ETV Bharat / state

বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার শুভশ্রীর জামাইবাবু - শুভশ্রী গঙ্গোপাধ্যায়

বিগত 7 বছর ধরে অমিত এবং দেবশ্রী বন্ধু ছিলেন ৷ সেই সময় তাঁরা দুজনেই অন্য সম্পর্কে ছিলেন ৷ পরে দুজনেরই সেই সম্পর্কে ভেঙে যায় ৷ এবং অমিত ও দেবশ্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন ৷ এরপর, এপ্রিলের 2 তারিখ দেবশ্রীর সঙ্গে বিয়ে হয় অমিত ভাটিয়ার ৷

বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জামাইবাবু
বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জামাইবাবু
author img

By

Published : Jun 19, 2021, 5:18 PM IST

কলকাতা, 19 জুন : গ্রেফতার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জামাইবাবু অমিত ভাটিয়া ৷ শনিবার টেকনোসিটি থানার পুলিশ তাকে গ্রেফতার করে ৷ অভিনেত্রীর দিদি দেবশ্রীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় ৷ আজ তাকে বারাসাত আদালতে তোলা হয় ৷

সূত্রের খবর, বিগত 7 বছর ধরে অমিত এবং দেবশ্রী বন্ধু ছিলেন ৷ সেই সময় তাঁরা দুজনেই অন্য সম্পর্কে ছিলেন ৷ পরে দুজনেরই সেই সম্পর্কে ভেঙে যায় ৷ এবং অমিত ও দেবশ্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন ৷ এরপর, এপ্রিলের 2 তারিখ দেবশ্রীর সঙ্গে বিয়ে হয় অমিত ভাটিয়ার ৷

অভিযোগ, বিয়ের 10 দিনের পর থেকেই অমিত, শুভশ্রীর দিদির উপর শারীরিক নির্যাতন শুরু করে ৷ মূলত টাকা চেয়েই দেবশ্রীকে মারধর করত অমিত ৷ এরপর দেবশ্রী তাঁর স্বামী সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলে জানতে পারেন পূর্বে তাঁর বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ আছে ৷ সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে অনেকের কাজ থেকেই সে টাকা নিয়েছে ৷ দেবশ্রীর অভিযোগ, বিয়ের সময় এই খবর সম্পূর্ণ গোপন করে গিয়েছিল অমিত ৷ এরপরই থানায় অভিযোগ দায়ের করেন দেবশ্রী ৷

গ্রেফতার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জামাইবাবু

আরও পড়ুন : শীতলকুচিকাণ্ডে ফের তলব কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে

পুলিশ সূত্রের খবর, 17 জুন রাতে টেকনোসিটি থানায় স্বামী অমিত ভাটিয়ার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন দেবশ্রী ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে আজ নিউটাউন এলাকা থেকে অমিতকে গ্রেফতার করে টেকনোসিটি থানার পুলিশ ৷ যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি অমিত ভাটিয়া ৷

কলকাতা, 19 জুন : গ্রেফতার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জামাইবাবু অমিত ভাটিয়া ৷ শনিবার টেকনোসিটি থানার পুলিশ তাকে গ্রেফতার করে ৷ অভিনেত্রীর দিদি দেবশ্রীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় ৷ আজ তাকে বারাসাত আদালতে তোলা হয় ৷

সূত্রের খবর, বিগত 7 বছর ধরে অমিত এবং দেবশ্রী বন্ধু ছিলেন ৷ সেই সময় তাঁরা দুজনেই অন্য সম্পর্কে ছিলেন ৷ পরে দুজনেরই সেই সম্পর্কে ভেঙে যায় ৷ এবং অমিত ও দেবশ্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন ৷ এরপর, এপ্রিলের 2 তারিখ দেবশ্রীর সঙ্গে বিয়ে হয় অমিত ভাটিয়ার ৷

অভিযোগ, বিয়ের 10 দিনের পর থেকেই অমিত, শুভশ্রীর দিদির উপর শারীরিক নির্যাতন শুরু করে ৷ মূলত টাকা চেয়েই দেবশ্রীকে মারধর করত অমিত ৷ এরপর দেবশ্রী তাঁর স্বামী সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলে জানতে পারেন পূর্বে তাঁর বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ আছে ৷ সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে অনেকের কাজ থেকেই সে টাকা নিয়েছে ৷ দেবশ্রীর অভিযোগ, বিয়ের সময় এই খবর সম্পূর্ণ গোপন করে গিয়েছিল অমিত ৷ এরপরই থানায় অভিযোগ দায়ের করেন দেবশ্রী ৷

গ্রেফতার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জামাইবাবু

আরও পড়ুন : শীতলকুচিকাণ্ডে ফের তলব কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে

পুলিশ সূত্রের খবর, 17 জুন রাতে টেকনোসিটি থানায় স্বামী অমিত ভাটিয়ার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন দেবশ্রী ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে আজ নিউটাউন এলাকা থেকে অমিতকে গ্রেফতার করে টেকনোসিটি থানার পুলিশ ৷ যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি অমিত ভাটিয়া ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.