ETV Bharat / state

'781 নয়, শিক্ষকের শূন্যপদ অনেক বেশি'; বিধানসভায় রাতারাতি উলটো সুর ব্রাত্যর - শিক্ষকের শূন্যপদ

Bratya Basu in Assembly: শিক্ষকের শূন্যপদের পরিসংখ্যান বলতে গিয়ে রাতারাতি উলটো সুরে গাইলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ গতকাল তিনি বিধানসভায় বলেছিলেন, শূন্যপদের সংখ্যা 781 ৷ আজ বললেন, সংখ্যাটা তার থেকে অনেক বেশি ৷

Bratya Basu in Assembly
ব্রাত্য বসু
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 7:58 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: রাজ্যে শিক্ষকদের শূন্যপদের সংখ্যা কত ? এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মঙ্গলবার যা বলেছিলেন, বুধবার তার থেকে ঘুরে গেলেন 180 ডিগ্রি ৷ তিনি এ দিন বিধানসভায় বলেছেন যে, গতকালের দেওয়া সংখ্যার থেকে শূন্য শিক্ষক পদের সংখ্যা অনেক বেশি ৷ তাঁর বক্তব্যে তৈরি হওয়া বিতর্কের নিজেই অবসান করতে চান বলে জানিয়ে ব্রাত্য এ দিন তুলে ধরেন প্রকৃত পরিসংখ্যান ৷

মঙ্গলবার বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল । রাজ্যে শিক্ষকদের জন্য শূন্যপদ কত রয়েছে ? সেই হিসেব মঙ্গলবার রাজ্য বিধানসভায় দিয়েছিলেন শিক্ষামন্ত্রী । তিনি বলেছিলেন, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে শিক্ষকদের শূন্যপদের সংখ্যা 781।

তাঁর এই বক্তব্যের পর রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায় ৷ প্রশ্ন ওঠে, যেখানে কয়েক হাজার আন্দোলনতর চাকরিপ্রার্থীর দাবি যে, কয়েক লক্ষ শিক্ষক পদ শূন্য রয়েছে, সেখানে শিক্ষামন্ত্রীর দেওয়া মাত্র 781টি শূন্যপদের খতিয়ানের অর্থ কী ? এই প্রশ্ন তুলেছিল বিরোধীরা ৷ শিক্ষামন্ত্রীর দাবির সঙ্গে আদালতে তাঁর দফতরের দেওয়া বয়ানও মিলছিল না ৷ এর ব্যাখ্যাও এ দিন দিয়েছেন ব্রাত্য বসু ।

তিনি আজ বলেন, "বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বলেছিলাম, শিক্ষকের শূন্যপদ কত আমার পক্ষে এই মুহূর্তে সেটি বলা সম্ভব নয় । প্রতিনিয়ত কেউ না কেউ অবসর নিচ্ছেন । আমার কথা নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছিল । সেই তথ্য দিয়ে বিতর্কের অবসান করতে চাইছি ।"

এ কথা বলে তাঁর আগের বলা তথ্য সংশোধন করে শিক্ষামন্ত্রী এ দিন জানিয়ে দেন, শিক্ষকদের শূন্যপদের সংখ্যাটা তাঁর গতকালের দেওয়া পরিসংখ্যানের থেকে অনেক বেশি ৷ এ দিন ব্রাত্য বসু জানান, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে 2022 সালে রাজ্য থেকে তথ্য দেওয়া হয়েছিল । সেই তথ্য অনুসারে প্রাথমিকে এখন শূন্যপদ 11,765 । সেখানে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে । উচ্চ প্রাথমিকে শূন্যপদের সংখ্যা 14,339টি। আদালতের নির্দেশে সেখানে কাউন্সেলিং চলছে । আর মাধ্যমিকে সাড়ে 13 হাজারেরও বেশি শূন্যপদ আছে । উচ্চ মাধ্যমিকে শূন্যপদের সংখ্যা সাড়ে পাঁচ হাজারের বেশি । আদালতে মামলা রয়েছে । আদালত নির্দেশ দিলে নির্দিষ্টভাবে নিয়োগ প্রক্রিয়া শুরুর চেষ্টা করা হবে ।

আরও পড়ুন:

  1. বিজেপির তথ্য ভ্রান্ত, বিধানসভায় শূন্যপদের হিসেব দিলেন শিক্ষামন্ত্রী
  2. 'উচ্চতর কর্তৃপক্ষ কে ?' যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রশ্ন শিক্ষামন্ত্রীর
  3. রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যদের 'অনুপ্রবেশকারী' বলে কটাক্ষ শিক্ষামন্ত্রীর

কলকাতা, 6 ডিসেম্বর: রাজ্যে শিক্ষকদের শূন্যপদের সংখ্যা কত ? এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মঙ্গলবার যা বলেছিলেন, বুধবার তার থেকে ঘুরে গেলেন 180 ডিগ্রি ৷ তিনি এ দিন বিধানসভায় বলেছেন যে, গতকালের দেওয়া সংখ্যার থেকে শূন্য শিক্ষক পদের সংখ্যা অনেক বেশি ৷ তাঁর বক্তব্যে তৈরি হওয়া বিতর্কের নিজেই অবসান করতে চান বলে জানিয়ে ব্রাত্য এ দিন তুলে ধরেন প্রকৃত পরিসংখ্যান ৷

মঙ্গলবার বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল । রাজ্যে শিক্ষকদের জন্য শূন্যপদ কত রয়েছে ? সেই হিসেব মঙ্গলবার রাজ্য বিধানসভায় দিয়েছিলেন শিক্ষামন্ত্রী । তিনি বলেছিলেন, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে শিক্ষকদের শূন্যপদের সংখ্যা 781।

তাঁর এই বক্তব্যের পর রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায় ৷ প্রশ্ন ওঠে, যেখানে কয়েক হাজার আন্দোলনতর চাকরিপ্রার্থীর দাবি যে, কয়েক লক্ষ শিক্ষক পদ শূন্য রয়েছে, সেখানে শিক্ষামন্ত্রীর দেওয়া মাত্র 781টি শূন্যপদের খতিয়ানের অর্থ কী ? এই প্রশ্ন তুলেছিল বিরোধীরা ৷ শিক্ষামন্ত্রীর দাবির সঙ্গে আদালতে তাঁর দফতরের দেওয়া বয়ানও মিলছিল না ৷ এর ব্যাখ্যাও এ দিন দিয়েছেন ব্রাত্য বসু ।

তিনি আজ বলেন, "বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বলেছিলাম, শিক্ষকের শূন্যপদ কত আমার পক্ষে এই মুহূর্তে সেটি বলা সম্ভব নয় । প্রতিনিয়ত কেউ না কেউ অবসর নিচ্ছেন । আমার কথা নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছিল । সেই তথ্য দিয়ে বিতর্কের অবসান করতে চাইছি ।"

এ কথা বলে তাঁর আগের বলা তথ্য সংশোধন করে শিক্ষামন্ত্রী এ দিন জানিয়ে দেন, শিক্ষকদের শূন্যপদের সংখ্যাটা তাঁর গতকালের দেওয়া পরিসংখ্যানের থেকে অনেক বেশি ৷ এ দিন ব্রাত্য বসু জানান, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে 2022 সালে রাজ্য থেকে তথ্য দেওয়া হয়েছিল । সেই তথ্য অনুসারে প্রাথমিকে এখন শূন্যপদ 11,765 । সেখানে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে । উচ্চ প্রাথমিকে শূন্যপদের সংখ্যা 14,339টি। আদালতের নির্দেশে সেখানে কাউন্সেলিং চলছে । আর মাধ্যমিকে সাড়ে 13 হাজারেরও বেশি শূন্যপদ আছে । উচ্চ মাধ্যমিকে শূন্যপদের সংখ্যা সাড়ে পাঁচ হাজারের বেশি । আদালতে মামলা রয়েছে । আদালত নির্দেশ দিলে নির্দিষ্টভাবে নিয়োগ প্রক্রিয়া শুরুর চেষ্টা করা হবে ।

আরও পড়ুন:

  1. বিজেপির তথ্য ভ্রান্ত, বিধানসভায় শূন্যপদের হিসেব দিলেন শিক্ষামন্ত্রী
  2. 'উচ্চতর কর্তৃপক্ষ কে ?' যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রশ্ন শিক্ষামন্ত্রীর
  3. রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যদের 'অনুপ্রবেশকারী' বলে কটাক্ষ শিক্ষামন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.