নিউ টাউন, 2 ডিসেম্বর : নিজেদের অক্ষমতা একপ্রকার স্বীকার করে নিলেন এক বিএসএফ আধিকারিক ৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার দেশে বিএসএফের পরিধি 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বাড়িয়েছে ৷ এ নিয়ে বিতর্ক চলছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে প্রধানমন্ত্রীকে সরাসরি এবিষয়ে তাঁর আপত্তির কথা জানিয়ে এসেছেন ৷
গতকাল বিএসএফের (Border Security Force) 57তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, পরিধি 15 কিলোমিটার বেড়ে 50 কিলোমিটার করলেও চোরাচালান রোখা সম্ভব হয়ে উঠছে না (BSF Jurisdiction) । কারণ সীমান্তরক্ষী বাহিনী আইনশৃঙ্খলা অথবা এলাকার ম্যানেজমেন্ট, কোনও বিষয় সামলানোতেই সিদ্ধহস্ত নয় (border smuggling) । একজন অতিরিক্ত আইজি পদমর্যাদার আধিকারিকের কথায়, "আমাদের জওয়ানরা কাশ্মীর এবং ভারত-পাকিস্তান সীমান্ত থেকে বাংলার সীমান্তবর্তী এলাকায় কর্তব্য পালন করতে আসেন । আমরা কী ভাবে এলাকা ঠান্ডা রাখতে হয়, সেটা জানি না । সেটা জানে পুলিশ প্রশাসন । আমাদের কাজ হল বহিরাগতরা যাতে অবৈধভাবে ভারতের সীমান্ত পেরিয়ে অন্য দেশের সীমান্তে ঢুকতে না পারে ৷ তার জন্য আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পারি ।"
আরও পড়ুন : Udayan Guha on BSF : গ্রামে গ্রামে ঘুরছে কেন বিএসএফ, 2024-এর প্রস্তুতি, ফের বিতর্ক উস্কে দিলেন উদয়ন
তিনি আরও জানান, এক্ষেত্রে যদি বাইরে থেকে কোনও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কোনও চোরাচালানকারী বা কোনও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে অথবা তাকে জিজ্ঞাসাবাদ করে, সেক্ষেত্রে তাদের উপর এলাকার বাসিন্দারা ঘাত-প্রতিঘাত আনতে পারেন ৷ সেই আক্রমণ আটকানোর মতো পারদর্শিতা বিএসএফ জওয়ানদের নেই । এক্ষেত্রে বিএসএফ সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করতে পারছে না ৷ পাশাপাশি এলাকার আইন-শৃঙ্খলার অবনতি যাতে না হয়, তার দিকে সজাগ ভাবে খেয়াল রাখতে হচ্ছে ।
অনেক সময় প্রশ্ন উঠছে, এলাকার পরিধি বৃদ্ধির ফলে বিএসএফ জওয়ানরা গ্রামে ঘুরে ঘুরে টহল দিচ্ছে ৷ সে ক্ষেত্রে বিএসএফের তরফ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়, অনেক সময় বাংলাদেশ এবং ভারতের চোরাকারবারিদের সঙ্গে স্থানীয়দের যোগাযোগ থাকে । বিএসএফের দাবি, এক্ষেত্রে কোনও এলাকায় তল্লাশি অভিযান চালানোর আগে স্থানীয় থানা বা প্রশাসনকে জানিয়ে তারপর তল্লাশি করতে গেলে অনেক সময় অভিযুক্ত বা চোরাকারবারিরা আগাম খবর পেয়ে যায় এবং ঘটনাস্থল থেকে চম্পট দেয় ।
আরও পড়ুন : BSF Jurisdiction : বাংলায় পুলিশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বিএসএফ, জানালেন এডিজি ওয়াই বি খুরানিয়া
বুধবার নিউটাউন রাজারহাটে বিএসএফের সদর দফতরে বেঙ্গল ফ্রন্টিয়ার-এর অ্যাকশন এরিয়া 2-তে অনুষ্ঠিত হল একটি অনুষ্ঠান । এখানে উপস্থিত ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর প্রাক্তন এবং বর্তমান সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা ।