ETV Bharat / state

Panchayat Elections 2023: প্রতি বুথে রাখতে হবে কেন্দ্রীয় বাহিনীর হাফ সেকশন জওয়ান, কমিশনকে প্রস্তাব বিএসএফের

পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রতি বুথে হাফ সেকশন জওয়ান রাখার প্রস্তাব দিল বিএসএফ ৷ শনিবার তারা এই প্রস্তাব রাজ্য নির্বাচন কমিশনের কাছে দেওয়া হয়েছে ৷ কমিশন সেই প্রস্তাব মানবে কি না, তা এখনও স্পষ্ট নয় ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jul 7, 2023, 12:26 PM IST

Updated : Jul 7, 2023, 12:57 PM IST

কলকাতা, 7 জুলাই: আগামিকাল শনিবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ভোট গ্রহণের সময় প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর একজন করে জওয়ান থাকার কথা ৷ কিন্তু বিএসএফের প্রস্তাব, প্রতি বুথে রাখতে হবে অন্তত হাফ সেকশন জওয়ান ৷ শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে এই প্রস্তাব দিয়েছেন বিএসএফের আইজি এস সি বুদাকোটি ৷

কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপোড়েন: পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপোড়েন চলছে ৷ রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট করাতে রাজি ছিল না ৷ কিন্তু প্রথমে কলকাতা হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টও কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দেয় ৷ তার পরও মাত্র 22 কোম্পানি বাহিনী চাওয়া হয় কমিশনের তরফে ৷ পরে আদালতের কাছে ভর্ৎসিত হয়ে আরও 800 কোম্পানি বাহিনী কমিশনের তরফে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চাওয়া হয় ৷

তার পর থেকে দফায় দফায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেছেন এই রাজ্যে৷ পুলিশের সঙ্গে বিভিন্ন জায়গায় রুটমার্চ করতেও দেখা গিয়েছে তাঁদের ৷ কিন্তু কমিশন জানিয়ে দেয়, কেন্দ্রীয় বাহিনী বুথের বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে ৷ বুথের নিরাপত্তায় রাজ্য পুলিশই থাকবে বলে তারা জানায় ৷ ফের বিষয়টি আদালত পর্যন্ত যায় ৷ শেষ পর্যন্ত আদালত জানায় বুথে অন্তত একজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাখতেই হবে ৷

আরও পড়ুন: 24 ঘণ্টার মধ্যে পূর্ব মেদিনীপুরের স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

এক জওয়ানে বিএসএফের আপত্তি: শুধুমাত্র একজন জওয়ান বুথে মোতায়েন করতে রাজি নয় বিএসএফ ৷ সেই বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছেন বিএসএফের আইজি এস সি বুদাকোটি ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বিএসএফ কেন এক জন জওয়ান বুথে মোতায়েন করতে রাজি নয় ? সূত্রের খবর, বিএসএফ চিন্তিত জওয়ানদের নিরাপত্তা নিয়ে ৷ তারা মনে করছে, একজন জওয়ান যদি থাকেন, তাহলে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন তিনি ৷ কোনও অশান্ত পরিস্থিতি সামলাতে গিয়ে তিনি যদি আক্রান্ত হন, তাহলে তাঁর নিরাপত্তা কে দেবে ?

কমিশনকে বিএসএফের প্রস্তাব: সেই কারণে বিএসএফ রাজ্য নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে যে প্রতি বুথে হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাখা হোক ৷ এক সেকশনে আটজন জওয়ান থাকেন ৷ অর্থাৎ বিএসএফ কমিশনকে বলছে যে প্রতি বুথে অন্তত চারজন মোতায়েন করা হোক ৷

যদি একটি জায়গায় একসঙ্গে দু’টি বুথ থাকলেও হাফ সেকশনে কাজ হয়ে যাবে বলে মত বিএসএফের ৷ কিন্তু সংখ্যাটা যদি তিন বা চার হয়, তাহলে এক সেকশন বাহিনী সেখানে মোতায়েন করতে হবে ৷ আর কোনও জায়গায় ছয় বা তার বেশি বুথ থাকলে দুই সেকশন বাহিনী মোতায়েন করার প্রস্তাব দেওয়া হয়েছে বিএসএফের তরফে ৷

কিন্তু বিএসএফের এই প্রস্তাব রাজ্য নির্বাচন কমিশন মানবে কি না ! মানলেও তার বিন্যাস কেমন হবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় !

আরও পড়ুন: রাজ্যের 60 হাজার বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে সংশয়ে কমিশন

কলকাতা, 7 জুলাই: আগামিকাল শনিবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ভোট গ্রহণের সময় প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর একজন করে জওয়ান থাকার কথা ৷ কিন্তু বিএসএফের প্রস্তাব, প্রতি বুথে রাখতে হবে অন্তত হাফ সেকশন জওয়ান ৷ শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে এই প্রস্তাব দিয়েছেন বিএসএফের আইজি এস সি বুদাকোটি ৷

কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপোড়েন: পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপোড়েন চলছে ৷ রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট করাতে রাজি ছিল না ৷ কিন্তু প্রথমে কলকাতা হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টও কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দেয় ৷ তার পরও মাত্র 22 কোম্পানি বাহিনী চাওয়া হয় কমিশনের তরফে ৷ পরে আদালতের কাছে ভর্ৎসিত হয়ে আরও 800 কোম্পানি বাহিনী কমিশনের তরফে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চাওয়া হয় ৷

তার পর থেকে দফায় দফায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেছেন এই রাজ্যে৷ পুলিশের সঙ্গে বিভিন্ন জায়গায় রুটমার্চ করতেও দেখা গিয়েছে তাঁদের ৷ কিন্তু কমিশন জানিয়ে দেয়, কেন্দ্রীয় বাহিনী বুথের বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে ৷ বুথের নিরাপত্তায় রাজ্য পুলিশই থাকবে বলে তারা জানায় ৷ ফের বিষয়টি আদালত পর্যন্ত যায় ৷ শেষ পর্যন্ত আদালত জানায় বুথে অন্তত একজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাখতেই হবে ৷

আরও পড়ুন: 24 ঘণ্টার মধ্যে পূর্ব মেদিনীপুরের স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

এক জওয়ানে বিএসএফের আপত্তি: শুধুমাত্র একজন জওয়ান বুথে মোতায়েন করতে রাজি নয় বিএসএফ ৷ সেই বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছেন বিএসএফের আইজি এস সি বুদাকোটি ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বিএসএফ কেন এক জন জওয়ান বুথে মোতায়েন করতে রাজি নয় ? সূত্রের খবর, বিএসএফ চিন্তিত জওয়ানদের নিরাপত্তা নিয়ে ৷ তারা মনে করছে, একজন জওয়ান যদি থাকেন, তাহলে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন তিনি ৷ কোনও অশান্ত পরিস্থিতি সামলাতে গিয়ে তিনি যদি আক্রান্ত হন, তাহলে তাঁর নিরাপত্তা কে দেবে ?

কমিশনকে বিএসএফের প্রস্তাব: সেই কারণে বিএসএফ রাজ্য নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে যে প্রতি বুথে হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাখা হোক ৷ এক সেকশনে আটজন জওয়ান থাকেন ৷ অর্থাৎ বিএসএফ কমিশনকে বলছে যে প্রতি বুথে অন্তত চারজন মোতায়েন করা হোক ৷

যদি একটি জায়গায় একসঙ্গে দু’টি বুথ থাকলেও হাফ সেকশনে কাজ হয়ে যাবে বলে মত বিএসএফের ৷ কিন্তু সংখ্যাটা যদি তিন বা চার হয়, তাহলে এক সেকশন বাহিনী সেখানে মোতায়েন করতে হবে ৷ আর কোনও জায়গায় ছয় বা তার বেশি বুথ থাকলে দুই সেকশন বাহিনী মোতায়েন করার প্রস্তাব দেওয়া হয়েছে বিএসএফের তরফে ৷

কিন্তু বিএসএফের এই প্রস্তাব রাজ্য নির্বাচন কমিশন মানবে কি না ! মানলেও তার বিন্যাস কেমন হবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় !

আরও পড়ুন: রাজ্যের 60 হাজার বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে সংশয়ে কমিশন

Last Updated : Jul 7, 2023, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.