞাসাবাদ করা হলে, যাত্রী কোন নথি দেখাতে পারেনি ৷ সন্তোষজনকভাবে উত্তর দেয়নি । এরপর সোনা বাজেয়াপ্ত করা হয় । উভয় যাত্রীকে আটক করা হয়।

BSF RECOVERED GOLD FROM BORDER
বাংলাদেশি সোনা বড় বাজারে পৌঁছানোর আগেই পাকড়াও
আটক যাত্রীদের মধ্যে মুজাম্মিল উত্তর 24 পরগনার কাঁকিনাড়ার বাসিন্দা । দ্বিতীয় জন অর্থাৎ ঋত্বিক অশোক তেজওয়ানি মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা । জিজ্ঞাসাবাদে মুজাম্মিল জানায়, গত 9 ডিসেম্বর সে ভারত থেকে ঢাকায় গিয়ে ঢাকার নবাবপুর এলাকায় গোপাল নামে এক বাংলাদেশীর সঙ্গে দেখা করে । এই সোনাগুলি কলকাতায় আনার জন্য় তাকে 10 হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কলকাতায় পৌঁছানোর পর বড় বাজারে একজন অজ্ঞাত ব্যক্তির কাছে মালগুলি দেওয়ার কথা হয়েছিল । সোনা পাওয়ার পর মোজাম্মিল বাসের ধরে বেনাপোল স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা দেন । বেনাপোল হয়ে সে আইসিপি পেট্রাপোলে পৌঁছায় । অন্যদিকে, ঋত্বিক 6 ডিসেম্বর ঢাকায় গিয়েছিলেন পোশাক বিপণনের জন্য । তার দাবি, সোনার ব্রেসলেটটি তার ব্যক্তিগত সম্পত্তি। তবে কোনও কাগজ সে দেখাতে পারেনি ৷

আরও পড়ুন:

  1. স্ত্রী ও 2 সন্তানের গলা কেটে খুন করে আত্মঘাতী ব্যক্তি! সুইসাইড নোটে লেখা নৃশংসতার কারণ
  2. জমি লিখে না দেওয়ায় মায়ের গলা কাটল ছেলে! কাটা মুণ্ডু-সহ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

কলকাতা, 11 ডিসেম্বর: দক্ষিণবঙ্গ সীমান্তের আইসিপি পেট্রাপোলের সোনা চোরাচালানের ছক বানচাল করল বিএসএফ জওয়ানরা । দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে তারা । একজনের কাছে একটি সোনার ব্রেসলেট ও দুটি সোনার টুকরো পাওয়া গিয়েছে । অন্য়জনের কাছে পাওয়া গিয়েছে একটি ব্রেসলেট ৷ জানা গিয়েছে এই মালগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল তারা । বাজেয়াপ্ত করা সোনার মোট ওজন 449.09 গ্রাম । যার আনুমানিক বাজার মূল্য 27 লক্ষ 56 হাজার 539 টাকা। বাজেয়াপ্ত সামগ্রী পেট্রাপোলের কাস্টমস বিভাগকে হস্তান্তর করা হয়েছে।

প্রথম ঘটনায় আটক করা হয় মহম্মদ মুজাম্মিল নামে একজন ভারতীয় যাত্রীকে ৷ নিরাপত্তা ক্লিয়ারেন্সের জন্য আইসিপি পেট্রাপোলের ব্যাগ স্ক্যানিং পয়েন্টে আসে সে । লাগেজ স্ক্যান করার সময় বোঝা যায় তাতে কিছু ধাতব পদার্থ রয়েছে ৷ অনুসন্ধানের সময়, তার লাগেজ থেকে 3টি সোনার টুকরো পাওয়া যায় ৷ যার ওজনের মোট 298.940 গ্রাম । জিজ্ঞাসাবাদ করা হলে, মোজ্জামিল কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি ।

BSF RECOVERED GOLD FROM BORDER
দুই পাচারকারীকে পাকড়াও করল বিএসএফ

দ্বিতীয় ঘটনায়, ঋত্বিক অশোক তেজওয়ানি নামে অপর একজন ভারতীয় যাত্রী নিরাপত্তা ক্লিয়ারেন্সের জন্য আইসিপি পেট্রাপোলের ফ্রিস্কিং পয়েন্টে আসে । একটি মেটাল ডিটেক্টরের সাহায্যে যাত্রীকে পরীক্ষা করার সময়, কর্তব্যরত কর্মীরা যাত্রীর হাতে 150.150 গ্রাম ওজনের রূপোর প্রলেপযুক্ত একটি সোনার ব্রেসলেট দেখতে পান । জিজ্ঞাসাবাদ করা হলে, যাত্রী কোন নথি দেখাতে পারেনি ৷ সন্তোষজনকভাবে উত্তর দেয়নি । এরপর সোনা বাজেয়াপ্ত করা হয় । উভয় যাত্রীকে আটক করা হয়।

BSF RECOVERED GOLD FROM BORDER
বাংলাদেশি সোনা বড় বাজারে পৌঁছানোর আগেই পাকড়াও
আটক যাত্রীদের মধ্যে মুজাম্মিল উত্তর 24 পরগনার কাঁকিনাড়ার বাসিন্দা । দ্বিতীয় জন অর্থাৎ ঋত্বিক অশোক তেজওয়ানি মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা । জিজ্ঞাসাবাদে মুজাম্মিল জানায়, গত 9 ডিসেম্বর সে ভারত থেকে ঢাকায় গিয়ে ঢাকার নবাবপুর এলাকায় গোপাল নামে এক বাংলাদেশীর সঙ্গে দেখা করে । এই সোনাগুলি কলকাতায় আনার জন্য় তাকে 10 হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কলকাতায় পৌঁছানোর পর বড় বাজারে একজন অজ্ঞাত ব্যক্তির কাছে মালগুলি দেওয়ার কথা হয়েছিল । সোনা পাওয়ার পর মোজাম্মিল বাসের ধরে বেনাপোল স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা দেন । বেনাপোল হয়ে সে আইসিপি পেট্রাপোলে পৌঁছায় । অন্যদিকে, ঋত্বিক 6 ডিসেম্বর ঢাকায় গিয়েছিলেন পোশাক বিপণনের জন্য । তার দাবি, সোনার ব্রেসলেটটি তার ব্যক্তিগত সম্পত্তি। তবে কোনও কাগজ সে দেখাতে পারেনি ৷

আরও পড়ুন:

  1. স্ত্রী ও 2 সন্তানের গলা কেটে খুন করে আত্মঘাতী ব্যক্তি! সুইসাইড নোটে লেখা নৃশংসতার কারণ
  2. জমি লিখে না দেওয়ায় মায়ের গলা কাটল ছেলে! কাটা মুণ্ডু-সহ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.