ETV Bharat / state

ব্রাউন সুগার চক্রের পর্দা ফাঁস, গ্রেপ্তার 2 - brown sugar racket ultodanga

উলটোডাঙায় হানা দিয়ে 100 গ্রাম ব্রাউন সুগারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ ।

image
ব্রাউন সুগার
author img

By

Published : Nov 26, 2019, 7:04 PM IST

কলকাতা, 26 নভেম্বর : উত্তর 24 পরগনা থেকে কলকাতায় আনা হত ব্রাউন সুগার । তারপর তা তুলে দেওয়া হতো মাদক কারবারিদের হাতে । গোপন সূত্রে এই মাদকচক্রের খবর পায় পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টিনারকোটিক সেল । জানা যায়, মানিকতলা এলাকায় সক্রিয় রয়েছে চক্রটি । সেই সূত্রে প্রথমে গ্রেপ্তার করা হয় এক মাদক পাচারকারিকে । তাকে জিজ্ঞাসাবাদ করেই উত্তর 24 পরগনায় মাদক চক্রের কিংপিনকে গ্রেপ্তার করল পুলিশ ।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, 105 নম্বর উলটোডাঙা মেইন রোডের সামনে থেকে প্রথমে আটক করা হয় প্রিয়তোষ হালদারকে । উত্তর 24 পরগনা থেকে মাদক নিয়ে ট্রেন থেকে নেমেছিল সে । তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 100 গ্রাম ব্রাউন সুগার । যার বাজার দর লক্ষাধিক টাকা । জিজ্ঞাসাবাদে প্রিয়তোষ জানায় উত্তর 24 পরগনা বসিরহাট থেকে মাদক এনেছে সে । তার কথার সূত্র ধরেই এই মাদক চক্রের অন্যতম কিংপিন বসিরহাটের সুমন দে-কে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্যদের খোঁজ চলছে । কলকাতায় কাদের হাতে মাদক তুলে দিত, জানার চেষ্টা চলছে ।

কলকাতা, 26 নভেম্বর : উত্তর 24 পরগনা থেকে কলকাতায় আনা হত ব্রাউন সুগার । তারপর তা তুলে দেওয়া হতো মাদক কারবারিদের হাতে । গোপন সূত্রে এই মাদকচক্রের খবর পায় পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টিনারকোটিক সেল । জানা যায়, মানিকতলা এলাকায় সক্রিয় রয়েছে চক্রটি । সেই সূত্রে প্রথমে গ্রেপ্তার করা হয় এক মাদক পাচারকারিকে । তাকে জিজ্ঞাসাবাদ করেই উত্তর 24 পরগনায় মাদক চক্রের কিংপিনকে গ্রেপ্তার করল পুলিশ ।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, 105 নম্বর উলটোডাঙা মেইন রোডের সামনে থেকে প্রথমে আটক করা হয় প্রিয়তোষ হালদারকে । উত্তর 24 পরগনা থেকে মাদক নিয়ে ট্রেন থেকে নেমেছিল সে । তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 100 গ্রাম ব্রাউন সুগার । যার বাজার দর লক্ষাধিক টাকা । জিজ্ঞাসাবাদে প্রিয়তোষ জানায় উত্তর 24 পরগনা বসিরহাট থেকে মাদক এনেছে সে । তার কথার সূত্র ধরেই এই মাদক চক্রের অন্যতম কিংপিন বসিরহাটের সুমন দে-কে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্যদের খোঁজ চলছে । কলকাতায় কাদের হাতে মাদক তুলে দিত, জানার চেষ্টা চলছে ।

Intro:কলকাতা, 26 নভেম্বর: উত্তর 24 পরগনা থেকে কলকাতায় আনা হত ব্রাউন সুগার। তারপর তা তুলে দেওয়া হতো মাদক কারবারীদের হাতে। এই মাদকচক্রের খবর সোর্স মারফত পায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টিনারকোটিক সেল। জানা যায়, মানিকতলা এলাকায় সক্রিয় রয়েছে চক্রটি। সেই সূত্রে প্রথমে গ্রেপ্তার করা হয় এক মাদক পাচারকারীকে। তাকে জিজ্ঞাসাবাদ করে উত্তর 24 পরগনায় মাদক চক্রের কিংপিধকে গ্রেপ্তার করল পুলিশ।Body:কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, 105 নম্বর উল্টোডাঙা মেইন রোডের সামনে থেকে প্রথমে আটক করা হয় ঘুটিয়ারি শরিফের প্রিয়তোষ হালদারকে। এলাকাটি উল্টোডাঙা স্টেশনের কাছেই। উত্তর 24 পরগনা থেকে মাদক নিয়ে ট্রেন থেকে এসে নেমেছিল সে। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 100 গ্রাম ব্রাউন সুগার। যার বাজার দর লক্ষাধিক টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করে আন্টি নাগরিকদের অন্য একটি টিম চলে যায় উত্তর 24 পরগনায়। জিজ্ঞাসাবাদে প্রিয়তোষ জানায় উত্তর 24 পরগনা বসিরহাট থেকে মাদক এনেছে সে। তার কথার সূত্র ধরেই এই মাদক চক্রের অন্যতম কিংপিন বসিরহাটের ভ্যাবলার সুমন দে কে গ্রেপ্তার করেছে পুলিশ।
Conclusion:ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্যদের খোঁজ চলছে। কলকাতায় কাদের হাতে তারা মাদক তুলে দিতো তা জানার চেষ্টা চলছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.