কলকাতা, 8 অগস্ট: ‘‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর ৷’’ কবিগুরুর প্রয়াণ দিবসে, বাংলার বর্তমান পরিস্থিতিকে ব্যাখ্যা করতে, তাঁর নৈবেদ্য কবিতার এই অংশটিকে উলটে দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ৷ রাজ্য সরকারের সমালোচনায় তিনি বলেছিলেন, ‘‘বাংলার চিত্ত ভয় যুক্ত ৷ মাথা হেঁট হয়ে যাচ্ছে ৷’’ যার জবাবে শাসকশিবিরের থেকে পালটা কটাক্ষও উড়ে এল ৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কটাক্ষ, ‘‘দেখবেন মাথা হেঁট করতে গিয়ে, সানগ্লাসটা পড়ে না যায় ৷’’
22 শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে, বাংলায় ভোট হিংসা নিয়ে ফের সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মঙ্গলবার রাজভবন থেকে নাম না করে তৃণমূল সরকারের সমালোচনা করেছেন তিনি ৷ বলেছিলেন, ‘‘বাংলা সন্ত্রাস-হিংসা-দুর্নীতিতে ভরে গিয়েছে ৷ আর সেই কারণেই বাংলার চিত্ত ভয় যুক্ত ৷ মাথা হেঁট হয়ে যাচ্ছে ৷’’
পালটা জবাব দিতে অবশ্য দেরি করেনি রাজ্যের শাসকদল ৷ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে দাঁড়িয়েই এর জবাব দিয়েছেন মন্ত্রী ব্রাত্য বসু ৷ রাজ্যপালকে তাঁর পাল্টা কটাক্ষ, ‘‘উনি বলেছেন ওনার মাথা হেঁট হয়ে যাচ্ছে ৷ আমি শুধু বলব, দেখবেন মাথা হেঁট করতে গিয়ে যাতে সানগ্লাসটা পড়ে না যায় ৷’’ শিক্ষামন্ত্রীর তীর্যক মন্তব্য এখানেই থামেনি ৷ রাজ্যপালকে বিজেপির মুখপাত্র হিসেবে উল্লেখ করেছেন তিনি ৷ ব্রাত্য বলেন, ‘‘রবীন্দ্রনাথের কিছু শিক্ষা তথা অসাম্প্রদায়িক শিক্ষা যদি রাজ্যপাল গ্রহণ করতেন, তাহলে তাঁকে আজ বিজেপির মুখপাত্র হতে হতো না ৷’’
আরও পড়ুন: 'বাংলার পরিস্থিতিতে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে,' কবিগুরুর প্রয়াণ দিবসে মন্তব্য রাজ্যপালের
তবে, শুধু ব্রাত্য বসু নন ৷ রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের হিংসা নিয়ে মন্তব্যের জবাব দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি মনে করেন রাজ্যপালের ‘বাংলার চিত্ত ভয় যুক্ত’, মন্তব্য এরাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয় ৷ রাজ্যপাল যা বলেছেন, তা কেবল মণিপুরের মতো অবস্থা কোথাও হলে, সেখানেই লাগু হয় ৷