কলকাতা, 11 ডিসেম্বর: দক্ষিণবঙ্গ সীমান্তের আইসিপি পেট্রাপোলের সোনা চোরাচালানের ছক বানচাল করল বিএসএফ জওয়ানরা । দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে তারা । একজনের কাছে একটি সোনার ব্রেসলেট ও দুটি সোনার টুকরো পাওয়া গিয়েছে । অন্য়জনের কাছে পাওয়া গিয়েছে একটি ব্রেসলেট ৷ জানা গিয়েছে এই মালগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল তারা । বাজেয়াপ্ত করা সোনার মোট ওজন 449.09 গ্রাম । যার আনুমানিক বাজার মূল্য 27 লক্ষ 56 হাজার 539 টাকা। বাজেয়াপ্ত সামগ্রী পেট্রাপোলের কাস্টমস বিভাগকে হস্তান্তর করা হয়েছে।
প্রথম ঘটনায় আটক করা হয় মহম্মদ মুজাম্মিল নামে একজন ভারতীয় যাত্রীকে ৷ নিরাপত্তা ক্লিয়ারেন্সের জন্য আইসিপি পেট্রাপোলের ব্যাগ স্ক্যানিং পয়েন্টে আসে সে । লাগেজ স্ক্যান করার সময় বোঝা যায় তাতে কিছু ধাতব পদার্থ রয়েছে ৷ অনুসন্ধানের সময়, তার লাগেজ থেকে 3টি সোনার টুকরো পাওয়া যায় ৷ যার ওজনের মোট 298.940 গ্রাম । জিজ্ঞাসাবাদ করা হলে, মোজ্জামিল কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি ।
দ্বিতীয় ঘটনায়, ঋত্বিক অশোক তেজওয়ানি নামে অপর একজন ভারতীয় যাত্রী নিরাপত্তা ক্লিয়ারেন্সের জন্য আইসিপি পেট্রাপোলের ফ্রিস্কিং পয়েন্টে আসে । একটি মেটাল ডিটেক্টরের সাহায্যে যাত্রীকে পরীক্ষা করার সময়, কর্তব্যরত কর্মীরা যাত্রীর হাতে 150.150 গ্রাম ওজনের রূপোর প্রলেপযুক্ত একটি সোনার ব্রেসলেট দেখতে পান । জিজ্ঞাসাবাদ করা হলে, যাত্রী কোন নথি দেখাতে পারেনি ৷ সন্তোষজনকভাবে উত্তর দেয়নি । এরপর সোনা বাজেয়াপ্ত করা হয় । উভয় যাত্রীকে আটক করা হয়।
আরও পড়ুন: