ETV Bharat / state

Bratya Basu: সার্চ কমিটি গঠন নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে রাজ্যপালকে 'জুনিয়র' আখ্যা ব্রাত্যর

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে একটি সার্চ কমিটি গড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট ৷ আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রাত্য বসু ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 6:45 PM IST

Updated : Sep 15, 2023, 10:47 PM IST

ETV Bharat
ব্রাত্য বসু
ব্রাত্য বসুর বক্তব্য

কলকাতা, 15 সেপ্টেম্বর: রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালতই গড়ে দেবে সার্চ কমিটি । তবে সার্চ কমিটিতে কারা থাকবেন সেই নামের প্রস্তাব চেয়ে পাঠানো হয়েছে 3 পক্ষের কাছে । শুক্রবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন নিয়ে একটি নির্দেশ দেয় । সেখানে শীর্ষ আদালত রাজ্য সরকার, আচার্য এবং ইউজিসি এই তিন পক্ষকেই বেশকিছু নাম পাঠাতে বলেছে ৷ 25 সেপ্টেম্বরে মধ্যে সেই নামের প্রস্তাব পাঠাতে হবে । যা বিচার করে 3 থেকে 5 জনের একটি সার্চ কমিটি গঠন করে দেবে শীর্ষ আদালত । 27 সেপ্টেম্বরের মধ্যেই এই সার্চ কমিটি গঠন করা হবে বলে এদিন আদালত জানিয়েছে ৷

সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে রাজ্য সরকার । সুপ্রিম কোর্ট যে সার্চ কমিটি গঠন করে দেওয়ার কথা বলেছে তাতেই সায় দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তার সঙ্গে আরও একবার রাজ্যপালকে নিশানা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে 'জুনিয়র' বলেও এদিন কটাক্ষ করেছেন ব্রাত্য ।

আরও পড়ুন: ক্ষমা চান রাজ্যপাল, মানহানির মামলার হুঁশিয়ারি প্রাক্তন উপাচার্যদের

সুপ্রিম কোর্টের ঠিক করে দেওয়া এই সার্চ কমিটিই স্থায়ী উপাচার্য নির্ধারণ করবে । সুপ্রিম কোর্টের এই রায়কেই স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তিনি এদিন বলেন,"দেশের শীর্ষ আদালত সার্চ কমিটি গঠনে আচার্যের উপর ভরসা রাখতে পারছে না । অর্থাৎ আচার্যের অপদার্থতা, অকর্মণ্যতা, নিয়ে আমাদের যে দাবি ছিল তাতে সিলমোহর দিল সর্বোচ্চ আদালত । তাই এই রায়কে স্বাগত জানিয়ে দ্রুত আমাদের প্রস্তাব পাঠিয়ে দেব ।"

এর আগে রাজ্যের শিক্ষামন্ত্রীকে 'জুনিয়র অ্যাপয়েন্ট' বলে উল্লেখ করেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস । তবে এদিন রাজ্যোপালকেই 'জুনিয়র' বলে পালটা কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী । এদিন শিক্ষামন্ত্রী বলেন, "উনি জুনিয়র হিসাবে নতুন কাজ শিখছেন । ওনার আইনে ভুল হতেই পারে । আমরা তিন বারের সরকার । উনি এখন কাজ শিখছেন, তা আমাদের ভালো লাগছে । সুপ্রিম কোর্টের অর্ডারের পর কে 'জুনিয়র' তা দেখা যাচ্ছে ।"

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল বিতর্ক তুঙ্গে । উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে কোনো রকম যোগাযোগ না করেই বিশ্ববিদ্যালয় গুলিতে অন্তর্বতী উপাচার্য নিয়োগ করে চলেছেন আচার্য্য তথা রাজ্যপাল । এমনকি সার্চ কমিটির অডিন‍্যান্সের ফাইলে সই থাকলেও বিলে সই করছেন না রাজ্যপাল, বারবার এমনই অভিযোগ তুলছে রাজ্য সরকার । অডিন‍্যান্সে সই আছে, কিন্তু বিলে কেন সই করছেন না রাজ্যপাল তা নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে বলেই জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

ব্রাত্য বসুর বক্তব্য

কলকাতা, 15 সেপ্টেম্বর: রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালতই গড়ে দেবে সার্চ কমিটি । তবে সার্চ কমিটিতে কারা থাকবেন সেই নামের প্রস্তাব চেয়ে পাঠানো হয়েছে 3 পক্ষের কাছে । শুক্রবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন নিয়ে একটি নির্দেশ দেয় । সেখানে শীর্ষ আদালত রাজ্য সরকার, আচার্য এবং ইউজিসি এই তিন পক্ষকেই বেশকিছু নাম পাঠাতে বলেছে ৷ 25 সেপ্টেম্বরে মধ্যে সেই নামের প্রস্তাব পাঠাতে হবে । যা বিচার করে 3 থেকে 5 জনের একটি সার্চ কমিটি গঠন করে দেবে শীর্ষ আদালত । 27 সেপ্টেম্বরের মধ্যেই এই সার্চ কমিটি গঠন করা হবে বলে এদিন আদালত জানিয়েছে ৷

সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে রাজ্য সরকার । সুপ্রিম কোর্ট যে সার্চ কমিটি গঠন করে দেওয়ার কথা বলেছে তাতেই সায় দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তার সঙ্গে আরও একবার রাজ্যপালকে নিশানা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে 'জুনিয়র' বলেও এদিন কটাক্ষ করেছেন ব্রাত্য ।

আরও পড়ুন: ক্ষমা চান রাজ্যপাল, মানহানির মামলার হুঁশিয়ারি প্রাক্তন উপাচার্যদের

সুপ্রিম কোর্টের ঠিক করে দেওয়া এই সার্চ কমিটিই স্থায়ী উপাচার্য নির্ধারণ করবে । সুপ্রিম কোর্টের এই রায়কেই স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তিনি এদিন বলেন,"দেশের শীর্ষ আদালত সার্চ কমিটি গঠনে আচার্যের উপর ভরসা রাখতে পারছে না । অর্থাৎ আচার্যের অপদার্থতা, অকর্মণ্যতা, নিয়ে আমাদের যে দাবি ছিল তাতে সিলমোহর দিল সর্বোচ্চ আদালত । তাই এই রায়কে স্বাগত জানিয়ে দ্রুত আমাদের প্রস্তাব পাঠিয়ে দেব ।"

এর আগে রাজ্যের শিক্ষামন্ত্রীকে 'জুনিয়র অ্যাপয়েন্ট' বলে উল্লেখ করেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস । তবে এদিন রাজ্যোপালকেই 'জুনিয়র' বলে পালটা কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী । এদিন শিক্ষামন্ত্রী বলেন, "উনি জুনিয়র হিসাবে নতুন কাজ শিখছেন । ওনার আইনে ভুল হতেই পারে । আমরা তিন বারের সরকার । উনি এখন কাজ শিখছেন, তা আমাদের ভালো লাগছে । সুপ্রিম কোর্টের অর্ডারের পর কে 'জুনিয়র' তা দেখা যাচ্ছে ।"

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল বিতর্ক তুঙ্গে । উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে কোনো রকম যোগাযোগ না করেই বিশ্ববিদ্যালয় গুলিতে অন্তর্বতী উপাচার্য নিয়োগ করে চলেছেন আচার্য্য তথা রাজ্যপাল । এমনকি সার্চ কমিটির অডিন‍্যান্সের ফাইলে সই থাকলেও বিলে সই করছেন না রাজ্যপাল, বারবার এমনই অভিযোগ তুলছে রাজ্য সরকার । অডিন‍্যান্সে সই আছে, কিন্তু বিলে কেন সই করছেন না রাজ্যপাল তা নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে বলেই জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

Last Updated : Sep 15, 2023, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.